বাংলাদেশের সুরকার ও সংগীতকার বিনোদ রায়ের সুর-সংগীতে গাইলেন ভারতের কণ্ঠশিল্পী শুভমিতা। ‘রয়েছো কত দূরে’ শিরোনামের গানটি লিখেছেন মইনুল হক মঈন। স্যাড রোমান্টিক ধাঁচের গানটি মিশ্র রাগের ওপর তৈরি করেছেন বলে জানিয়েছেন বিনোদ রায়। ৩ নভেম্বর কলকাতায় গানটির রেকর্ডিং হয়েছে আরেক প্রথিতযশা শিল্পী ঊষা উত্থুপের ‘ভাইব্রেশন’ স্টুডিওতে।
গানের কাজে বিনোদ রায় এখন আছেন কলকাতায়। সেখান থেকে তিনি জানিয়েছেন, ভয়েজ রেকর্ডিং শেষে গানটির মূল অডিও নিয়ে ৮ নভেম্বর দেশে ফিরবেন তিনি। এখানে গানের মিক্স মাস্টারিং শেষে সুরের পিয়াসী নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।
বিনোদ রায় বলেন, ‘আমার প্রিয় শিল্পীদের একজন শুভমিতা। তিনি আমার সুর-সংগীতে গেয়েছেন, এটা আমার বড় প্রাপ্তি। আমি যতটা আশা করেছিলাম, তিনি ততটাই ভালো গেয়েছেন।’
শুভমিতা বলেন, ‘বিনোদ রায়ের সুর-সংগীত শুনলেই বোঝা যায় তিনি গানের মানুষ। দারুণ কাজ করেন। আমার জন্য যে গানটি বেঁধেছেন, খুব ভালো লেগেছে আমার। বলতে পারেন তৃপ্তি নিয়ে গেয়েছি। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’
বাংলাদেশের সুরকার ও সংগীতকার বিনোদ রায়ের সুর-সংগীতে গাইলেন ভারতের কণ্ঠশিল্পী শুভমিতা। ‘রয়েছো কত দূরে’ শিরোনামের গানটি লিখেছেন মইনুল হক মঈন। স্যাড রোমান্টিক ধাঁচের গানটি মিশ্র রাগের ওপর তৈরি করেছেন বলে জানিয়েছেন বিনোদ রায়। ৩ নভেম্বর কলকাতায় গানটির রেকর্ডিং হয়েছে আরেক প্রথিতযশা শিল্পী ঊষা উত্থুপের ‘ভাইব্রেশন’ স্টুডিওতে।
গানের কাজে বিনোদ রায় এখন আছেন কলকাতায়। সেখান থেকে তিনি জানিয়েছেন, ভয়েজ রেকর্ডিং শেষে গানটির মূল অডিও নিয়ে ৮ নভেম্বর দেশে ফিরবেন তিনি। এখানে গানের মিক্স মাস্টারিং শেষে সুরের পিয়াসী নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।
বিনোদ রায় বলেন, ‘আমার প্রিয় শিল্পীদের একজন শুভমিতা। তিনি আমার সুর-সংগীতে গেয়েছেন, এটা আমার বড় প্রাপ্তি। আমি যতটা আশা করেছিলাম, তিনি ততটাই ভালো গেয়েছেন।’
শুভমিতা বলেন, ‘বিনোদ রায়ের সুর-সংগীত শুনলেই বোঝা যায় তিনি গানের মানুষ। দারুণ কাজ করেন। আমার জন্য যে গানটি বেঁধেছেন, খুব ভালো লেগেছে আমার। বলতে পারেন তৃপ্তি নিয়ে গেয়েছি। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
৫ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১০ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১০ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১০ ঘণ্টা আগে