বিনোদন প্রতিবেদক
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড সংগীতের অন্যতম বড় আয়োজন ঢাকা রক ফেস্ট ৩.০। ২৭ ও ২৮ ডিসেম্বর ৩২টি ব্যান্ড দল নিয়ে এই উৎসব নিয়ে আসছে বাংলালিংক, আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লিমিটেড।
এ নিয়ে আজ শনিবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেডের ডিরেক্টর সাজিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল অ্যাভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনশাস, কার্নিভ্যাল, আফটারম্যাথ, ক্যালিপ্সোসহ বাকি ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, অর্থহীনের শিশির আহমেদ, আর্টসেলের কাজী ফয়সাল আহমেদসহ আরও অনেক তারকা।
প্রতিদিনের টিকিট মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা, দুই দিনের টিকিট একসঙ্গে কিনলে ৯০০ টাকা পাওয়া যাবে। দর্শকেরা ঢাকা রক ফেস্ট ৩.০–এর টিকিট টিকেটিং পার্টনার গেট সেট রক–এর ওয়েবসাইট থেকে বুকিং দিতে পারবেন।
বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠেয় এ রক ফেস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে উন্মুক্ত থাকে।
ফেস্টের প্রথম দিন অর্থাৎ আগামী ২৭ ডিসেম্বর পারফর্ম করবে—আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভ্যাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সার্কাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ।
ফেস্টের সমাপনী দিন ২৮ ডিসেম্বর পারফর্ম করবে—আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, অ্যাভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনশাস, ওয়ারফেজ।
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড সংগীতের অন্যতম বড় আয়োজন ঢাকা রক ফেস্ট ৩.০। ২৭ ও ২৮ ডিসেম্বর ৩২টি ব্যান্ড দল নিয়ে এই উৎসব নিয়ে আসছে বাংলালিংক, আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লিমিটেড।
এ নিয়ে আজ শনিবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেডের ডিরেক্টর সাজিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল অ্যাভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনশাস, কার্নিভ্যাল, আফটারম্যাথ, ক্যালিপ্সোসহ বাকি ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, অর্থহীনের শিশির আহমেদ, আর্টসেলের কাজী ফয়সাল আহমেদসহ আরও অনেক তারকা।
প্রতিদিনের টিকিট মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা, দুই দিনের টিকিট একসঙ্গে কিনলে ৯০০ টাকা পাওয়া যাবে। দর্শকেরা ঢাকা রক ফেস্ট ৩.০–এর টিকিট টিকেটিং পার্টনার গেট সেট রক–এর ওয়েবসাইট থেকে বুকিং দিতে পারবেন।
বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠেয় এ রক ফেস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে উন্মুক্ত থাকে।
ফেস্টের প্রথম দিন অর্থাৎ আগামী ২৭ ডিসেম্বর পারফর্ম করবে—আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভ্যাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সার্কাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ।
ফেস্টের সমাপনী দিন ২৮ ডিসেম্বর পারফর্ম করবে—আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, অ্যাভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনশাস, ওয়ারফেজ।
শনিবারের সকালটি যেন বিষাদে ভরা এক সংগীত—শব্দহীন অথচ গভীর প্রার্থনায় মগ্ন। চলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি কেবল শুধু একজন সংগীতশিল্পী বা গবেষক নন, ছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার এক সৌম্য প্রতিনিধি, এক অনন্য মানুষ। নব্বইয়ের দশকের মাঝামাঝি, পুরানা পল্টনের সরু গলির ভেতরে সাপ্তাহিক...
১৩ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক মা দিবস। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জহুর। শিল্পীরা বাস্তবেও তাঁদের মা বলে ডাকেন। তাঁরাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায়। দুজনেই দেশে একা থাকেন, আর তাঁদের সন্তানেরা থাকেন প্রবাসে। সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে...
১৩ ঘণ্টা আগে২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক নাজিফা তুষির। প্রথম সিনেমায় অতটা সাফল্য পাননি। তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে। হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায়...
১৩ ঘণ্টা আগেওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট দেখেন অজয় দেবগন। কমেডি সিরিজই তাঁর বেশি পছন্দের। বোম্বে টাইমসকে অভিনেতা জানিয়েছেন, এখন কোন সিরিজ দেখছেন তিনি। সবাইকে সিরিজটি দেখার পরামর্শও দিয়েছেন অজয়।
১৩ ঘণ্টা আগে