ভাষা নিয়ে তারকাদের বিতর্ক নতুন কিছু নয়। নচিকেতার নাম জড়াল তেমনই তর্কে। এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে লাইভ শো করছেন তিনি। আর তখন সেখানে উপস্থিত এক দর্শক হিন্দি গান শোনার আবদার করে। তাতেই রেগে আগুন নচিকেতা। এমনকী গালাগালিও করেন।
নচিকেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘কেন বাংলা গানে কি অসুবিধে তোমার? বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না তোমার? ছাগল! এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে, যে বাংলা গান শুনব। হাড় গুঁড়ো করে দেবে। এই হল বাঙালি দেখ! বুদ্ধি নেই, বলদ।’
এরপর নতুন গান শুরু করতে গিয়েও থেমে যান তিনি। ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলে ওঠেন, ‘এখানে কেউ কিছু বলে না বলে পার পেয়ে যাচ্ছে। এটা নচিকেতা রে।’ ভিডিওতে দেখা যায় অনেকেই চিৎকার করে সমর্থন করেছেন এই গায়কের।
ফেসবুকে যেই পেজ থেকে এই ভিডিও শেয়ার হয়েছে সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না তোমার? ছাগল! এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে - বাংলা শুনব? হাড় গুড়ো করে দেবে।’ - নচিকেতা। বাংলা ও বাঙালির কণ্ঠ। বাংলা ভাষা বলে জীবিকা নির্বাহ করা সব বাঙালি গায়ক-গায়িকা, নায়ক-নায়িকার উচিত নচিকেতার থেকে শেখা শিরদাঁড়ার মানে কি। জয় বাংলা।’
তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। এক ব্যক্তি কমেন্ট করেছেন, ‘এটা একজন শিল্পীর কথা হতে পারে না। সে বাঙালি বলে শুধু বাংলা গানই গাইবেন, এটা আবার কেমন কথা হল। নানা ধরনের গান গাইতে দক্ষতা লাগে। উনি পারেন না এটা ওনার ব্যর্থতা। ওনার এমন আচরণ সমর্থন যোগ্য না।’
তবে আরেকজন নচিকেতার সমর্থনে কমেন্ট করেছেন, ‘সত্যি সত্যি সত্যি। এই সাহস প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দাও।’
কেউ আবার গায়কের বলা কথাগুলোর সঙ্গে সহমত হলেও, কথার সঙ্গে থাকা ‘ছাগল’, ‘বলদ’ কথাগুলোর সঙ্গে নয়।
ভাষা নিয়ে তারকাদের বিতর্ক নতুন কিছু নয়। নচিকেতার নাম জড়াল তেমনই তর্কে। এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে লাইভ শো করছেন তিনি। আর তখন সেখানে উপস্থিত এক দর্শক হিন্দি গান শোনার আবদার করে। তাতেই রেগে আগুন নচিকেতা। এমনকী গালাগালিও করেন।
নচিকেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘কেন বাংলা গানে কি অসুবিধে তোমার? বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না তোমার? ছাগল! এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে, যে বাংলা গান শুনব। হাড় গুঁড়ো করে দেবে। এই হল বাঙালি দেখ! বুদ্ধি নেই, বলদ।’
এরপর নতুন গান শুরু করতে গিয়েও থেমে যান তিনি। ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলে ওঠেন, ‘এখানে কেউ কিছু বলে না বলে পার পেয়ে যাচ্ছে। এটা নচিকেতা রে।’ ভিডিওতে দেখা যায় অনেকেই চিৎকার করে সমর্থন করেছেন এই গায়কের।
ফেসবুকে যেই পেজ থেকে এই ভিডিও শেয়ার হয়েছে সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না তোমার? ছাগল! এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে - বাংলা শুনব? হাড় গুড়ো করে দেবে।’ - নচিকেতা। বাংলা ও বাঙালির কণ্ঠ। বাংলা ভাষা বলে জীবিকা নির্বাহ করা সব বাঙালি গায়ক-গায়িকা, নায়ক-নায়িকার উচিত নচিকেতার থেকে শেখা শিরদাঁড়ার মানে কি। জয় বাংলা।’
তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। এক ব্যক্তি কমেন্ট করেছেন, ‘এটা একজন শিল্পীর কথা হতে পারে না। সে বাঙালি বলে শুধু বাংলা গানই গাইবেন, এটা আবার কেমন কথা হল। নানা ধরনের গান গাইতে দক্ষতা লাগে। উনি পারেন না এটা ওনার ব্যর্থতা। ওনার এমন আচরণ সমর্থন যোগ্য না।’
তবে আরেকজন নচিকেতার সমর্থনে কমেন্ট করেছেন, ‘সত্যি সত্যি সত্যি। এই সাহস প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দাও।’
কেউ আবার গায়কের বলা কথাগুলোর সঙ্গে সহমত হলেও, কথার সঙ্গে থাকা ‘ছাগল’, ‘বলদ’ কথাগুলোর সঙ্গে নয়।
আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মগবাজারে তৈরি হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’ নামের জাদুঘরটি হবে ১০ কাঠা জায়গাজুড়ে। এ মিউজিয়ামে সংরক্ষিত থাকবে শিল্পীর ব্যক্তি ও সংগীতজীবনের নানা স্মৃতি।
৩২ মিনিট আগেগত শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৪তম আসর। অনুষ্ঠানে সংগীত, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্রসহ সংস্কৃতির নানা শাখার শিল্পীদের পুরস্কৃত করা হয়।
৫ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী পারভীন বাবি সত্তরের দশক ও আশির দশকের শুরুতে ছিলেন গ্ল্যামার, প্রতিভা এবং ফ্যাশন আইকন। অমিতাভ বচ্চনসহ প্রথম সারির তারকাদের বিপরীতে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছিল।
১১ ঘণ্টা আগে২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করতে এসেছিল পাকিস্তানের জাল ব্যান্ড। ওই কনসার্ট ঘিরে ছিল নানা নাটকীয়তা। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টটি প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা অ্যারেনায়। কিন্তু ২৭ সেপ্টেম্বর শো শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টির কারণ দেখিয়ে স্থগিত করে দেওয়া হয় আয়োজন।
১৪ ঘণ্টা আগে