Ajker Patrika

যেভাবে জনপ্রিয় হল কোরিয়ান ব্যান্ড বিটিএস

যেভাবে জনপ্রিয় হল কোরিয়ান ব্যান্ড বিটিএস

ঢাকা: বিশ্ব সংগীতের ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়ে ফেলছে কোরিয়ান পপ ব্যান্ড ‘বাঙ্গটান বয়েজ’ সংক্ষেপে ‘বিটিএস’। সাত সদস্যের এ ব্যান্ডের ‘নো মোর ড্রিম’ গানটির মাধ্যমে সংগীত ভুবনে পদার্পণ। তাঁদের পুরস্কারের ঝুলিও বেশ বড়। শুধু ব্যান্ড আর ব্যান্ডের গানই নয়, বিটিএস সদস্যরা আলাদাভাবে নানা অর্জন দিয়ে আছেন শিরোনামে।

শুরুর গল্প

বিটিএস-এর বাঁক ঘুরে যায় ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার গানের অনুষ্ঠান ‘দ্য শো’–এর মাধ্যবিশ্ব সংগীতের ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়ে ফেলছে কোরিয়ান পপ ব্যান্ড ‘বাঙ্গটান বয়েজ’ সংক্ষেপে ‘বিটিএস’। সাত সদস্যের এ ব্যান্ডের ‘নো মোর ড্রিম’ গানটির মাধ্যমে সংগীত ভুবনে পদার্পণ। তাঁদের পুরস্কারের ঝুলিও বেশ বড়। শুধু ব্যান্ড আর ব্যান্ডের গানই নয়, বিটিএস সদস্যরা আলাদাভাবে নানা অর্জন দিয়ে আছেন শিরোনামেবিশ্ব সংগীতের ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়ে ফেলছে কোরিয়ান পপ ব্যান্ড ‘বাঙ্গটান বয়েজ’ সংক্ষেপে ‘বিটিএস’। সাত সদস্যের এ ব্যান্ডের ‘নো মোর ড্রিম’ গানটির মাধ্যমে সংগীত ভুবনে পদার্পণ। তাঁদের পুরস্কারের ঝুলিও বেশ বড়। শুধু ব্যান্ড আর ব্যান্ডের গানই নয়, বিটিএস সদস্যরা আলাদাভাবে নানা অর্জন দিয়ে আছেন শিরোনামেমে। সে সময় তাঁদের গান ‘আই নিড ইউ’ ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্যান্ডের প্রথম মার্কিন শো ছিল ২০১৭ সালে মিউজিক্যাল অ্যাওয়ার্ডে। এরপর তাঁরা জায়গা করে নেয় ফোর্বস ম্যাগাজিনের এশিয়ার প্রভাবশালী অনূর্ধ্ব–৩০-এর তালিকায়।

২০২০ সালে তাঁদের প্রথম ইংরেজি গান ‘ডায়নামাইট’ দুই দিনে ১৫ কোটি মানুষের মন জয় করে নেয়। পরপর তিন সপ্তাহ একটানা বিলবোর্ড তালিকার শীর্ষে জায়গা করে নেয় দলটি।

BTS-(1বিটিএস রেকর্ড

২০২০ সালে মুক্তি পাওয়া তাঁদের ‘ডায়নামাইট’ গান এবং অ্যালবাম ‘বি’, ইতিহাসের প্রথম ব্যান্ড হিসেবে বিলবোর্ড টপচার্টের হট ১০০-তে জায়গা পায়। ডায়নামাইট গানটি ইউটিউবে ২৪ ঘণ্টায় ১০১ মিলিয়ন ভিউ পায়। যেটা একটা রেকর্ড। বিটলসের পর তাঁরাই একমাত্র ব্যান্ড, যাঁরা পরপর চারটি অ্যালবাম বের করে টপচার্টের শীর্ষস্থান দখল করেছে। টুইটারে কোরিয়দের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার তাঁদের। ফলোয়ার সংখ্যা প্রায় ১৮ মিলিয়ন।

সামনে আসছে

নতুন মোড়কে পুরোনো গান নিয়ে আসছে বিটিএস। আসবে এ বছরের জুনে। তবে জাপানি টিভি সিরিজ ‘সিগন্যাল’ -এর থিমসং হিসেবে তাঁদের যে গানটি ছিল, সেটাও থাকছে নতুন এ দুই সিডি কালেকশনে।

BTS-(2)সেনাবাহিনীতে যোগ দিতে হচ্ছে

দেশটির আইন অনুযায়ী বয়স ২৮ হওয়ার আগেই শারীরিকভাবে ফিট যেকোনো পুরুষকেই সেনাবাহিনীতে ২০ মাস প্রশিক্ষণ নিতে হয়। গত বছর কে-পপ ও অন্য তারকাদের জন্য বিশেষ সুবিধা দিয়ে এ বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হয়েছিল। আর বিটিএসের সদস্য জিনের বয়স ৩০ পার হবে আগামী বছর। এ কারণে শোনা যাচ্ছে, দলের সাত সদস্যই একযোগে অংশ নেবেন সেনাবাহিনীতে। বিটিএসের প্রযোজক প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেইনমেন্টও বিষয়টি নিশ্চিত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত