Ajker Patrika

হাবিবের কণ্ঠে গ্রামীণফোনের থিম সং ‘এখনই সময়’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নতুন গান নিয়ে এসেছেন হাবিব ওয়াহিদ। গ্রামীণফোনের নতুন বিজ্ঞাপনে দেখা গেল তাঁকে। শোনা গেল তাঁর কণ্ঠ। নাচে-গানে তিনি জানিয়ে দিচ্ছেন ‘এখনই সময়’। এতদিন ধরে শ্রোতাদেরকে অসংখ্য চমৎকার গান উপহার দেওয়ার পর হাবিব আবার এসেছেন অনুপ্রেরণামূলক গান ‘এখনই সময়’ নিয়ে।

এ গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ‘মুহূর্ত’র অফুরন্ত সম্ভাবনা উন্মোচনের প্রত্যয়। ‘এখনই সময়’ সকল সম্ভাবনা উন্মোচনের। বাংলাদেশে গ্রামীণফোনের ২৫ বছরের যাত্রাকে উদ্‌যাপন এবং একটি সুন্দর আগামীর জন্য মানুষকে এখনই কাজ করার উৎসাহ দেয় হাবিবের এই গান। গানটির ভিডিও গ্রামীণফোনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে।

নতুন গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘গ্রামীণফোনের ২৫ বছরের যাত্রায় ব্র্যান্ডটির জন্য আমি জনপ্রিয় বিভিন্ন গানের সংগীতায়োজন করেছি। দেশের মানুষ গানগুলো পছন্দ করেছেন। আমার বিশ্বাস, নতুন গানটিও তাদের উৎসাহিত করবে। নতুন কিছু করার প্রেরণা ও সাহস যোগাবে। যেন তারা সময়কে ছাড়িয়ে নিজেদের সকল সম্ভাবনা উন্মোচন করতে পারেন।’

নতুন এ গানে ইন্টারনেট, বিশেষ করে দেশজুড়ে বিস্তৃত গ্রামীণফোনের দ্রুতগতি ও নিরবচ্ছিন্ন ফোরজি নেটওয়ার্কের সম্ভাবনার কথা বলা হয়েছে। শিল্পী হাবিব ওয়াহিদ তরুণদের সোশ্যাল মিডিয়ায় তারুণ্যের শক্তি ছড়িয়ে নিজেদের মেধা প্রকাশের উৎসাহ দিয়েছেন। পাশাপাশি তিনি এ গানটির অডিও ও ডান্স কাভার করে #এখনইসময় দিয়ে ইউটিউব ও টিকটকে প্রকাশ করারও আহ্বান জানিয়েছেন।

শুনুন হাবিবের ‘এখনই সময়’:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত