বিনোদন ডেস্ক
বিটিভি
চার পর্বের ব্যান্ড শো: ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে চিরকুট। চতুর্থ দিন বিকেল ৪টায় রয়েছে এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ ব্যান্ডের পরিবেশনা। একই দিন সন্ধ্যা ৭টায় গাইবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রকস বে রক। পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় রয়েছে বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস ব্যান্ডের পরিবেশনা।
একক সংগীতানুষ্ঠান: ঈদের দিন সন্ধ্যা ৭টায় ‘তাহসান আনপ্লাগড’ অনুষ্ঠানে তাহসান শোনাবেন তাঁর জনপ্রিয় আটটি গান। দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় ‘এলটিা এলভি’ অনুষ্ঠানে গাইবেন এলিটা করিম।
এটিএন বাংলা
ঈদের তৃতীয় দিন বেলা ১টা ২৫ মিনিটে রয়েছে ঈদ গানে গানে।
পঞ্চম দিন রাত ১০টা ৩০ মিনিটে সুফিয়ানা ফোক স্টুডিও। গাইবেন লুইপা, শামীম ও পারভেজ খান।
বৈশাখী টিভি
সকালের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে। গাইবেন চম্পা বনিক, কানিজ খাদিজা তিন্নি, হৈমন্তী রক্ষিত, মারোফা জান্নাত তৃষা, কানিজ খন্দকার মিতু, রিফাত চৌধুরী, লিজা ও নুজহাত পুষ্পিতা।
গানে গানে ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টায়। গাইবেন মনির খান, সালমা, নাসির, অনুপমা মুক্তি, কর্নিয়া, কামরুজ্জামান রাব্বী, ইসরাত জাহান জুঁই, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার, খায়রুল ওয়াসী ও লিটা সরকার।
শুধু সিনেমার গান: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টায়।
এনটিভি
এই সময়ের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১২টা ২০ মিনিটে। প্রতিদিন থাকবে একটি ব্যান্ড। অংশ নেবে গানপোকা, পারসা অ্যান্ড ফ্রেন্ডস, এফ মাইনর, মাদল, পেনোয়া, মাভৈ ও দ্য কমরেড এবং সহজিয়া।
আরটিভি
কালারস অব মিউজিক: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ৩০ মিনিটে। অংশ নেবেন ঝিলিক, জাকিয়া সুলতানা কর্নিয়া, মিজান মাহমুদ রাজিব, সানজিদা রিমি, খাইরুল ওয়াসী, লিটা সরকার, গামছা পলাশ, সাগর বাউল, লুইপা প্রমুখ।
দীপ্ত টিভি
আমাদের ছবি আমাদের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা ১০ মিনিটে।
দীপ্ত মিউজিক স্টুডিও: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে।
নাগরিক টেলিভিশন
বাংলা বাউল: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টায়। প্রতিদিন একজন শিল্পী অংশ নেবেন। গাইবেন দুর্জয়, শিমুল হাসান, সাগর দেওয়ান, সাদিয়া লিজা, লায়লা ও আকাশ মাহমুদ।
বিটিভি
চার পর্বের ব্যান্ড শো: ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে চিরকুট। চতুর্থ দিন বিকেল ৪টায় রয়েছে এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ ব্যান্ডের পরিবেশনা। একই দিন সন্ধ্যা ৭টায় গাইবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রকস বে রক। পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় রয়েছে বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস ব্যান্ডের পরিবেশনা।
একক সংগীতানুষ্ঠান: ঈদের দিন সন্ধ্যা ৭টায় ‘তাহসান আনপ্লাগড’ অনুষ্ঠানে তাহসান শোনাবেন তাঁর জনপ্রিয় আটটি গান। দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় ‘এলটিা এলভি’ অনুষ্ঠানে গাইবেন এলিটা করিম।
এটিএন বাংলা
ঈদের তৃতীয় দিন বেলা ১টা ২৫ মিনিটে রয়েছে ঈদ গানে গানে।
পঞ্চম দিন রাত ১০টা ৩০ মিনিটে সুফিয়ানা ফোক স্টুডিও। গাইবেন লুইপা, শামীম ও পারভেজ খান।
বৈশাখী টিভি
সকালের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে। গাইবেন চম্পা বনিক, কানিজ খাদিজা তিন্নি, হৈমন্তী রক্ষিত, মারোফা জান্নাত তৃষা, কানিজ খন্দকার মিতু, রিফাত চৌধুরী, লিজা ও নুজহাত পুষ্পিতা।
গানে গানে ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টায়। গাইবেন মনির খান, সালমা, নাসির, অনুপমা মুক্তি, কর্নিয়া, কামরুজ্জামান রাব্বী, ইসরাত জাহান জুঁই, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার, খায়রুল ওয়াসী ও লিটা সরকার।
শুধু সিনেমার গান: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টায়।
এনটিভি
এই সময়ের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১২টা ২০ মিনিটে। প্রতিদিন থাকবে একটি ব্যান্ড। অংশ নেবে গানপোকা, পারসা অ্যান্ড ফ্রেন্ডস, এফ মাইনর, মাদল, পেনোয়া, মাভৈ ও দ্য কমরেড এবং সহজিয়া।
আরটিভি
কালারস অব মিউজিক: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ৩০ মিনিটে। অংশ নেবেন ঝিলিক, জাকিয়া সুলতানা কর্নিয়া, মিজান মাহমুদ রাজিব, সানজিদা রিমি, খাইরুল ওয়াসী, লিটা সরকার, গামছা পলাশ, সাগর বাউল, লুইপা প্রমুখ।
দীপ্ত টিভি
আমাদের ছবি আমাদের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা ১০ মিনিটে।
দীপ্ত মিউজিক স্টুডিও: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে।
নাগরিক টেলিভিশন
বাংলা বাউল: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টায়। প্রতিদিন একজন শিল্পী অংশ নেবেন। গাইবেন দুর্জয়, শিমুল হাসান, সাগর দেওয়ান, সাদিয়া লিজা, লায়লা ও আকাশ মাহমুদ।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৯ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৯ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৯ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে