গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা রয়েছেন আত্মগোপনে। অনেকের নামে হয়েছে মামলা। এই তালিকায় আছেন সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
তিনি দেশে আছেন, না বিদেশে পালিয়ে গেছেন—সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি গত ১৬ জুলাইয়ের পর সোশ্যাল মিডিয়াতেও অনুপস্থিত তিনি। অবশেষে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গানের ভিডিও নিয়ে হাজির হলেন মমতাজ।
সাড়ে চার মিনিটের ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজকে। ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে’ গানটি শোনা যায় মমতাজের কণ্ঠে। তবে ভিডিওটি মমতাজ কোথায় বসে ধারণ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি।
আজ সন্ধ্যার দিকে গানটি পোস্ট করেন মমতাজ। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পোস্টে রিঅ্যাকশন পড়েছে ১০ হাজার, মন্তব্য ১ হাজার ৯০০ এবং দুই শতাধিক ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন।
২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। একই আসন থেকে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও হেরে যান।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা রয়েছেন আত্মগোপনে। অনেকের নামে হয়েছে মামলা। এই তালিকায় আছেন সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
তিনি দেশে আছেন, না বিদেশে পালিয়ে গেছেন—সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি গত ১৬ জুলাইয়ের পর সোশ্যাল মিডিয়াতেও অনুপস্থিত তিনি। অবশেষে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গানের ভিডিও নিয়ে হাজির হলেন মমতাজ।
সাড়ে চার মিনিটের ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজকে। ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে’ গানটি শোনা যায় মমতাজের কণ্ঠে। তবে ভিডিওটি মমতাজ কোথায় বসে ধারণ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি।
আজ সন্ধ্যার দিকে গানটি পোস্ট করেন মমতাজ। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পোস্টে রিঅ্যাকশন পড়েছে ১০ হাজার, মন্তব্য ১ হাজার ৯০০ এবং দুই শতাধিক ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন।
২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। একই আসন থেকে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও হেরে যান।
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
৩ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১৫ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
২০ ঘণ্টা আগে