বিভুরঞ্জন সরকার
ফরিদা পারভীন অসুস্থ। খবরটা শুনে একটু বিষণ্ন বোধ করছি। তিনি শারীরিকভাবে ভালো নেই, এটা আগে শুনলেও গণমাধ্যমে অসুস্থতার খবর দেখে বিচলিত না হয়ে পারিনি। ফরিদা আপার সুস্থতা কামনা করে দু-চারটা কথা না লিখে পারছি না।
ফরিদা পারভীনের গান কবে প্রথম শুনেছি, তাঁর সঙ্গে কীভাবে আমার পরিচয় হয়েছিল—এসব এখন আর তেমন জরুরি নয়। তবে এটা ঠিক, আমার কণ্ঠে গান আসে না, কিন্তু আমার কান ঠিকই সুরের কণ্ঠ চিনে নিতে পারে। সেই কানেই একদিন ধরা দিয়েছিল এক বিস্ময়কর কণ্ঠস্বর ফরিদা পারভীন। তাঁর কণ্ঠে সুর যেন বয়ে আনে কোনো আদিগন্ত ধ্যান, কোনো অদৃশ্য নদীর স্রোত। প্রথমবার শুনেই আমি বুঝে গিয়েছিলাম এই কণ্ঠ হারিয়ে যাওয়ার নয়, বারবার ফিরে ফিরে বাজবে মনে।
ফরিদা পারভীনের জন্ম ১৯৫৪ সালে, শুনে একরকম আত্মিক আনন্দ হয়েছিল এ কারণে যে তিনি আর আমি একই বয়সী। একই বছরে পৃথিবীর আলো দেখেছি। জীবনের পথচলায় দূরে কোথাও এক শিল্পী-বোন আছেন, যিনি নিজের কণ্ঠে সুর ধারণ করে আমার সুরহীনতার বেদনা দূর করছেন!
ফরিদা আপার কণ্ঠে লালনের গান জাদুকরি প্রভাব ছড়ালেও ‘এই পদ্মা, এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, কিংবা ‘তুমি রাত, আমি রাতজাগা পাখি’—এসব গানও কম টানেনি শ্রোতাদের। আজও আমার কানে এগুলো বাজে। যেন নিছক গান নয়, একেকটি সময়ের দলিল।
ফরিদা পারভীনের প্রথম স্বামী আবু জাফরের লেখা এ গানগুলো একসময় আমার খুব ভালো লাগত। মনে হতো, ফরিদা পারভীনই এসব গানে প্রাণ দিয়েছেন। গানের কথা আর সুর একাকার হয়ে গিয়েছিল তাঁর কণ্ঠে। মনে হতো, তাঁর গলার ভেতরে যেন খাঁচার ভিতর এক অচিন পাখি গুনগুন করে যায়, যে পাখির ডাক শুনে মানুষ থমকে দাঁড়ায়, মনের আয়না দেখে।
পরে ফরিদা পারভীনের জীবনে এলেন বংশীবাদক গাজী আবদুল হাকিম। তাঁর দ্বিতীয় জীবনসঙ্গী, আর বাংলা বাঁশির ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নাম। গাজী ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। এই শিল্পী দম্পতির বাসায় আমি একাধিকবার গিয়েছি। একসঙ্গে অনেক কথা হয়েছে, অনেক স্মৃতি জমেছে। মাঝে মাঝে মনে হয়, এই মানুষ দুজনের কাছে বসে আমি শুধু গান শুনিনি, শুনেছি জীবন, সুর, সংবেদন আর সাঁইয়ের লীলাখেলার এক অপার রূপ। আমি অপার হয়ে বসে থাকি, আর সেই কণ্ঠে লালনের দর্শন ঢেউ তোলে আমার অনুভবের গহিনে।
২০১২ সালের ডিসেম্বর মাসে আমরা কয়েকজন বন্ধু মিলে আয়োজন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তিন দিনব্যাপী এক সাংস্কৃতিক উৎসব—‘উৎসবে পার্বণে’। সেই উৎসবে যখন ফরিদা আপা মঞ্চে উঠলেন, তখন হাজার হাজার মানুষ যেন এক নিমেষে নীরব হয়ে গেল। তিনি গাইলেন ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘বাড়ির কাছে আরশীনগর’, ‘সময় গেলে সাধন হবে না’সহ আরও কত গান! আর গাজী ভাই বাঁশি বাজালেন—হাওয়ার মধ্যেও যেন শব্দের ঘ্রাণ ছড়িয়ে পড়ল। মানুষ সেদিন শুধু শোনেনি, ভেতরে-ভেতরে কেঁদেছিল।
রাজনীতিবিদ ও লেখক মোনায়েম সরকারের চামেলীবাগের বাসায় বহু অনুষ্ঠানে এই শিল্পী দম্পতির সঙ্গে দেখা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দেশের নামকরা রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পরও যাঁরা চুপচাপ বসে থাকতেন, তাঁরা ছিলেন ফরিদা পারভীনের শ্রোতা। তাঁর গানের পরিমিত মরমিয়া মাধুর্য যেন হৃদয়ের গায়ে হাত রেখে বলত—‘কে বোঝে সাঁইয়ের লীলাখেলা’?
ফরিদা আপা অসুস্থ। হৃদয় ভার হয়ে আসে। এই মানুষটি শুধু গান করেন না, তিনি এক ধারা, এক শুদ্ধ ধারা। যাঁকে একবার ছুঁয়ে গেলে ভোলা যায় না। তিনি আমাদের সংগীতের এক প্রজ্ঞাময় অধ্যায়। তাঁর গলায় লালন শুধু গান হয়ে ওঠেননি, হয়ে উঠেছেন একপ্রকার আত্মশুদ্ধির আহ্বান।
ফরিদা পারভীনকে শ্রদ্ধা, ভালোবাসা আর সুস্থতা কামনায় ভরে দিলাম আমার এই লেখা। সময় যেন তাঁকে একটু অবকাশ দেয়, যেন আবার কোনো এক ভোরে তাঁর কণ্ঠে শুনি—
‘বাড়ির কাছে আরশীনগর, সেথা এক পড়শি বসত করে...’
ফরিদা পারভীন অসুস্থ। খবরটা শুনে একটু বিষণ্ন বোধ করছি। তিনি শারীরিকভাবে ভালো নেই, এটা আগে শুনলেও গণমাধ্যমে অসুস্থতার খবর দেখে বিচলিত না হয়ে পারিনি। ফরিদা আপার সুস্থতা কামনা করে দু-চারটা কথা না লিখে পারছি না।
ফরিদা পারভীনের গান কবে প্রথম শুনেছি, তাঁর সঙ্গে কীভাবে আমার পরিচয় হয়েছিল—এসব এখন আর তেমন জরুরি নয়। তবে এটা ঠিক, আমার কণ্ঠে গান আসে না, কিন্তু আমার কান ঠিকই সুরের কণ্ঠ চিনে নিতে পারে। সেই কানেই একদিন ধরা দিয়েছিল এক বিস্ময়কর কণ্ঠস্বর ফরিদা পারভীন। তাঁর কণ্ঠে সুর যেন বয়ে আনে কোনো আদিগন্ত ধ্যান, কোনো অদৃশ্য নদীর স্রোত। প্রথমবার শুনেই আমি বুঝে গিয়েছিলাম এই কণ্ঠ হারিয়ে যাওয়ার নয়, বারবার ফিরে ফিরে বাজবে মনে।
ফরিদা পারভীনের জন্ম ১৯৫৪ সালে, শুনে একরকম আত্মিক আনন্দ হয়েছিল এ কারণে যে তিনি আর আমি একই বয়সী। একই বছরে পৃথিবীর আলো দেখেছি। জীবনের পথচলায় দূরে কোথাও এক শিল্পী-বোন আছেন, যিনি নিজের কণ্ঠে সুর ধারণ করে আমার সুরহীনতার বেদনা দূর করছেন!
ফরিদা আপার কণ্ঠে লালনের গান জাদুকরি প্রভাব ছড়ালেও ‘এই পদ্মা, এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, কিংবা ‘তুমি রাত, আমি রাতজাগা পাখি’—এসব গানও কম টানেনি শ্রোতাদের। আজও আমার কানে এগুলো বাজে। যেন নিছক গান নয়, একেকটি সময়ের দলিল।
ফরিদা পারভীনের প্রথম স্বামী আবু জাফরের লেখা এ গানগুলো একসময় আমার খুব ভালো লাগত। মনে হতো, ফরিদা পারভীনই এসব গানে প্রাণ দিয়েছেন। গানের কথা আর সুর একাকার হয়ে গিয়েছিল তাঁর কণ্ঠে। মনে হতো, তাঁর গলার ভেতরে যেন খাঁচার ভিতর এক অচিন পাখি গুনগুন করে যায়, যে পাখির ডাক শুনে মানুষ থমকে দাঁড়ায়, মনের আয়না দেখে।
পরে ফরিদা পারভীনের জীবনে এলেন বংশীবাদক গাজী আবদুল হাকিম। তাঁর দ্বিতীয় জীবনসঙ্গী, আর বাংলা বাঁশির ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নাম। গাজী ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। এই শিল্পী দম্পতির বাসায় আমি একাধিকবার গিয়েছি। একসঙ্গে অনেক কথা হয়েছে, অনেক স্মৃতি জমেছে। মাঝে মাঝে মনে হয়, এই মানুষ দুজনের কাছে বসে আমি শুধু গান শুনিনি, শুনেছি জীবন, সুর, সংবেদন আর সাঁইয়ের লীলাখেলার এক অপার রূপ। আমি অপার হয়ে বসে থাকি, আর সেই কণ্ঠে লালনের দর্শন ঢেউ তোলে আমার অনুভবের গহিনে।
২০১২ সালের ডিসেম্বর মাসে আমরা কয়েকজন বন্ধু মিলে আয়োজন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তিন দিনব্যাপী এক সাংস্কৃতিক উৎসব—‘উৎসবে পার্বণে’। সেই উৎসবে যখন ফরিদা আপা মঞ্চে উঠলেন, তখন হাজার হাজার মানুষ যেন এক নিমেষে নীরব হয়ে গেল। তিনি গাইলেন ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘বাড়ির কাছে আরশীনগর’, ‘সময় গেলে সাধন হবে না’সহ আরও কত গান! আর গাজী ভাই বাঁশি বাজালেন—হাওয়ার মধ্যেও যেন শব্দের ঘ্রাণ ছড়িয়ে পড়ল। মানুষ সেদিন শুধু শোনেনি, ভেতরে-ভেতরে কেঁদেছিল।
রাজনীতিবিদ ও লেখক মোনায়েম সরকারের চামেলীবাগের বাসায় বহু অনুষ্ঠানে এই শিল্পী দম্পতির সঙ্গে দেখা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দেশের নামকরা রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পরও যাঁরা চুপচাপ বসে থাকতেন, তাঁরা ছিলেন ফরিদা পারভীনের শ্রোতা। তাঁর গানের পরিমিত মরমিয়া মাধুর্য যেন হৃদয়ের গায়ে হাত রেখে বলত—‘কে বোঝে সাঁইয়ের লীলাখেলা’?
ফরিদা আপা অসুস্থ। হৃদয় ভার হয়ে আসে। এই মানুষটি শুধু গান করেন না, তিনি এক ধারা, এক শুদ্ধ ধারা। যাঁকে একবার ছুঁয়ে গেলে ভোলা যায় না। তিনি আমাদের সংগীতের এক প্রজ্ঞাময় অধ্যায়। তাঁর গলায় লালন শুধু গান হয়ে ওঠেননি, হয়ে উঠেছেন একপ্রকার আত্মশুদ্ধির আহ্বান।
ফরিদা পারভীনকে শ্রদ্ধা, ভালোবাসা আর সুস্থতা কামনায় ভরে দিলাম আমার এই লেখা। সময় যেন তাঁকে একটু অবকাশ দেয়, যেন আবার কোনো এক ভোরে তাঁর কণ্ঠে শুনি—
‘বাড়ির কাছে আরশীনগর, সেথা এক পড়শি বসত করে...’
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৯ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৯ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৯ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে