Ajker Patrika

পিয়ানো লাউঞ্জে শফি মণ্ডল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩৭
পিয়ানো লাউঞ্জে শফি মণ্ডল

চ্যানেল আইয়ের পর্দায় সংগীত নিয়ে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘পিয়ানো লাউঞ্জ’ শুরু হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর রাত ৮টা ২০ মিনিটে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এই পর্বে অংশ নেবেন বাউলশিল্পী শফি মণ্ডল। তিনি বলেন, ‘এটা ভিন্নধর্মী একটা প্রচেষ্টা। এই প্রজন্মের কাছে আমাদের গানগুলো নতুনভাবে তুলে ধরার প্রচেষ্টা। এরই মধ্যে জনপ্রিয়তাও পেয়েছে।’

মাত্র একটি পর্ব প্রচারের মাধ্যমেই অনুষ্ঠানটি দর্শকপ্রিয়তা পেতে শুরু করেছে। এমনটি জানালেন অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন। তিনি মনে করেন, ব্যান্ড তারকা ও সংগীত পরিচালক মানাম আহমেদ তাঁর সংগীত আয়োজনের জাদুকরী উপস্থাপনা দিয়ে প্রতিটি গানকে অনন্য মাত্রায় নিয়ে গেছেন। পুরো অনুষ্ঠানটির ভিডিও পরিচালনা করেছেন হিমেল। ব্লুজের তত্ত্বাবধানে নির্মিত ‘পিয়ানো লাউঞ্জ’-এর প্রধান পৃষ্ঠপোষক ‘হাতিল’। ‘পিয়ানো লাউঞ্জ’-এর প্রথম ধাপে দেশবরেণ্য ১০ জন প্রিয় সংগীতশিল্পীকে নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে।

‘পিয়ানো লাউঞ্জ’- এ গাইছেন শফি মন্ডলশিল্পীরা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মণ্ডল, অনিমা রায়, তাহসান, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ। প্রতিটি পর্বে শিল্পীদের সেরা চারটি গান স্থান পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত