যুক্তরাষ্ট্রের গায়িকা টেলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। পেজ সিক্স জানিয়েছে, তাঁরা এখন আলাদা থাকছেন, দুজনের সম্মতির ভিত্তিতেই তাঁরা ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন।
যদিও অভিনেতা অ্যালউইন ও সংগীতশিল্পী টেলর সুইফট বছরের পর বছর তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমকে তাঁরা গুজব বলেই তা উড়িয়ে দিয়েছেন।
ডেইলি মেইল জানিয়েছিল, টেলর সুইফট হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের অবসানের পর জো অ্যালউইনের সঙ্গে গোপনে প্রেম করছেন। লন্ডনে সুইফটকে জোর সঙ্গে পরচুলা পরে, ছদ্মবেশে দেখা গিয়েছিল বেশ কয়েকবার। উত্তর লন্ডনে এক ভাড়া বাসায় থাকতেন টেলর সুইফট। সেখানেই ‘বিলি লিন’স লং হাফটাইম ওয়াক’ ছবির অভিনেতা জো অ্যালউইনকে প্রায়ই দেখা যেত।
২০০৮ সালে টেলরের প্রথম প্রেম নিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় ব্যান্ড জোনাস ব্রাদার্সের জো জোনাসের সঙ্গে। এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড হাতে সেই প্রেম স্বীকারও করেছিলেন টেইলর। তিনি বলেছিলেন, ‘জো একজন দুর্দান্ত মানুষ। যে নারী তাঁর সঙ্গে প্রেম করতে পেরেছেন, তিনি সত্যিই ভাগ্যবান।’ তারপর টেলর সুইফট প্রেম করেছেন টোয়ালাইট খ্যাত টেলর লটনারের সঙ্গে। এরপর তিনি প্রেমের তরিতে ভেসেছেন মার্কিন সংগীত তারকা জন মায়েরের সঙ্গে। এরপর কোরি মনটেইথ আর জেক জিলেনহালের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন টেলর সুইফট। ২০১২ সালে তিনি প্রেম করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির পৌত্রের সঙ্গে। তারপর প্রেম করেন ব্রিটিশ সংগীত তারকা হ্যারি স্টাইলসের সঙ্গে। কেভিন হ্যারিস, টম হিডলস্টন ওবং সর্বশেষ জো অ্যালউইন—টেলর সুইফটের প্রেমিকদের নামের তালিকা বেশ দীর্ঘ।
যুক্তরাষ্ট্রের গায়িকা টেলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। পেজ সিক্স জানিয়েছে, তাঁরা এখন আলাদা থাকছেন, দুজনের সম্মতির ভিত্তিতেই তাঁরা ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন।
যদিও অভিনেতা অ্যালউইন ও সংগীতশিল্পী টেলর সুইফট বছরের পর বছর তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমকে তাঁরা গুজব বলেই তা উড়িয়ে দিয়েছেন।
ডেইলি মেইল জানিয়েছিল, টেলর সুইফট হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের অবসানের পর জো অ্যালউইনের সঙ্গে গোপনে প্রেম করছেন। লন্ডনে সুইফটকে জোর সঙ্গে পরচুলা পরে, ছদ্মবেশে দেখা গিয়েছিল বেশ কয়েকবার। উত্তর লন্ডনে এক ভাড়া বাসায় থাকতেন টেলর সুইফট। সেখানেই ‘বিলি লিন’স লং হাফটাইম ওয়াক’ ছবির অভিনেতা জো অ্যালউইনকে প্রায়ই দেখা যেত।
২০০৮ সালে টেলরের প্রথম প্রেম নিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় ব্যান্ড জোনাস ব্রাদার্সের জো জোনাসের সঙ্গে। এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড হাতে সেই প্রেম স্বীকারও করেছিলেন টেইলর। তিনি বলেছিলেন, ‘জো একজন দুর্দান্ত মানুষ। যে নারী তাঁর সঙ্গে প্রেম করতে পেরেছেন, তিনি সত্যিই ভাগ্যবান।’ তারপর টেলর সুইফট প্রেম করেছেন টোয়ালাইট খ্যাত টেলর লটনারের সঙ্গে। এরপর তিনি প্রেমের তরিতে ভেসেছেন মার্কিন সংগীত তারকা জন মায়েরের সঙ্গে। এরপর কোরি মনটেইথ আর জেক জিলেনহালের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন টেলর সুইফট। ২০১২ সালে তিনি প্রেম করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির পৌত্রের সঙ্গে। তারপর প্রেম করেন ব্রিটিশ সংগীত তারকা হ্যারি স্টাইলসের সঙ্গে। কেভিন হ্যারিস, টম হিডলস্টন ওবং সর্বশেষ জো অ্যালউইন—টেলর সুইফটের প্রেমিকদের নামের তালিকা বেশ দীর্ঘ।
আজ ‘রূপনগরের রাজকন্যা’খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে দীর্ঘ ২৬ বছর পর তিনি অংশ নিয়েছেন কোনো টিভি অনুষ্ঠানে। চ্যানেল আইয়ের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানটির নাম ‘শবনম: রূপনগরের রাজকন্যা’।
২০ ঘণ্টা আগেরুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় যুক্ত হয়েছেন রুনা খান। তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে।
২০ ঘণ্টা আগেআগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যদল স্বপ্নদল ১৮ ও ১৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৫’।
২০ ঘণ্টা আগেগতকাল কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার মুম্বাই থেকে কলকাতায় আসেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। নির্ধারিত সময়ে শুরু হলেও বাধার মুখে মাঝপথে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।
২০ ঘণ্টা আগে