Ajker Patrika

রশিদ খানকে খুনের হুমকি

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৫: ৪০
রশিদ খানকে খুনের হুমকি

সংগীতশিল্পী রশিদ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৫০ লাখ টাকা না পেলে রশিদ খানকে খুন করা হবে এমন হুমকি দেওয়া হয়। বাড়ির বাইরে নাকি বসানো আছে স্নাইপার রাইফেল, তেমন হুমকিও দেওয়া হয়। ঘটনাটি ঘটিয়েছে তাঁরই দুই কর্মচারী অবিনাশ ও দীপক। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। শোনা যাচ্ছে, অবিনাশ নাকি রশিদ খানের গাড়ির চালক। দীপক নাকি তাঁরই অফিসের কর্মচারী।

রশিদ খান ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘‘দীপক নামের যে ছেলেটি ধরা পড়েছে, সে মাত্র সাত দিন আমাদের এখানে কাজ করেছে। তবে ও-ই যে কাজটা করেছে, সেটা আমাদের সন্দেহ হয়েছিল। ও পয়সাকে ‘পাসা’ লেখে। হোয়াটসঅ্যাপে বারবার ‘পাসা’ লিখছিল। সেখান থেকেই আমরা ধরতে পারি কাজটা ও-ই করেছে। আসলে আমার বড় মেয়ে সুয়ার প্রথমে খটকা লাগে। তারপর পুলিশকে ক্লু দেয়। সেই ক্লু পেয়েই পুলিশ দীপককে ধরে।”

রশিদ বলেন, ‘আমাদের বিশ্বাস, টাকার জন্য দীপক ও ড্রাইভার কাজটি করেছে। আমরা ভাবতেই পারছি না এরকমটা হতে পারে। আসলে এসব ঘটনা মুম্বাই ইন্ডাস্ট্রিতে বেশি ঘটে। কলকাতায়ও যে এরকমটা হতে পারে আমাদের ভাবনার অতীত ছিল।”

ধ্রুপদী সংগীতশিল্পী হিসেবেই বিখ্যাত ওস্তাদ রশিদ খান। ধ্রুপদী সংগীত ছাড়াও বাংলা থেকে হিন্দি, বহু সিনেমায়ও শোনা গেছে রশিদ খানের গান। ‘মাই নেম ইজ খান’ থেকে ‘যাব উই মেট’—বহু সিনেমায় গেয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত