সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার পাগল হাসান। দুর্ঘটনার ঠিক এগারো ঘণ্টা আগে ফেসবুকে নিজের সাদাকালো একটি ছবি পোস্ট করে পাগল হাসান লিখেছিলেন ‘সাদা কালোই প্রথম আলো’। রঙিন জীবন যেন নিজ হাতে সাদা কালো করে গেলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী ও গীতিকার।
‘জীবন খাতা’, ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’, ‘রেলগাড়ির ইঞ্জিন’সহ অসংখ্য গান রচনা করেছেন পাগল হাসান। জনপ্রিয় ব্যান্ডদল লালনের জন্যও তিনটি গান লিখেছিলেন তিনি। ব্যান্ডটির ‘রুহানি’, ‘পাগলা ঘোরা’, আর ‘পাগল চিনে না’ গানের গীতিকার ও সুরকার পাগল হাসান।
লালন ব্যান্ডের অন্যতম সদস্য ও ড্রামার থেইন হান মং তিতি ফেসবুকে লিখেছেন, ‘আমার বন্ধু মো. মতিউর রহমান হাসানের আত্মা শান্তি পাক। লালন ব্যান্ডের জনপ্রিয় তিনটি গানের লেখক তিনি— ‘‘রুহানি’’, ‘‘পাগলা ঘোরা’’ এবং ‘‘পাগলা চিনে না’’। তাঁর আত্মার প্রতি আমাদের গভীর সমবেদনা।’
জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন ফেসবুকে লিখেছেন, ‘বাস-সিএনজি সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসান নিহত হয়েছেন। ছবিগুলো দেখে বুকটা কেঁপে উঠল! তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন।
সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার পাগল হাসান। দুর্ঘটনার ঠিক এগারো ঘণ্টা আগে ফেসবুকে নিজের সাদাকালো একটি ছবি পোস্ট করে পাগল হাসান লিখেছিলেন ‘সাদা কালোই প্রথম আলো’। রঙিন জীবন যেন নিজ হাতে সাদা কালো করে গেলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী ও গীতিকার।
‘জীবন খাতা’, ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’, ‘রেলগাড়ির ইঞ্জিন’সহ অসংখ্য গান রচনা করেছেন পাগল হাসান। জনপ্রিয় ব্যান্ডদল লালনের জন্যও তিনটি গান লিখেছিলেন তিনি। ব্যান্ডটির ‘রুহানি’, ‘পাগলা ঘোরা’, আর ‘পাগল চিনে না’ গানের গীতিকার ও সুরকার পাগল হাসান।
লালন ব্যান্ডের অন্যতম সদস্য ও ড্রামার থেইন হান মং তিতি ফেসবুকে লিখেছেন, ‘আমার বন্ধু মো. মতিউর রহমান হাসানের আত্মা শান্তি পাক। লালন ব্যান্ডের জনপ্রিয় তিনটি গানের লেখক তিনি— ‘‘রুহানি’’, ‘‘পাগলা ঘোরা’’ এবং ‘‘পাগলা চিনে না’’। তাঁর আত্মার প্রতি আমাদের গভীর সমবেদনা।’
জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন ফেসবুকে লিখেছেন, ‘বাস-সিএনজি সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসান নিহত হয়েছেন। ছবিগুলো দেখে বুকটা কেঁপে উঠল! তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
৪ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
৫ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১৪ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১৪ ঘণ্টা আগে