বিনোদন প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ভারতের জি বাংলা সারেগামাপা ২০২২ এর মূল পর্বে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে গান পরিবেশন করে খ্যাতি অর্জন করেন শিল্পী শুভ দাশ। সারেগামাপা থেকে এসে শুভ এবার নিজের প্রথম মৌলিক গানের কাজ শুরু করেছেন যা প্রকাশ পাচ্ছে এবারের ঈদে। ‘কখনোই বলব না’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতি কবি মিলন খান এবং সুর ও সংগীত পরিচালনায় বাংলাদেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদি খান। গানটি প্রকাশ পাবে ঈদের দিন শিল্পী শুভ দাশের ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
গানের প্রসঙ্গে শুভ দাস বলেন, ‘শেখ সাদী খান সাহেবের মত সংগীতের মহারথীর সান্নিধ্য পেয়ে শিল্পী খুব সৌভাগ্যবান এবং এটি তার জীবনের বিশাল এক প্রাপ্তি এবং আশীর্বাদ। শিল্পী তার মৌলিক গানের কাজ নিয়ে খুব আশাবাদী। মৌলিক গান একজন শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম।’
এর আগেও শুভ দাশের কয়েকটি মৌলিক গান প্রকাশ পেয়েছে, তার মধ্যে লিটন অধিকারী রিন্টুর কথায় এবং শফিক তুহিনের সুরে যা কিছু ছিল আমারই অনুকূলে, মানিক জসিমের কথা ও সুরে বছর পরে শিরোনামে গানগুলো মোটামুটি জনপ্রিয়তা পায়।
শিল্পী শুভ দাশের সংগীতে হাতেখড়ি মায়ের হাত ধরে ঠিক সাত বছর বয়সে। তখন থেকে সংগীতের প্রতি অন্যরকম ভালো লাগা শুরু হতে থাকল। স্কুল জীবন পার করে বাংলাদেশের স্বনামধন্য শাস্ত্রীয় সংগীতের গুরু স্বর্ণময় চক্রবর্তীর কাছে শাস্ত্রীয় শাস্ত্রীয় সংগীতে তালিম গ্রহণ করেন। পরবর্তীতে ২০১২ সালের দিকে পাড়ি জমান কলকাতা শহরে সংগীতের উচ্চতর তালিমের জন্য। কলকাতার জননন্দিত সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী গৌতম ঘোষালের কাছে আধুনিক গানে তালিম গ্রহণ করেন এবং যা অবধি চলমান।
সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ভারতের জি বাংলা সারেগামাপা ২০২২ এর মূল পর্বে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে গান পরিবেশন করে খ্যাতি অর্জন করেন শিল্পী শুভ দাশ। সারেগামাপা থেকে এসে শুভ এবার নিজের প্রথম মৌলিক গানের কাজ শুরু করেছেন যা প্রকাশ পাচ্ছে এবারের ঈদে। ‘কখনোই বলব না’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতি কবি মিলন খান এবং সুর ও সংগীত পরিচালনায় বাংলাদেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদি খান। গানটি প্রকাশ পাবে ঈদের দিন শিল্পী শুভ দাশের ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
গানের প্রসঙ্গে শুভ দাস বলেন, ‘শেখ সাদী খান সাহেবের মত সংগীতের মহারথীর সান্নিধ্য পেয়ে শিল্পী খুব সৌভাগ্যবান এবং এটি তার জীবনের বিশাল এক প্রাপ্তি এবং আশীর্বাদ। শিল্পী তার মৌলিক গানের কাজ নিয়ে খুব আশাবাদী। মৌলিক গান একজন শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম।’
এর আগেও শুভ দাশের কয়েকটি মৌলিক গান প্রকাশ পেয়েছে, তার মধ্যে লিটন অধিকারী রিন্টুর কথায় এবং শফিক তুহিনের সুরে যা কিছু ছিল আমারই অনুকূলে, মানিক জসিমের কথা ও সুরে বছর পরে শিরোনামে গানগুলো মোটামুটি জনপ্রিয়তা পায়।
শিল্পী শুভ দাশের সংগীতে হাতেখড়ি মায়ের হাত ধরে ঠিক সাত বছর বয়সে। তখন থেকে সংগীতের প্রতি অন্যরকম ভালো লাগা শুরু হতে থাকল। স্কুল জীবন পার করে বাংলাদেশের স্বনামধন্য শাস্ত্রীয় সংগীতের গুরু স্বর্ণময় চক্রবর্তীর কাছে শাস্ত্রীয় শাস্ত্রীয় সংগীতে তালিম গ্রহণ করেন। পরবর্তীতে ২০১২ সালের দিকে পাড়ি জমান কলকাতা শহরে সংগীতের উচ্চতর তালিমের জন্য। কলকাতার জননন্দিত সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী গৌতম ঘোষালের কাছে আধুনিক গানে তালিম গ্রহণ করেন এবং যা অবধি চলমান।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১১ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১২ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১৬ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৬ ঘণ্টা আগে