Ajker Patrika

কণ্ঠ হারিয়েছেন বাপ্পী লাহিড়ি? ছেলে বললেন, ‘একেবারেই মিথ্যে’

কণ্ঠ হারিয়েছেন বাপ্পী লাহিড়ি? ছেলে বললেন, ‘একেবারেই মিথ্যে’

কয়েকমাস আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ি। ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শারীরিক অবস্থা আগের অবস্থায় ফেরেনি। গুঞ্জন উঠেছে, কথা বলার ক্ষমতা হারিয়েছেন তিনি। গত পাঁচ মাস ধরে কারো সঙ্গে কথা বলছেন না বাপ্পী লাহিড়ি। অনেকে এটাও প্রচার করছেন যে, আর কোনোদিন গান গাইতে পারবেন না এই জনপ্রিয় শিল্পী।

গত এপ্রিল মাসের কথা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সংক্রমণ ছড়িয়েছিল বাপ্পী লাহিড়ির ফুসফুসেও। দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এমনকি কথা বলাও বন্ধ হয়ে যায়। হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর তাঁকে দেখতে গেয়েছিলেন ইন্ডাস্ট্রির কয়েকজন। তাঁদের সঙ্গেও কোনো কথা বলতে পারেননি বাপ্পী। সেখান থেকেই জল্পনার সূত্রপাত।

পুত্র বাপ্পার সঙ্গে বাপ্পী লাহিড়িতবে কণ্ঠস্বর হারানোর গুজব সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন বাপ্পী লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি। আমেরিকায় থাকেন তিনি। বাবার অসুস্থতার খবর পেয়ে কয়েক মাস আগে ফিরেছেন ভারতে। সেই থেকে বাবার সঙ্গেই আছেন। বাবার খেয়াল রাখছেন।

গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘বাবার কণ্ঠস্বর নিয়ে যা রটেছে, তা একেবারেই মিথ্যে। আসলে ৫ মাস ধরে চিকিৎসকের নির্দেশেই কথা বন্ধ রেখেছেন তিনি। এখনো খুবই দুর্বল বাবা। ফুসফুসে সংক্রমণ হওয়াতেই সুস্থ হতে দেরি হচ্ছে। আশা রাখি, পূজার আগেই বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।’

বাপ্পী লাহিড়িপুত্র এটাও জানিয়েছেন যে, দুর্গাপূজার সময় বাপ্পি লাহিড়ীর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর একটা গানের রেকর্ডিংও আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত