Ajker Patrika

নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করল সাউন্ডটেক

আপডেট : ১৭ মে ২০২১, ১৩: ০২
নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করল সাউন্ডটেক

ঢাকা: নানা বিতর্কে জড়িয়ে ক্যারিয়ার নিয়ে অন্ধকার দেখছিলেন মাঈনুল আহসান নোবেল। পাশে এসে দাঁড়িয়েছিল সাউন্ডটেক। দেশের ঐতিহ্যবাহী এই সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানটি অবশেষে সারেগামাপাখ্যাত নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করল। কয়েক সপ্তাহ ধরেই দুই পক্ষের মধ্যে সম্পর্কের শিথিলতা দেখা যায়। এবার সেটাই প্রকাশ্যে এল সাউন্ডটেকের সিদ্ধান্তে।

নিজের ফেসবুক পেজে নগর বাউলের জেমস, জনপ্রিয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন নোবেল। তবে তিনি দাবি করেছেন, তাঁর পেজটি হ্যাক হয়েছে। পরে আবার উদ্ধার হওয়ার খবরও জানিয়েছেন তিনি। যদিও এসব তথ্য বিশ্বাস করছেন না অনেকে।

নোবেলের এসব বিতর্কিত আচরণে ক্ষুব্ধ সংগীতাঙ্গনের অনেকে। এর মাঝেই জানা যায় নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশের জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। এ খবরের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ। তিনি বলেন, ‘উনাকে (নোবেল) কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব নয়। উনার ব্যবহার ভালো লাগেনি, তাই চুক্তি বাতিল করেছি।’

এর আগে সাউন্ডটেকের ব্যানারে দুটি গান প্রকাশ হয়েছিল নোবেলের। ‘অসহায়’, ‘অভিনয়’ গানের পর আরও একটি গান প্রকাশের কথা ছিল সাউন্ডটেকের ব্যানারে। এ ছাড়া এ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে চলতি বছর আরও ৯টি গান প্রকাশ করার কথা ছিল তাঁর। কিন্তু চুক্তি বাতিল হওয়ায় সাউন্ডটেকের ব্যানারে কোনো গানই আর আসবে না নোবেলের।

এদিকে ‘মেহেরবান’ নামে একটি গান নিয়ে সংগীত পরিচালক আহমেদ হুমায়ুনের সঙ্গেও বিবাদে জড়িয়েছেন নোবেল। হুমায়ুনের অভিযোগ, তাঁর সুর ও সংগীতায়োজন করা গানটিকে নোবেল নিজের সুর ও সংগীতায়োজন বলে দাবি করছেন। বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে পাল্টা এক স্ট্যাটাসে হুমায়ুনের অনেক ব্যক্তিগত বিষয় টেনে এনে তাঁর বিরুদ্ধে মামলার হুমকিও দেন নোবেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত