তারকাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সেসব নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। যেমনটা ঘটল সংগীতশিল্পী ন্যান্সির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ রোববার বিকেলে আরেক শিল্পীর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ন্যান্সি।
ফেসবুকে ন্যান্সি লেখেন, ‘বরাবর, কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শেয়াল রানী। পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কীভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো। মেকাপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ডও ঠিক তেমন বিশ্রী। মানের ভয় তোমার নেই জানি কিন্তু প্রাণের ভয় তো আছে। তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, নইলে যেকোনো সময় রাম প্যাঁদানি খাবে।’
এই পোস্টে কারও নাম না নিলেও অনেকে ধারণা করছেন, দেশের আরেক সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে উদ্দেশ্য করেই এমনটা লিখেছেন ন্যান্সি। সম্প্রতি কনার ‘দুষ্টু কোকিল’ গানটি সুপারহিট হয়েছে। ‘কোকিল নামযুক্ত কুটনি বুড়ি’ সম্বোধনটি ব্যবহার করে তিনি কনাকেই ইঙ্গিত করছেন বলে মনে করছেন অনেকে।
এদিকে ন্যান্সির এই পোস্ট শেয়ার করেছেন আরেক সংগীতশিল্পী কোনাল। ন্যান্সির সঙ্গে সুর মিলিয়ে ওই শিল্পীকে ‘বহুরূপী, মিথ্যুক, হিপোক্রেট, ম্যানিপুলেটর’ হিসেবে আখ্যায়িত করে ফেসবুকে কোনাল লিখেছেন, ‘রাম প্যাঁদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে। মানুষের সহ্যের সীমা থাকে। সীমা অতিক্রম করাটা আল্লাহও পছন্দ করেন না। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ ন্যান্সি আপু।’
অনেক দিন পরে ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ দিয়ে আলোচনায় কনা। অনেকেই বলছেন, সিন্ডিকেটের কারণে সিনেমায় নিয়মিত প্লেব্যাক থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। তবে সিন্ডিকেট প্রসঙ্গে কনার ভাষ্য, ‘আমি সিন্ডিকেট মেইনটেইন করি না। তাই এসবের কিছু বুঝি না। গান হচ্ছে শান্তির বিষয়। এর মধ্যে যদি কোনো ধরনের পলিটিক্স আসে, সেটি নিয়ে কথা বলতে চাই না। আমি বিশ্বাস করি যেটা আমার কাছে আসার কথা, সেটা আমার কাছে এসেছে। আর যেটা আসার কথা নয়, সেটা আসেনি। নিজের অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট।’
তারকাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সেসব নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। যেমনটা ঘটল সংগীতশিল্পী ন্যান্সির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ রোববার বিকেলে আরেক শিল্পীর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ন্যান্সি।
ফেসবুকে ন্যান্সি লেখেন, ‘বরাবর, কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শেয়াল রানী। পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কীভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো। মেকাপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ডও ঠিক তেমন বিশ্রী। মানের ভয় তোমার নেই জানি কিন্তু প্রাণের ভয় তো আছে। তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, নইলে যেকোনো সময় রাম প্যাঁদানি খাবে।’
এই পোস্টে কারও নাম না নিলেও অনেকে ধারণা করছেন, দেশের আরেক সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে উদ্দেশ্য করেই এমনটা লিখেছেন ন্যান্সি। সম্প্রতি কনার ‘দুষ্টু কোকিল’ গানটি সুপারহিট হয়েছে। ‘কোকিল নামযুক্ত কুটনি বুড়ি’ সম্বোধনটি ব্যবহার করে তিনি কনাকেই ইঙ্গিত করছেন বলে মনে করছেন অনেকে।
এদিকে ন্যান্সির এই পোস্ট শেয়ার করেছেন আরেক সংগীতশিল্পী কোনাল। ন্যান্সির সঙ্গে সুর মিলিয়ে ওই শিল্পীকে ‘বহুরূপী, মিথ্যুক, হিপোক্রেট, ম্যানিপুলেটর’ হিসেবে আখ্যায়িত করে ফেসবুকে কোনাল লিখেছেন, ‘রাম প্যাঁদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে। মানুষের সহ্যের সীমা থাকে। সীমা অতিক্রম করাটা আল্লাহও পছন্দ করেন না। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ ন্যান্সি আপু।’
অনেক দিন পরে ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ দিয়ে আলোচনায় কনা। অনেকেই বলছেন, সিন্ডিকেটের কারণে সিনেমায় নিয়মিত প্লেব্যাক থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। তবে সিন্ডিকেট প্রসঙ্গে কনার ভাষ্য, ‘আমি সিন্ডিকেট মেইনটেইন করি না। তাই এসবের কিছু বুঝি না। গান হচ্ছে শান্তির বিষয়। এর মধ্যে যদি কোনো ধরনের পলিটিক্স আসে, সেটি নিয়ে কথা বলতে চাই না। আমি বিশ্বাস করি যেটা আমার কাছে আসার কথা, সেটা আমার কাছে এসেছে। আর যেটা আসার কথা নয়, সেটা আসেনি। নিজের অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট।’
আজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
৩৭ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১০ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১০ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১ দিন আগে