অস্কারজয়ী জাপানি শিল্পী ও সংগীত পরিচালক রিউইচি সাকামোতো ৭১ বছর বয়সে মারা গেছেন। তাঁর ম্যানেজমেন্টের বিবৃতির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে গত ২৮ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সাকামোতো।
জাপানের টোকিওতে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেছিলেন সাকামোতো। ‘দ্য বিটলস’-এর গান ভালোবেসে বেড়ে উঠেছেন তিনি। সাকামোতো কিবোর্ড বাজাতেন ইয়েলো ম্যাজিক অর্কেস্ট্রা ব্যান্ডের সঙ্গে।
শুধু জাপানেই নয়, রিউইচি সাকামোতো পুরো বিশ্বে সংগীত পরিচালক হিসেবে সমাদৃত। ‘দ্য লাস্ট এম্পেরর’ এবং ‘মেরি ক্রিসমাস মিস্টার লরেন্স’-এর মতো একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করা সিনেমার সংগীত পরিচালক তিনি। ‘দ্য লাস্ট এম্পেরর’ সিনেমার জন্য তিনি গোল্ডেন গ্লোব ও অস্কার জিতেছিলেন। ২০১৫ সালে ইনারিতুর সিনেমা ‘দ্য রেভেন্যান্ট’–এর সুরকার ছিলেন তিনি।
সামাজিক বিভিন্ন আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন সাকামোতো। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে তিনি সক্রিয় ছিলেন। ২০১২ সালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে তিনি ‘নো নিউকস’ শিরোনামে কনসার্টের উদ্যোগও নিয়েছিলেন।
সাকামোতোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের অনেক সংগীত ও অভিনয় তারকারা। জাপানি অভিনেতা হারুকা আবে এক টুইটে লিখেছেন, ‘সাকামোতোর সংগীত চিরকাল বেঁচে থাকবে।’
সাকামোতোর ম্যানেজমেন্ট জানিয়েছে, সাকামোতোর ইচ্ছা অনুসারে পরিবার ও তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
অস্কারজয়ী জাপানি শিল্পী ও সংগীত পরিচালক রিউইচি সাকামোতো ৭১ বছর বয়সে মারা গেছেন। তাঁর ম্যানেজমেন্টের বিবৃতির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে গত ২৮ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সাকামোতো।
জাপানের টোকিওতে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেছিলেন সাকামোতো। ‘দ্য বিটলস’-এর গান ভালোবেসে বেড়ে উঠেছেন তিনি। সাকামোতো কিবোর্ড বাজাতেন ইয়েলো ম্যাজিক অর্কেস্ট্রা ব্যান্ডের সঙ্গে।
শুধু জাপানেই নয়, রিউইচি সাকামোতো পুরো বিশ্বে সংগীত পরিচালক হিসেবে সমাদৃত। ‘দ্য লাস্ট এম্পেরর’ এবং ‘মেরি ক্রিসমাস মিস্টার লরেন্স’-এর মতো একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করা সিনেমার সংগীত পরিচালক তিনি। ‘দ্য লাস্ট এম্পেরর’ সিনেমার জন্য তিনি গোল্ডেন গ্লোব ও অস্কার জিতেছিলেন। ২০১৫ সালে ইনারিতুর সিনেমা ‘দ্য রেভেন্যান্ট’–এর সুরকার ছিলেন তিনি।
সামাজিক বিভিন্ন আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন সাকামোতো। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে তিনি সক্রিয় ছিলেন। ২০১২ সালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে তিনি ‘নো নিউকস’ শিরোনামে কনসার্টের উদ্যোগও নিয়েছিলেন।
সাকামোতোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের অনেক সংগীত ও অভিনয় তারকারা। জাপানি অভিনেতা হারুকা আবে এক টুইটে লিখেছেন, ‘সাকামোতোর সংগীত চিরকাল বেঁচে থাকবে।’
সাকামোতোর ম্যানেজমেন্ট জানিয়েছে, সাকামোতোর ইচ্ছা অনুসারে পরিবার ও তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
সঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
২ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
২ ঘণ্টা আগেইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে...
৩ ঘণ্টা আগেহেভি মেটাল সংগীতের পথিকৃৎ ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ-এর কিংবদন্তি প্রধান গায়ক ওজি অসবর্ন মারা গেছেন। গতকাল মঙ্গলবার ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ কনসার্টের মাত্র কয়েক সপ্তাহ পরেই ভক্তদের জন্য এই শোকাবহ সংবাদ এল।
৪ ঘণ্টা আগে