নিরাপত্তাবেষ্টনী ভেঙে বিনা টিকিটে কনসার্টে ঢুকে পড়া যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ইদানীং মব ক্রাউডের এই বিশৃঙ্খলা শঙ্কিত করে তুলছে শিল্পী, ব্যান্ড ও কনসার্টের আয়োজকদের। ১৮ অক্টোবর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত গণজোয়ার কনসার্টে একই চিত্র দেখা গেল।
পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে, নেমেসিস, অ্যাভোয়েড রাফাসহ কয়েকটি ব্যান্ড পারফর্ম করার আগেই কনসার্ট বন্ধ করে দেওয়া হয়।
কনসার্টে এই বিশৃঙ্খলা ভাবিয়ে তুলেছে নেমেসিস ব্যান্ডের ভোকাল জোহাদ রেজা চৌধুরীকে। ২৫ বছরের সংগীত ক্যারিয়ারে কখনো এমন অভিজ্ঞতা হয়নি বলে জানালেন তিনি। ফেসবুকে জোহাদ লেখেন, ‘আজকের (শুক্রবার) কনসার্ট ভালোই হচ্ছিল। ক্রিপটিক ফেট যখন স্টেজে, সে সময় হঠাৎ করে ২০-৩০ জনের দল মুক্তিযুদ্ধ জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। তারপর কী হলো, আপনারা বুঝতেই পারছেন। কনসার্টটি বাতিল হলে গেল। আমরা নেমেসিস, অ্যাভয়েড রাফা শোতে পারফর্ম করতে পারলাম না। বিগত বেশ কয়েকটি কনসার্টে এই একটি জিনিসই হচ্ছে। এরা কারা? এরা কি আসলেই গান শুনতে আসে নাকি পূর্বপরিকল্পনা করে শো পণ্ড করতে কর্মকাণ্ড চালায়?
খুব খারাপ লাগছে আয়োজকদের জন্য, তারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল যেন এ রকম কিছু না ঘটে। খারাপ লাগছে তাদের জন্য, যারা টিকিট কেটে শোটি উপভোগ করছিল।’
দুঃখ প্রকাশ করে জোহাদ লেখেন, ‘এটা কী শুরু হলো? ২৫ বছর ধরে গানবাজনা করছি, জীবনে এ রকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হইনি। সবচেয়ে দুঃখজনক আর হতাশার ব্যাপার হচ্ছে, যে বা যারা এগুলো করছে, করে পার পেয়ে যাচ্ছে। কোনো ধরনের প্রতিকার নেই।
সামনে কী হবে জানি না, তবে এটা জানি যে খুব তাড়াতাড়ি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আজ কনসার্টে হামলা দিচ্ছে, কাল যেকোনো আয়োজনে হামলা দিতে পারে। বাংলাদেশের জনগণ গানপাগল, এই দেশে গান কখনো থামবে না।’
এর আগে ১১ অক্টোবর একই স্থানে আয়োজিত সেভ বাংলাদেশ কনসার্টেও গেট ভেঙে ঢুকে পড়েছিল বহিরাগতরা। এ কারণে গণজোয়ার কনসার্টে নিরাপত্তা বাড়ায় আয়োজক প্রতিষ্ঠান ম্যাভিক্স গ্লোবাল। দর্শকদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান করে ভিডিও বার্তা দিয়েছিল ব্যান্ড নেমেসিস। তবে তাতেও কাজ হলো না। উল্টো এবারও কনসার্ট বন্ধ করে দিতে হলো আয়োজকদের।
নিরাপত্তাবেষ্টনী ভেঙে বিনা টিকিটে কনসার্টে ঢুকে পড়া যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ইদানীং মব ক্রাউডের এই বিশৃঙ্খলা শঙ্কিত করে তুলছে শিল্পী, ব্যান্ড ও কনসার্টের আয়োজকদের। ১৮ অক্টোবর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত গণজোয়ার কনসার্টে একই চিত্র দেখা গেল।
পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে, নেমেসিস, অ্যাভোয়েড রাফাসহ কয়েকটি ব্যান্ড পারফর্ম করার আগেই কনসার্ট বন্ধ করে দেওয়া হয়।
কনসার্টে এই বিশৃঙ্খলা ভাবিয়ে তুলেছে নেমেসিস ব্যান্ডের ভোকাল জোহাদ রেজা চৌধুরীকে। ২৫ বছরের সংগীত ক্যারিয়ারে কখনো এমন অভিজ্ঞতা হয়নি বলে জানালেন তিনি। ফেসবুকে জোহাদ লেখেন, ‘আজকের (শুক্রবার) কনসার্ট ভালোই হচ্ছিল। ক্রিপটিক ফেট যখন স্টেজে, সে সময় হঠাৎ করে ২০-৩০ জনের দল মুক্তিযুদ্ধ জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। তারপর কী হলো, আপনারা বুঝতেই পারছেন। কনসার্টটি বাতিল হলে গেল। আমরা নেমেসিস, অ্যাভয়েড রাফা শোতে পারফর্ম করতে পারলাম না। বিগত বেশ কয়েকটি কনসার্টে এই একটি জিনিসই হচ্ছে। এরা কারা? এরা কি আসলেই গান শুনতে আসে নাকি পূর্বপরিকল্পনা করে শো পণ্ড করতে কর্মকাণ্ড চালায়?
খুব খারাপ লাগছে আয়োজকদের জন্য, তারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল যেন এ রকম কিছু না ঘটে। খারাপ লাগছে তাদের জন্য, যারা টিকিট কেটে শোটি উপভোগ করছিল।’
দুঃখ প্রকাশ করে জোহাদ লেখেন, ‘এটা কী শুরু হলো? ২৫ বছর ধরে গানবাজনা করছি, জীবনে এ রকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হইনি। সবচেয়ে দুঃখজনক আর হতাশার ব্যাপার হচ্ছে, যে বা যারা এগুলো করছে, করে পার পেয়ে যাচ্ছে। কোনো ধরনের প্রতিকার নেই।
সামনে কী হবে জানি না, তবে এটা জানি যে খুব তাড়াতাড়ি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আজ কনসার্টে হামলা দিচ্ছে, কাল যেকোনো আয়োজনে হামলা দিতে পারে। বাংলাদেশের জনগণ গানপাগল, এই দেশে গান কখনো থামবে না।’
এর আগে ১১ অক্টোবর একই স্থানে আয়োজিত সেভ বাংলাদেশ কনসার্টেও গেট ভেঙে ঢুকে পড়েছিল বহিরাগতরা। এ কারণে গণজোয়ার কনসার্টে নিরাপত্তা বাড়ায় আয়োজক প্রতিষ্ঠান ম্যাভিক্স গ্লোবাল। দর্শকদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান করে ভিডিও বার্তা দিয়েছিল ব্যান্ড নেমেসিস। তবে তাতেও কাজ হলো না। উল্টো এবারও কনসার্ট বন্ধ করে দিতে হলো আয়োজকদের।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১১ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১১ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১১ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে