Ajker Patrika

প্রতিবাদ জানিয়ে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত অরিজিতের

বিনোদন ডেস্ক
অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত
অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনায় হতবাক ও স্তব্ধ উপমহাদেশের মানুষ। ভারতের শোবিজ তারকাও জানিয়েছেন শোক, করছেন প্রতিবাদ। এবার এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।

২৭ এপ্রিল চেন্নাইয়ে কনসার্ট করার কথা ছিল অরিজিতের। শুরু হয়েছিল অগ্রিম টিকিট বিক্রি। তবে পেহেলগামে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ।

আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান বাতিলের ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে আয়োজকদের পক্ষে থেকে বলা হয়েছে, ‘একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে আয়োজক ও শিল্পী যৌথভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ২৭ এপ্রিল রবিবার চেন্নাইয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।’

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যাঁরা এই অনুষ্ঠানের টিকিট কিনেছিলেন, তাঁদের সবাইকে পুরো অর্থ ফেরত দেওয়া হবে। দর্শকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে টিকিটের অর্থ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত