অস্কারজয়ী জাপানি শিল্পী ও সংগীত পরিচালক রিউইচি সাকামোতো ৭১ বছর বয়সে মারা গেছেন। তাঁর ম্যানেজমেন্টের বিবৃতির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে গত ২৮ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সাকামোতো।
জাপানের টোকিওতে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেছিলেন সাকামোতো। ‘দ্য বিটলস’-এর গান ভালোবেসে বেড়ে উঠেছেন তিনি। সাকামোতো কিবোর্ড বাজাতেন ইয়েলো ম্যাজিক অর্কেস্ট্রা ব্যান্ডের সঙ্গে।
শুধু জাপানেই নয়, রিউইচি সাকামোতো পুরো বিশ্বে সংগীত পরিচালক হিসেবে সমাদৃত। ‘দ্য লাস্ট এম্পেরর’ এবং ‘মেরি ক্রিসমাস মিস্টার লরেন্স’-এর মতো একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করা সিনেমার সংগীত পরিচালক তিনি। ‘দ্য লাস্ট এম্পেরর’ সিনেমার জন্য তিনি গোল্ডেন গ্লোব ও অস্কার জিতেছিলেন। ২০১৫ সালে ইনারিতুর সিনেমা ‘দ্য রেভেন্যান্ট’–এর সুরকার ছিলেন তিনি।
সামাজিক বিভিন্ন আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন সাকামোতো। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে তিনি সক্রিয় ছিলেন। ২০১২ সালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে তিনি ‘নো নিউকস’ শিরোনামে কনসার্টের উদ্যোগও নিয়েছিলেন।
সাকামোতোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের অনেক সংগীত ও অভিনয় তারকারা। জাপানি অভিনেতা হারুকা আবে এক টুইটে লিখেছেন, ‘সাকামোতোর সংগীত চিরকাল বেঁচে থাকবে।’
সাকামোতোর ম্যানেজমেন্ট জানিয়েছে, সাকামোতোর ইচ্ছা অনুসারে পরিবার ও তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
অস্কারজয়ী জাপানি শিল্পী ও সংগীত পরিচালক রিউইচি সাকামোতো ৭১ বছর বয়সে মারা গেছেন। তাঁর ম্যানেজমেন্টের বিবৃতির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে গত ২৮ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সাকামোতো।
জাপানের টোকিওতে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেছিলেন সাকামোতো। ‘দ্য বিটলস’-এর গান ভালোবেসে বেড়ে উঠেছেন তিনি। সাকামোতো কিবোর্ড বাজাতেন ইয়েলো ম্যাজিক অর্কেস্ট্রা ব্যান্ডের সঙ্গে।
শুধু জাপানেই নয়, রিউইচি সাকামোতো পুরো বিশ্বে সংগীত পরিচালক হিসেবে সমাদৃত। ‘দ্য লাস্ট এম্পেরর’ এবং ‘মেরি ক্রিসমাস মিস্টার লরেন্স’-এর মতো একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করা সিনেমার সংগীত পরিচালক তিনি। ‘দ্য লাস্ট এম্পেরর’ সিনেমার জন্য তিনি গোল্ডেন গ্লোব ও অস্কার জিতেছিলেন। ২০১৫ সালে ইনারিতুর সিনেমা ‘দ্য রেভেন্যান্ট’–এর সুরকার ছিলেন তিনি।
সামাজিক বিভিন্ন আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন সাকামোতো। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে তিনি সক্রিয় ছিলেন। ২০১২ সালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে তিনি ‘নো নিউকস’ শিরোনামে কনসার্টের উদ্যোগও নিয়েছিলেন।
সাকামোতোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের অনেক সংগীত ও অভিনয় তারকারা। জাপানি অভিনেতা হারুকা আবে এক টুইটে লিখেছেন, ‘সাকামোতোর সংগীত চিরকাল বেঁচে থাকবে।’
সাকামোতোর ম্যানেজমেন্ট জানিয়েছে, সাকামোতোর ইচ্ছা অনুসারে পরিবার ও তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নিলেন বাংলাদেশের অভিনেত্রী ও প্রযোজক বর্ষা। ‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এই সেমিনারে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বর্ষা।
১ ঘণ্টা আগে২০২৩ সালের নভেম্বরে সিনেমার মহরত অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’। তবে ঈদের আগে টিজার প্রকাশ করে জানানো হয় রোজা নয়, কোরবানির ঈদে আসছে সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নির্মাতা ও প্রযোজকেরাও নিশ্চিত
১ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পেয়েছিল ৬টি সিনেমা, যার ৪টিই দর্শকপ্রিয় হয়েছিল। এখনো বিভিন্ন হলে চলছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’ ও ‘জংলি’। অবশেষে দেড় মাস পর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। আজ থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’।
১ ঘণ্টা আগেঢাকায় অবস্থিত জার্মান কালচারাল সেন্টারের আয়োজনে ‘সিনে সন্ধ্যা’ আয়োজনে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ছুরত’ ও ‘আনটং’। ১৮ মে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য দুটি। মানুষের বাক্স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে আনটাং। ছুরত নির্মিত হয়েছে মানুষের
১ ঘণ্টা আগে