জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে সুরের পথে আলো খুঁজে পেয়েছিলেন তাশফি। নিজের মৌলিক গানে তিনি ফিরিয়ে আনলেন সেই বেদনার কথা। সম্প্রতি প্রকাশিত হল নতুন প্রজন্মের সংগীতশিল্পী তাশফির একক গান ‘আলো’। তাশফি জানাচ্ছেন, ‘আলো’ গানের কথা, সুরে ও চিত্রায়ণে তাঁর গল্পই খুঁজে পাওয়া যাবে।
আরাফাত কাজীর কথায় তাশফির সুরে গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক সুদীপ্ত পাল। সম্প্রতি তাশফির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন সারাহ আলম।
ভিডিওটি নির্মাণ করেছেন ইলাজার ইসলাম।
তাশফি জানালেন গান তৈরির পেছনের গল্প। গীতিকার আরাফাত কাজীকে নিজের বেদনার কথা শেয়ার করেন তিনি। সঙ্গে দিয়ে দেন সুদীপ্ত পালের মিউজিকে তাঁর করা সুরটিও। তাশফির বয়ান থেকে রচিত কথায় তৈরি হয় গানটি। মডেল হিসেবে সঙ্গে নেন বন্ধু সারাহ আলমকে।
তাশফি বলেন, ‘একজন মানুষ যখন কারো দ্বারা নির্যাতন বা সহিংসতার স্বীকার হন, অবদমিত হন; তখন তিনিই জানেন তাঁর কেমন লাগে। সে অন্ধকার থেকে অনেকেই তখন আলো খুঁজে পান না। এ গান সেই মানুষদের শক্তি ও সাহস যোগাবে। তাই গানটির নাম ‘‘আলো’’। আমি সারাজীবন যত গানই করি এটি আমার কাছে বিশেষ একটি গান হয়ে থাকবে।’
গানবাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে পান্থ কানাইয়ের সঙ্গে ‘নৌকা’ গানে পারফর্ম করে আলোচনায় আসেন তাশফি। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর বেশ কিছু একক গান। গেয়েছেন কয়েকটি ওয়েব সিরিজেও।
শুনুন তাশফির গাওয়া ‘আলো’:
জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে সুরের পথে আলো খুঁজে পেয়েছিলেন তাশফি। নিজের মৌলিক গানে তিনি ফিরিয়ে আনলেন সেই বেদনার কথা। সম্প্রতি প্রকাশিত হল নতুন প্রজন্মের সংগীতশিল্পী তাশফির একক গান ‘আলো’। তাশফি জানাচ্ছেন, ‘আলো’ গানের কথা, সুরে ও চিত্রায়ণে তাঁর গল্পই খুঁজে পাওয়া যাবে।
আরাফাত কাজীর কথায় তাশফির সুরে গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক সুদীপ্ত পাল। সম্প্রতি তাশফির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন সারাহ আলম।
ভিডিওটি নির্মাণ করেছেন ইলাজার ইসলাম।
তাশফি জানালেন গান তৈরির পেছনের গল্প। গীতিকার আরাফাত কাজীকে নিজের বেদনার কথা শেয়ার করেন তিনি। সঙ্গে দিয়ে দেন সুদীপ্ত পালের মিউজিকে তাঁর করা সুরটিও। তাশফির বয়ান থেকে রচিত কথায় তৈরি হয় গানটি। মডেল হিসেবে সঙ্গে নেন বন্ধু সারাহ আলমকে।
তাশফি বলেন, ‘একজন মানুষ যখন কারো দ্বারা নির্যাতন বা সহিংসতার স্বীকার হন, অবদমিত হন; তখন তিনিই জানেন তাঁর কেমন লাগে। সে অন্ধকার থেকে অনেকেই তখন আলো খুঁজে পান না। এ গান সেই মানুষদের শক্তি ও সাহস যোগাবে। তাই গানটির নাম ‘‘আলো’’। আমি সারাজীবন যত গানই করি এটি আমার কাছে বিশেষ একটি গান হয়ে থাকবে।’
গানবাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে পান্থ কানাইয়ের সঙ্গে ‘নৌকা’ গানে পারফর্ম করে আলোচনায় আসেন তাশফি। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর বেশ কিছু একক গান। গেয়েছেন কয়েকটি ওয়েব সিরিজেও।
শুনুন তাশফির গাওয়া ‘আলো’:
এক যুগের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে কাজ করছেন জয়া আহসান। টালিউডে তাঁর জনপ্রিয়তাও কম নয়। তবে গত বছর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট। কমেছে দুই বাংলার শিল্পীদের আদান-প্রদান। এ ক্ষেত্রে ব্যতিক্রম জয়া আহসান।
৭ ঘণ্টা আগে২০১৬ সালে প্রকাশ পেয়েছিল কথাসাহিত্যিক মঞ্জু সরকারের কিশোর উপন্যাস ‘মস্ত বড়লোক’। এবার উপন্যাসটি আসছে বড় পর্দায়। একই নামে শিশুতোষ সিনেমা বানাচ্ছেন আঁকা রেজা গালিব। ২০২২-২৩ অর্থবছরের শিশুতোষ শাখায় সরকারি অনুদান পেয়েছিল মস্ত বড়লোক।
৭ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দেশের সবচেয়ে বড় আয়োজন সাজানো হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। গত রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়...
৭ ঘণ্টা আগে২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার।
১৮ ঘণ্টা আগে