Ajker Patrika

নচিকেতার সঙ্গে জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’

নচিকেতার সঙ্গে জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক জয় শাহরিয়ারের। জয়ের সুর ও সংগীতায়োজনে বেশ কয়েকটি গান করেছেন নচিকেতা। এবার নচিকেতার সঙ্গে যৌথ অ্যালবাম প্রকাশ করলেন জয় শাহরিয়ার। নাম ‘তথাগত’। আজব রেকর্ডস ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অ্যালবামটি।

তথাগত অ্যালবামটি সাজানো হয়েছে ৭টি গান দিয়ে। তিনটা করে গান গেয়েছেন নচিকেতা ও জয়। এ ছাড়া ‘আরেকটিবার বাঁচো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দুজনেই। গানগুলো লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, এশরার লতিফ, তানবীর সাজিব, সালমা সুলতানা ও মারুফ হাসান। সব গানের সুর করেছেন জয় শাহরিয়ার। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার, মহান ফাহিম, আমিন জামায়েল তিলক। শব্দ সংমিশ্রণে ছিলেন আমজাদ হোসেন বাপ্পী ও নাবিদ সালেহীন নিলয়।

জয় শাহরিয়ার বলেন, ‘নচিদা আমার স্বপ্নের শিল্পীদের একজন। ওনার সঙ্গে দ্বৈত অ্যালবাম আমার স্বপ্নপূরণ। আট বছর পর আবার দ্বৈত অ্যালবাম করলাম। আশা করি আমাদের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলের পাশাপাশি তথাগত অ্যালবামটি শোনা যাচ্ছে স্পটিফাই, আমাজন, আইটিউনস, স্বাধীন মিউজিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত