বিনোদন ডেস্ক
বিটিভি
চার পর্বের ব্যান্ড শো: ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে চিরকুট। চতুর্থ দিন বিকেল ৪টায় রয়েছে এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ ব্যান্ডের পরিবেশনা। একই দিন সন্ধ্যা ৭টায় গাইবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রকস বে রক। পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় রয়েছে বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস ব্যান্ডের পরিবেশনা।
একক সংগীতানুষ্ঠান: ঈদের দিন সন্ধ্যা ৭টায় ‘তাহসান আনপ্লাগড’ অনুষ্ঠানে তাহসান শোনাবেন তাঁর জনপ্রিয় আটটি গান। দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় ‘এলটিা এলভি’ অনুষ্ঠানে গাইবেন এলিটা করিম।
এটিএন বাংলা
ঈদের তৃতীয় দিন বেলা ১টা ২৫ মিনিটে রয়েছে ঈদ গানে গানে।
পঞ্চম দিন রাত ১০টা ৩০ মিনিটে সুফিয়ানা ফোক স্টুডিও। গাইবেন লুইপা, শামীম ও পারভেজ খান।
বৈশাখী টিভি
সকালের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে। গাইবেন চম্পা বনিক, কানিজ খাদিজা তিন্নি, হৈমন্তী রক্ষিত, মারোফা জান্নাত তৃষা, কানিজ খন্দকার মিতু, রিফাত চৌধুরী, লিজা ও নুজহাত পুষ্পিতা।
গানে গানে ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টায়। গাইবেন মনির খান, সালমা, নাসির, অনুপমা মুক্তি, কর্নিয়া, কামরুজ্জামান রাব্বী, ইসরাত জাহান জুঁই, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার, খায়রুল ওয়াসী ও লিটা সরকার।
শুধু সিনেমার গান: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টায়।
এনটিভি
এই সময়ের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১২টা ২০ মিনিটে। প্রতিদিন থাকবে একটি ব্যান্ড। অংশ নেবে গানপোকা, পারসা অ্যান্ড ফ্রেন্ডস, এফ মাইনর, মাদল, পেনোয়া, মাভৈ ও দ্য কমরেড এবং সহজিয়া।
আরটিভি
কালারস অব মিউজিক: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ৩০ মিনিটে। অংশ নেবেন ঝিলিক, জাকিয়া সুলতানা কর্নিয়া, মিজান মাহমুদ রাজিব, সানজিদা রিমি, খাইরুল ওয়াসী, লিটা সরকার, গামছা পলাশ, সাগর বাউল, লুইপা প্রমুখ।
দীপ্ত টিভি
আমাদের ছবি আমাদের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা ১০ মিনিটে।
দীপ্ত মিউজিক স্টুডিও: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে।
নাগরিক টেলিভিশন
বাংলা বাউল: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টায়। প্রতিদিন একজন শিল্পী অংশ নেবেন। গাইবেন দুর্জয়, শিমুল হাসান, সাগর দেওয়ান, সাদিয়া লিজা, লায়লা ও আকাশ মাহমুদ।
বিটিভি
চার পর্বের ব্যান্ড শো: ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে চিরকুট। চতুর্থ দিন বিকেল ৪টায় রয়েছে এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ ব্যান্ডের পরিবেশনা। একই দিন সন্ধ্যা ৭টায় গাইবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রকস বে রক। পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় রয়েছে বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস ব্যান্ডের পরিবেশনা।
একক সংগীতানুষ্ঠান: ঈদের দিন সন্ধ্যা ৭টায় ‘তাহসান আনপ্লাগড’ অনুষ্ঠানে তাহসান শোনাবেন তাঁর জনপ্রিয় আটটি গান। দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় ‘এলটিা এলভি’ অনুষ্ঠানে গাইবেন এলিটা করিম।
এটিএন বাংলা
ঈদের তৃতীয় দিন বেলা ১টা ২৫ মিনিটে রয়েছে ঈদ গানে গানে।
পঞ্চম দিন রাত ১০টা ৩০ মিনিটে সুফিয়ানা ফোক স্টুডিও। গাইবেন লুইপা, শামীম ও পারভেজ খান।
বৈশাখী টিভি
সকালের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে। গাইবেন চম্পা বনিক, কানিজ খাদিজা তিন্নি, হৈমন্তী রক্ষিত, মারোফা জান্নাত তৃষা, কানিজ খন্দকার মিতু, রিফাত চৌধুরী, লিজা ও নুজহাত পুষ্পিতা।
গানে গানে ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টায়। গাইবেন মনির খান, সালমা, নাসির, অনুপমা মুক্তি, কর্নিয়া, কামরুজ্জামান রাব্বী, ইসরাত জাহান জুঁই, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার, খায়রুল ওয়াসী ও লিটা সরকার।
শুধু সিনেমার গান: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টায়।
এনটিভি
এই সময়ের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১২টা ২০ মিনিটে। প্রতিদিন থাকবে একটি ব্যান্ড। অংশ নেবে গানপোকা, পারসা অ্যান্ড ফ্রেন্ডস, এফ মাইনর, মাদল, পেনোয়া, মাভৈ ও দ্য কমরেড এবং সহজিয়া।
আরটিভি
কালারস অব মিউজিক: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ৩০ মিনিটে। অংশ নেবেন ঝিলিক, জাকিয়া সুলতানা কর্নিয়া, মিজান মাহমুদ রাজিব, সানজিদা রিমি, খাইরুল ওয়াসী, লিটা সরকার, গামছা পলাশ, সাগর বাউল, লুইপা প্রমুখ।
দীপ্ত টিভি
আমাদের ছবি আমাদের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা ১০ মিনিটে।
দীপ্ত মিউজিক স্টুডিও: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে।
নাগরিক টেলিভিশন
বাংলা বাউল: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টায়। প্রতিদিন একজন শিল্পী অংশ নেবেন। গাইবেন দুর্জয়, শিমুল হাসান, সাগর দেওয়ান, সাদিয়া লিজা, লায়লা ও আকাশ মাহমুদ।
অভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১০ মিনিট আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৩১ মিনিট আগেফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। যোগাযোগের জন্য শুধু ই-মেইলে থাকার সিদ্ধান্ত অভিনেতার।
১ ঘণ্টা আগেদীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৭ ঘণ্টা আগে