Ajker Patrika

কুমার বিশ্বজিতের নতুন গান ‘শুধু তোমার জন্য’

কুমার বিশ্বজিতের নতুন গান ‘শুধু তোমার জন্য’

এবারের ঈদটা হতে যাচ্ছে গানময়। জনপ্রিয় সংগীত তারকারা ঈদ উপলক্ষে নতুন গান প্রকাশ করছেন। কুমার বিশ্বজিতও আছেন এ তালিকায়। ঈদের আগেই শ্রোতাদেরকে ঈদের উপহার দিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি গানছবি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো কুমার বিশ্বজিৎ এর নতুন গান ‘শুধু তোমার জন্য’।

এ গান উপলক্ষে অনেকদিন পর একত্র হয়েছেন কুমার বিশ্বজিৎ, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী ও নকীব খান। জঙ্গীর লেখায় ‘শুধুমাত্র তোমার জন্য’ গানটির সুর করেছেন নকীব খান। বিশ্বজিৎ বলেন, ‘দীর্ঘদিন পরে জঙ্গী ভাইয়ের কথায় ও নকীব ভাইয়ের সুরে গান গাইলাম। গানটি একটু স্পেশাল, কারন গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করার সময় এই দুইজন গুণী মানুষ ছাড়াও সাথে পেয়েছি বাপ্পা মজুমদারকে।’

শহীদ মাহমুদ জঙ্গীর লেখা আইয়ুব বাচ্চুর সুরে কুমার বিশ্বজিৎ সর্বশেষ ‘মোমবাতি জ্বালিয়ে দিও’ এবং নকীব খানের সুরে আসিফ ইকবালের লেখা ‘সুখ ছাড়া দুখ’ গানটি গেয়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন কুমার বিশ্বজিৎ। যে কারণে ঈদে কোনো স্টেজ শোতে পাওয়া যাবে না তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেত্রকোনায় সাবেক ছাত্রদল নেতাকে মারধর বর্তমান সভাপতির

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

সাংবাদিককে নির্যাতন: সাবেক ডিসি সুলতানাকে চাকরি থেকে বরখাস্ত

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নেপালের সামনে ভারতবিরোধী মনোভাব ও হিন্দুত্ববাদের জটিল সমীকরণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত