হালের তুমুল জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস তাঁদের নতুন অ্যালবাম নিয়ে আসছে শিগগিরই। বিটিএস এর ব্যবস্থাপনা সংস্থা বিগহিট মিউজিক স্থানীয় সময় রোববার নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা করে।
বিগহিট মিউজিক এক বিবৃতিতে জানায়, ‘বিটিএস ১০ জুন, ২০২২-এ আরেকটি নতুন অ্যালবাম নিয়ে ফিরছে। নতুন অ্যালবামের জন্য আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছি।’ নতুন অ্যালবামের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে একটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিটিএসও তাঁদের অফিশিয়াল টুইটার পেজে নতুন অ্যালবামের একটি টিজার শেয়ার করে। ৫০ সেকেন্ডের ভিডিও ক্লিপটির শেষ দিকে ‘আমরা বুলেটপ্রুফ’ এবং ‘২০২২.০৬. ১০’ লেখা ফ্ল্যাশ করতে থাকে।
এর পর বেশ সাড়া পড়ে যায় বিটিএস এর ভক্তদের মধ্যে। শুভ কামনা জানানোর পাশাপাশি অনেক ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চায় যে, নতুন অ্যালবামের নাম ‘আমরা বুলেটপ্রুফ’ কিনা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে বিটিএস তাঁদের সবশেষ অ্যালবাম ‘বিই’ প্রকাশ করে। এর পর, ২০২১ সালের মে ও জুলাইয়ে যথাক্রমে দুটি ব্যাক-টু-ব্যাক ইংরেজি একক ‘বাটার’ ও ‘পারমিশন টু ডান্স’ গান প্রকাশ করে বিটিএস।
‘বাটার’-এর জন্য সেরা পপ গ্রুপ পারফরম্যান্স বিভাগে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিল ব্যান্ডটি, কিন্তু দোজা ক্যাট ও এসজেডএ-এর ‘কিস মি মোর’ জিতে নেয় পুরস্কার।
বর্তমানে বিটিএস তাঁদের ‘পারমিশন টু ডান্স অন স্টেজ’ ট্যুরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থান করছে।
২০১৩ সালে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে জনপ্রিয় কে–পপ ব্যান্ড বিটিএস। দলটিতে রয়েছেন আরএম, জিন, সুগা, জে–হোপ, ভি, জিমিন ও জাংকুক।
হালের তুমুল জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস তাঁদের নতুন অ্যালবাম নিয়ে আসছে শিগগিরই। বিটিএস এর ব্যবস্থাপনা সংস্থা বিগহিট মিউজিক স্থানীয় সময় রোববার নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা করে।
বিগহিট মিউজিক এক বিবৃতিতে জানায়, ‘বিটিএস ১০ জুন, ২০২২-এ আরেকটি নতুন অ্যালবাম নিয়ে ফিরছে। নতুন অ্যালবামের জন্য আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছি।’ নতুন অ্যালবামের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে একটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিটিএসও তাঁদের অফিশিয়াল টুইটার পেজে নতুন অ্যালবামের একটি টিজার শেয়ার করে। ৫০ সেকেন্ডের ভিডিও ক্লিপটির শেষ দিকে ‘আমরা বুলেটপ্রুফ’ এবং ‘২০২২.০৬. ১০’ লেখা ফ্ল্যাশ করতে থাকে।
এর পর বেশ সাড়া পড়ে যায় বিটিএস এর ভক্তদের মধ্যে। শুভ কামনা জানানোর পাশাপাশি অনেক ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চায় যে, নতুন অ্যালবামের নাম ‘আমরা বুলেটপ্রুফ’ কিনা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে বিটিএস তাঁদের সবশেষ অ্যালবাম ‘বিই’ প্রকাশ করে। এর পর, ২০২১ সালের মে ও জুলাইয়ে যথাক্রমে দুটি ব্যাক-টু-ব্যাক ইংরেজি একক ‘বাটার’ ও ‘পারমিশন টু ডান্স’ গান প্রকাশ করে বিটিএস।
‘বাটার’-এর জন্য সেরা পপ গ্রুপ পারফরম্যান্স বিভাগে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিল ব্যান্ডটি, কিন্তু দোজা ক্যাট ও এসজেডএ-এর ‘কিস মি মোর’ জিতে নেয় পুরস্কার।
বর্তমানে বিটিএস তাঁদের ‘পারমিশন টু ডান্স অন স্টেজ’ ট্যুরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থান করছে।
২০১৩ সালে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে জনপ্রিয় কে–পপ ব্যান্ড বিটিএস। দলটিতে রয়েছেন আরএম, জিন, সুগা, জে–হোপ, ভি, জিমিন ও জাংকুক।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে