যুক্তরাষ্ট্রের গায়িকা টেলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। পেজ সিক্স জানিয়েছে, তাঁরা এখন আলাদা থাকছেন, দুজনের সম্মতির ভিত্তিতেই তাঁরা ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন।
যদিও অভিনেতা অ্যালউইন ও সংগীতশিল্পী টেলর সুইফট বছরের পর বছর তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমকে তাঁরা গুজব বলেই তা উড়িয়ে দিয়েছেন।
ডেইলি মেইল জানিয়েছিল, টেলর সুইফট হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের অবসানের পর জো অ্যালউইনের সঙ্গে গোপনে প্রেম করছেন। লন্ডনে সুইফটকে জোর সঙ্গে পরচুলা পরে, ছদ্মবেশে দেখা গিয়েছিল বেশ কয়েকবার। উত্তর লন্ডনে এক ভাড়া বাসায় থাকতেন টেলর সুইফট। সেখানেই ‘বিলি লিন’স লং হাফটাইম ওয়াক’ ছবির অভিনেতা জো অ্যালউইনকে প্রায়ই দেখা যেত।
২০০৮ সালে টেলরের প্রথম প্রেম নিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় ব্যান্ড জোনাস ব্রাদার্সের জো জোনাসের সঙ্গে। এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড হাতে সেই প্রেম স্বীকারও করেছিলেন টেইলর। তিনি বলেছিলেন, ‘জো একজন দুর্দান্ত মানুষ। যে নারী তাঁর সঙ্গে প্রেম করতে পেরেছেন, তিনি সত্যিই ভাগ্যবান।’ তারপর টেলর সুইফট প্রেম করেছেন টোয়ালাইট খ্যাত টেলর লটনারের সঙ্গে। এরপর তিনি প্রেমের তরিতে ভেসেছেন মার্কিন সংগীত তারকা জন মায়েরের সঙ্গে। এরপর কোরি মনটেইথ আর জেক জিলেনহালের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন টেলর সুইফট। ২০১২ সালে তিনি প্রেম করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির পৌত্রের সঙ্গে। তারপর প্রেম করেন ব্রিটিশ সংগীত তারকা হ্যারি স্টাইলসের সঙ্গে। কেভিন হ্যারিস, টম হিডলস্টন ওবং সর্বশেষ জো অ্যালউইন—টেলর সুইফটের প্রেমিকদের নামের তালিকা বেশ দীর্ঘ।
যুক্তরাষ্ট্রের গায়িকা টেলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। পেজ সিক্স জানিয়েছে, তাঁরা এখন আলাদা থাকছেন, দুজনের সম্মতির ভিত্তিতেই তাঁরা ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন।
যদিও অভিনেতা অ্যালউইন ও সংগীতশিল্পী টেলর সুইফট বছরের পর বছর তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমকে তাঁরা গুজব বলেই তা উড়িয়ে দিয়েছেন।
ডেইলি মেইল জানিয়েছিল, টেলর সুইফট হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের অবসানের পর জো অ্যালউইনের সঙ্গে গোপনে প্রেম করছেন। লন্ডনে সুইফটকে জোর সঙ্গে পরচুলা পরে, ছদ্মবেশে দেখা গিয়েছিল বেশ কয়েকবার। উত্তর লন্ডনে এক ভাড়া বাসায় থাকতেন টেলর সুইফট। সেখানেই ‘বিলি লিন’স লং হাফটাইম ওয়াক’ ছবির অভিনেতা জো অ্যালউইনকে প্রায়ই দেখা যেত।
২০০৮ সালে টেলরের প্রথম প্রেম নিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় ব্যান্ড জোনাস ব্রাদার্সের জো জোনাসের সঙ্গে। এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড হাতে সেই প্রেম স্বীকারও করেছিলেন টেইলর। তিনি বলেছিলেন, ‘জো একজন দুর্দান্ত মানুষ। যে নারী তাঁর সঙ্গে প্রেম করতে পেরেছেন, তিনি সত্যিই ভাগ্যবান।’ তারপর টেলর সুইফট প্রেম করেছেন টোয়ালাইট খ্যাত টেলর লটনারের সঙ্গে। এরপর তিনি প্রেমের তরিতে ভেসেছেন মার্কিন সংগীত তারকা জন মায়েরের সঙ্গে। এরপর কোরি মনটেইথ আর জেক জিলেনহালের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন টেলর সুইফট। ২০১২ সালে তিনি প্রেম করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির পৌত্রের সঙ্গে। তারপর প্রেম করেন ব্রিটিশ সংগীত তারকা হ্যারি স্টাইলসের সঙ্গে। কেভিন হ্যারিস, টম হিডলস্টন ওবং সর্বশেষ জো অ্যালউইন—টেলর সুইফটের প্রেমিকদের নামের তালিকা বেশ দীর্ঘ।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৩ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে