Ajker Patrika

জীবনের কথায় ভালোবাসা দিবসে ফাহিমের গান ‘আদুরে দিন’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
গায়ক ফাহিম ইসলাম। ছবি: সংগৃহীত
গায়ক ফাহিম ইসলাম। ছবি: সংগৃহীত

প্রতিবছরই ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। এবারও ভালোবাসা দিবসে নতুন গান উপহার দিচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘আদুরে দিন’। ‘তোর সাথে যাবো বলে, আজ দেখা পাবো বলে, যতো ইচ্ছে খুশি সাজিয়েছি/তুই এসে ছুঁয়ে দিলে, সব ব্যথা ধুয়ে দিলে, দূরে ভেসে যেতে রাজি আছি’—এমন কথায় গানটি লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন মিনহাজ জুয়েল। মিক্স-মাস্টারিং করেছেন আদিব কবির।

এরই মধ্যে তৈরি হয়েছে আদুরে দিনের মিউজিক ভিডিও। রাজধানীর বিভিন্ন লোকেশনের পাশাপাশি ইনডোরে সেট তৈরি করে হয়েছে গানের শুটিং। মডেল হয়েছেন নয়ন সানি ও ফারিয়া। ডেডলাইন স্টুডিওস লিমিটেডের ব্যানারে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

গীতিকার রবিউল ইসলাম জীবন। ছবি: সংগৃহীত
গীতিকার রবিউল ইসলাম জীবন। ছবি: সংগৃহীত

নতুন গান নিয়ে ফাহিম ইসলাম বলেন, ‘ভালোবাসার মানুষকে নিয়ে সবারই নানা স্বপ্ন থাকে। প্রিয় মানুষের উপস্থিতি আর স্পর্শে মনে জাগে আনন্দের শিহরণ। প্রেমিক-প্রেমিকার এমন মিষ্টি অনুভূতি নিয়েই সাজানো হয়েছে গানটি। ভালোবাসা দিবসে আসছে শ্রোতাদের জন্য আমাদের এই বিশেষ উপহার। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’

১৪ ফেব্রুয়ারি ইউটিউবের ডেডলাইন মিউজিক চ্যানেলে প্রকাশ করা হবে আদুরে দিন গানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত