Ajker Patrika

রঙিন জীবন যেন নিজ হাতে সাদা কালো করে গেলেন পাগল হাসান

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১১: ৫৭
রঙিন জীবন যেন নিজ হাতে সাদা কালো করে গেলেন পাগল হাসান

সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার পাগল হাসান। দুর্ঘটনার ঠিক এগারো ঘণ্টা আগে ফেসবুকে নিজের সাদাকালো একটি ছবি পোস্ট করে পাগল হাসান লিখেছিলেন ‘সাদা কালোই প্রথম আলো’। রঙিন জীবন যেন নিজ হাতে সাদা কালো করে গেলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী ও গীতিকার।

‘জীবন খাতা’, ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’, ‘রেলগাড়ির ইঞ্জিন’সহ অসংখ্য গান রচনা করেছেন পাগল হাসান। জনপ্রিয় ব্যান্ডদল লালনের জন্যও তিনটি গান লিখেছিলেন তিনি। ব্যান্ডটির ‘রুহানি’, ‘পাগলা ঘোরা’, আর ‘পাগল চিনে না’ গানের গীতিকার ও সুরকার পাগল হাসান।

 লালন ব্যান্ডের অন্যতম সদস্য ও ড্রামার থেইন হান মং তিতি ফেসবুকে লিখেছেন, ‘আমার বন্ধু মো. মতিউর রহমান হাসানের আত্মা শান্তি পাক। লালন ব্যান্ডের জনপ্রিয় তিনটি গানের লেখক তিনি— ‘‘রুহানি’’, ‘‘পাগলা ঘোরা’’ এবং ‘‘পাগলা চিনে না’’। তাঁর আত্মার প্রতি আমাদের গভীর সমবেদনা।’

জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন ফেসবুকে লিখেছেন, ‘বাস-সিএনজি সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসান নিহত হয়েছেন। ছবিগুলো দেখে বুকটা কেঁপে উঠল! তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত