অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান ক্যারিয়ারে পেয়েছেন একাধিক সম্মাননা, পুরস্কার। তবুও বেশ কয়েকবার আত্মহত্যার ভাবনা এসেছে তাঁর মাথায়। কিন্তু কি কারণে তিনি সেসময় নিজেকে শেষ করতে চেয়েছেন, কীভাবেই বা সেগুলোর সঙ্গে মোকাবিলা করতেন সেটাই প্রকাশ্যে আনলেন। জানালেন সে পরিস্থিতি থেকে বেরোতে তাঁর মা তাঁকে ভীষণভাবে সাহায্য করেছিলেন।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ আর রহমান। সেখানেই ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে সেসময় তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, ‘আমি যখন ছোট ছিলাম, আমার আত্মহত্যা করার কথা মনে হতো। তখন আমার মা আমাকে বলতেন, যখন তুমি নিজের বদলে অন্য কারও জন্য বাঁচতে শুরু করবে তখন দেখবে আর এসব ভাবনা আসবে না। এটাই বোধ হয় আমার মায়ের আমাকে দেওয়া অন্যতম সুন্দর পরামর্শ ছিল।’
এ আর রহমান এদিন নিজের স্বার্থের বদলে অন্যদের জন্য কিছু করার পরামর্শ দেন। সেই বিষয়ে গায়ক বলেন, ‘তুমি যখন অন্য কারও জন্য বাঁচবে তখন তুমি আর স্বার্থপর থাকবে না। তোমার জীবন একটা নতুন মানে পাবে। আমি এই পরামর্শটা খুব সিরিয়াসলি নিয়েছিলাম। কারও জন্য কম্পোজ করা হোক বা কারও জন্য লেখা হোক কিংবা কাউকে খাবার কিনে দেওয়া এই জিনিসগুলো আমাদের বাঁচিয়ে রাখে। এগিয়ে নিয়ে যায় জীবনে।’
এ আর রহমান আরও জানান, ‘অনেক সময় মনে হয় যে জীবন একঘেয়ে হয়ে গেছে, এক জিনিস ঘটে চলেছে। কিন্তু তখনই যেন মনে পড়ে তোমার জীবনের একটা বৃহত্তর উদ্দেশ্য আছে।’
অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান ক্যারিয়ারে পেয়েছেন একাধিক সম্মাননা, পুরস্কার। তবুও বেশ কয়েকবার আত্মহত্যার ভাবনা এসেছে তাঁর মাথায়। কিন্তু কি কারণে তিনি সেসময় নিজেকে শেষ করতে চেয়েছেন, কীভাবেই বা সেগুলোর সঙ্গে মোকাবিলা করতেন সেটাই প্রকাশ্যে আনলেন। জানালেন সে পরিস্থিতি থেকে বেরোতে তাঁর মা তাঁকে ভীষণভাবে সাহায্য করেছিলেন।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ আর রহমান। সেখানেই ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে সেসময় তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, ‘আমি যখন ছোট ছিলাম, আমার আত্মহত্যা করার কথা মনে হতো। তখন আমার মা আমাকে বলতেন, যখন তুমি নিজের বদলে অন্য কারও জন্য বাঁচতে শুরু করবে তখন দেখবে আর এসব ভাবনা আসবে না। এটাই বোধ হয় আমার মায়ের আমাকে দেওয়া অন্যতম সুন্দর পরামর্শ ছিল।’
এ আর রহমান এদিন নিজের স্বার্থের বদলে অন্যদের জন্য কিছু করার পরামর্শ দেন। সেই বিষয়ে গায়ক বলেন, ‘তুমি যখন অন্য কারও জন্য বাঁচবে তখন তুমি আর স্বার্থপর থাকবে না। তোমার জীবন একটা নতুন মানে পাবে। আমি এই পরামর্শটা খুব সিরিয়াসলি নিয়েছিলাম। কারও জন্য কম্পোজ করা হোক বা কারও জন্য লেখা হোক কিংবা কাউকে খাবার কিনে দেওয়া এই জিনিসগুলো আমাদের বাঁচিয়ে রাখে। এগিয়ে নিয়ে যায় জীবনে।’
এ আর রহমান আরও জানান, ‘অনেক সময় মনে হয় যে জীবন একঘেয়ে হয়ে গেছে, এক জিনিস ঘটে চলেছে। কিন্তু তখনই যেন মনে পড়ে তোমার জীবনের একটা বৃহত্তর উদ্দেশ্য আছে।’
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৪ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৪ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৪ ঘণ্টা আগে