আজ থেকে চ্যানেল আইয়ের পর্দায় শুরু হচ্ছে সংগীত নিয়ে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘পিয়ানো লাউঞ্জ’। উদ্বোধনী পর্বে থাকছেন তাহসান। অনুষ্ঠানে নিজের গাওয়া চারটি জনপ্রিয় গান নতুন আয়োজনে গেয়ে শোনাবেন তাহসান। চ্যানেল আইয়ের প্রযোজনায় ব্লুজ-এর তত্ত্বাবধানে নির্মিত ‘পিয়ানো লাউঞ্জ’-এর প্রথম ধাপে দেশবরেণ্য ১০ জন প্রিয় সংগীতশিল্পীকে নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। শিল্পীরা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মণ্ডল, অনিমা রায়, তাহসান, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ। প্রতিটি পর্বে শিল্পীদের সেরা ৪টি গান স্থান পাবে।
ব্যান্ডতারকা ও সংগীত পরিচালক মানাম আহমেদ তাঁর সংগীত আয়োজনের জাদুকরি উপস্থাপনা দিয়ে প্রতিটি গানকে অনন্য মাত্রায় নিয়ে গেছেন। পুরো অনুষ্ঠান ভিডিও পরিচালনা করেছেন হিমেল। অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন মনে করেন, প্রতিটি পর্বে দর্শক–শ্রোতা প্রিয় শিল্পীদের জনপ্রিয় গানগুলোকে নতুনভাবে আবিষ্কার করবে। অনুষ্ঠানে অংশ নেওয়া সংগীতশিল্পীরা মানাম আহমেদের প্রশংসা করে বলেন, এ ধরনের ভিন্নধর্মী অনুষ্ঠানে গান করতে পারাটা তাঁদের জন্য ভিন্ন একটি অভিজ্ঞতা।
‘পিয়ানো লাউঞ্জ’ অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।
আজ থেকে চ্যানেল আইয়ের পর্দায় শুরু হচ্ছে সংগীত নিয়ে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘পিয়ানো লাউঞ্জ’। উদ্বোধনী পর্বে থাকছেন তাহসান। অনুষ্ঠানে নিজের গাওয়া চারটি জনপ্রিয় গান নতুন আয়োজনে গেয়ে শোনাবেন তাহসান। চ্যানেল আইয়ের প্রযোজনায় ব্লুজ-এর তত্ত্বাবধানে নির্মিত ‘পিয়ানো লাউঞ্জ’-এর প্রথম ধাপে দেশবরেণ্য ১০ জন প্রিয় সংগীতশিল্পীকে নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। শিল্পীরা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মণ্ডল, অনিমা রায়, তাহসান, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ। প্রতিটি পর্বে শিল্পীদের সেরা ৪টি গান স্থান পাবে।
ব্যান্ডতারকা ও সংগীত পরিচালক মানাম আহমেদ তাঁর সংগীত আয়োজনের জাদুকরি উপস্থাপনা দিয়ে প্রতিটি গানকে অনন্য মাত্রায় নিয়ে গেছেন। পুরো অনুষ্ঠান ভিডিও পরিচালনা করেছেন হিমেল। অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন মনে করেন, প্রতিটি পর্বে দর্শক–শ্রোতা প্রিয় শিল্পীদের জনপ্রিয় গানগুলোকে নতুনভাবে আবিষ্কার করবে। অনুষ্ঠানে অংশ নেওয়া সংগীতশিল্পীরা মানাম আহমেদের প্রশংসা করে বলেন, এ ধরনের ভিন্নধর্মী অনুষ্ঠানে গান করতে পারাটা তাঁদের জন্য ভিন্ন একটি অভিজ্ঞতা।
‘পিয়ানো লাউঞ্জ’ অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৬ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১২ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে