Ajker Patrika

বলিউডে আসিফ আকবরের অভিষেক

বলিউডে আসিফ আকবরের অভিষেক

বলিউডে অভিষেক হয়েছে বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের। বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

এক ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালোবাসা অবিরাম।’

গত কয়েক দিন ধরেই মুম্বাইয়ে অবস্থান করছেন আসিফ। ইতিমধ্যে অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের মুম্বাইয়ের স্টুডিওতে হয়েছে তাঁর গানের রেকর্ড। এ ছাড়া বিখ্যাত যশরাজ স্টুডিওতেও ভয়েস দিয়েছেন তিনি।

যশরাজ স্টুডিওতে আসিফ আকবরপোস্টের বিষয়ে আসিফ বিস্তারিত কিছু না জানালেও, তিনি আগেই জানিয়েছিলেন ভারতের অনুরাধা পাড়োয়াল ও শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গান করছেন তিনি। ইতিমধ্যে দুই শিল্পী তাঁদের ভয়েস দিয়েছেন। তবে ভিসা জটিলতার কারণে কণ্ঠ দিতে পারেননি আসিফ। জানিয়েছিলেন দ্রুত মুম্বাই গিয়ে ভয়েস দেবেন।

যশরাজ স্টুডিওতে আসিফ আকবরঅবশেষে গত রোববার এ আর রহমানের স্টুডিওতে রেকর্ডিংয়ে অংশ নেন আসিফ। এ বিষয়ে আসিফের সঙ্গে যোগাযোগ করা হলে জানিয়েছিলেন, সেখানে দুটি গানের ভয়েস দিয়েছেন তিনি। একটি গান অনুরাধা পাড়োয়াল সঙ্গে ডুয়েট। গানের শিরোনাম ‘চিরদিনের সঙ্গিনী’, অন্যটি ‘দ্য লাস্ট ডন’ শিরোনামের একটি সলো গান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত