Ajker Patrika

চাঁদরাতে এল জেমসের নতুন গান ‘আই লাভ ইউ’

চাঁদরাতে এল জেমসের নতুন গান ‘আই লাভ ইউ’

দীর্ঘ এক যুগ পর নতুন গান নিয়ে এলেন জেমস। কয়েকদিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, এ ঈদেই বিরতি ভাঙবেন। চাঁদরাতে প্রকাশ করবেন নতুন গান। কথা রাখলেন নগর বাউল। নিয়ে এলেন নতুন গান ‘আই লাভ ইউ’।

গানটি নিয়ে জেমস বলেছিলেন, ‘মাঠে-ময়দানের আমার যারা দর্শক-শ্রোতা, তারা একদম দাবি করে বসেছে যে, নতুন গান লাগবেই। ওদের কারণেই মনে করলাম যে, এখন বোধহয় নতুন গান করা উচিত। এবার যে গানটি করলাম, সেটি একেবারেই আমার মাঠের, ময়দানের দর্শক-শ্রোতাদের জন্য।’

‘আই লাভ ইউ’ গানটি শুরু হচ্ছে এভাবে— ‘ও বন্ধু, তোরাই আমার জান, তোরাই আমার প্রাণ, তোদের ছাড়া বন্ধু আর, গাইতে চায় না প্রাণ।’ জেমস ও বিশু শিকদার লিখেছেন গানটি। সুর করেছেন জেমস। সোমবার সন্ধ্যায় বসুন্ধরা ডিজিটালের ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গানটি।

নগরবাউল ভক্তদের জন্য গানটি এবার ঈদের সেরা উপহার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জেমস বলেছেন, আরও কয়েকটি নতুন গানের প্রস্তুতি চলছে। গানগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে। একটি অ্যালবাম প্রকাশেরও পরিকল্পনা করছেন নগর বাউল।

শুনুন জেমসের নতুন গান ‘আই লাভ ইউ’:

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত