ঢাকা: গীতিকবি-মুক্তিযোদ্ধা ওসমান শওকত আর বেঁচে নেই। গতকাল (২৬ এপ্রিল) বনশ্রীর নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন।
প্রয়াতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ জোহর জানাজা শেষে রাজধানীর জুরাইন কবর স্থানে তাঁকে সমাহিত করা হবে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হবে।
ওসমান শওকত বাংলাদেশ টেলিভিশনের প্রধান শিল্প নির্দেশক ছিলেন। তাঁর বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। এরমধ্যে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া দুটি গান ‘জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি’ ও ‘এক ফোটা বিষ আজ’ সহ ‘সোনামুখ সুই দিয়ে সেলাই করা কাজ’,‘একটি বজ্র কণ্ঠ থেকে বাঙ্গালির উত্থান’, ‘যখনই আমি সবুজ শ্যামলে শুনি জীবনের গান’ এবং ‘সুখের সংজ্ঞাকে যদি আমি জানতাম’ উল্লেখযোগ্য।
ঢাকা: গীতিকবি-মুক্তিযোদ্ধা ওসমান শওকত আর বেঁচে নেই। গতকাল (২৬ এপ্রিল) বনশ্রীর নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন।
প্রয়াতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ জোহর জানাজা শেষে রাজধানীর জুরাইন কবর স্থানে তাঁকে সমাহিত করা হবে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হবে।
ওসমান শওকত বাংলাদেশ টেলিভিশনের প্রধান শিল্প নির্দেশক ছিলেন। তাঁর বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। এরমধ্যে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া দুটি গান ‘জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি’ ও ‘এক ফোটা বিষ আজ’ সহ ‘সোনামুখ সুই দিয়ে সেলাই করা কাজ’,‘একটি বজ্র কণ্ঠ থেকে বাঙ্গালির উত্থান’, ‘যখনই আমি সবুজ শ্যামলে শুনি জীবনের গান’ এবং ‘সুখের সংজ্ঞাকে যদি আমি জানতাম’ উল্লেখযোগ্য।
গত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
৫ ঘণ্টা আগেইসরাত জাহান জুঁই এই প্রজন্মের জনপ্রিয় ফোকশিল্পী। ইতিমধ্যেই তাঁর নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’-এ প্রকাশ করেছেন নিজের গাওয়া বেশ কিছু গান। সম্প্রতি তিনি প্রকাশ করলেন নিজের কণ্ঠের ছয়টি প্রচলিত ফোক গান।
৫ ঘণ্টা আগে‘মিথিলার ফিরে আসা’ নাটকের নামভূমিকায় অভিনয় করেছেন ফারজানা আহসান মিহি। রাসেল চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ, আর আবির চরিত্রে দেখা যাবে সাব্বির আহমেদকে।
৫ ঘণ্টা আগেহাবিব ওয়াহিদ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হাবিবের নতুন গান ‘জানি না’। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি প্রকাশ হয়েছে।
৬ ঘণ্টা আগে