বিনোদন ডেস্ক
ঢাকা: বিশ্ব সংগীতের ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়ে ফেলছে কোরিয়ান পপ ব্যান্ড ‘বাঙ্গটান বয়েজ’ সংক্ষেপে ‘বিটিএস’। সাত সদস্যের এ ব্যান্ডের ‘নো মোর ড্রিম’ গানটির মাধ্যমে সংগীত ভুবনে পদার্পণ। তাঁদের পুরস্কারের ঝুলিও বেশ বড়। শুধু ব্যান্ড আর ব্যান্ডের গানই নয়, বিটিএস সদস্যরা আলাদাভাবে নানা অর্জন দিয়ে আছেন শিরোনামে।
শুরুর গল্প
বিটিএস-এর বাঁক ঘুরে যায় ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার গানের অনুষ্ঠান ‘দ্য শো’–এর মাধ্যবিশ্ব সংগীতের ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়ে ফেলছে কোরিয়ান পপ ব্যান্ড ‘বাঙ্গটান বয়েজ’ সংক্ষেপে ‘বিটিএস’। সাত সদস্যের এ ব্যান্ডের ‘নো মোর ড্রিম’ গানটির মাধ্যমে সংগীত ভুবনে পদার্পণ। তাঁদের পুরস্কারের ঝুলিও বেশ বড়। শুধু ব্যান্ড আর ব্যান্ডের গানই নয়, বিটিএস সদস্যরা আলাদাভাবে নানা অর্জন দিয়ে আছেন শিরোনামেবিশ্ব সংগীতের ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়ে ফেলছে কোরিয়ান পপ ব্যান্ড ‘বাঙ্গটান বয়েজ’ সংক্ষেপে ‘বিটিএস’। সাত সদস্যের এ ব্যান্ডের ‘নো মোর ড্রিম’ গানটির মাধ্যমে সংগীত ভুবনে পদার্পণ। তাঁদের পুরস্কারের ঝুলিও বেশ বড়। শুধু ব্যান্ড আর ব্যান্ডের গানই নয়, বিটিএস সদস্যরা আলাদাভাবে নানা অর্জন দিয়ে আছেন শিরোনামেমে। সে সময় তাঁদের গান ‘আই নিড ইউ’ ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্যান্ডের প্রথম মার্কিন শো ছিল ২০১৭ সালে মিউজিক্যাল অ্যাওয়ার্ডে। এরপর তাঁরা জায়গা করে নেয় ফোর্বস ম্যাগাজিনের এশিয়ার প্রভাবশালী অনূর্ধ্ব–৩০-এর তালিকায়।
২০২০ সালে তাঁদের প্রথম ইংরেজি গান ‘ডায়নামাইট’ দুই দিনে ১৫ কোটি মানুষের মন জয় করে নেয়। পরপর তিন সপ্তাহ একটানা বিলবোর্ড তালিকার শীর্ষে জায়গা করে নেয় দলটি।
বিটিএস রেকর্ড
২০২০ সালে মুক্তি পাওয়া তাঁদের ‘ডায়নামাইট’ গান এবং অ্যালবাম ‘বি’, ইতিহাসের প্রথম ব্যান্ড হিসেবে বিলবোর্ড টপচার্টের হট ১০০-তে জায়গা পায়। ডায়নামাইট গানটি ইউটিউবে ২৪ ঘণ্টায় ১০১ মিলিয়ন ভিউ পায়। যেটা একটা রেকর্ড। বিটলসের পর তাঁরাই একমাত্র ব্যান্ড, যাঁরা পরপর চারটি অ্যালবাম বের করে টপচার্টের শীর্ষস্থান দখল করেছে। টুইটারে কোরিয়দের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার তাঁদের। ফলোয়ার সংখ্যা প্রায় ১৮ মিলিয়ন।
সামনে আসছে
নতুন মোড়কে পুরোনো গান নিয়ে আসছে বিটিএস। আসবে এ বছরের জুনে। তবে জাপানি টিভি সিরিজ ‘সিগন্যাল’ -এর থিমসং হিসেবে তাঁদের যে গানটি ছিল, সেটাও থাকছে নতুন এ দুই সিডি কালেকশনে।
সেনাবাহিনীতে যোগ দিতে হচ্ছে
দেশটির আইন অনুযায়ী বয়স ২৮ হওয়ার আগেই শারীরিকভাবে ফিট যেকোনো পুরুষকেই সেনাবাহিনীতে ২০ মাস প্রশিক্ষণ নিতে হয়। গত বছর কে-পপ ও অন্য তারকাদের জন্য বিশেষ সুবিধা দিয়ে এ বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হয়েছিল। আর বিটিএসের সদস্য জিনের বয়স ৩০ পার হবে আগামী বছর। এ কারণে শোনা যাচ্ছে, দলের সাত সদস্যই একযোগে অংশ নেবেন সেনাবাহিনীতে। বিটিএসের প্রযোজক প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেইনমেন্টও বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা: বিশ্ব সংগীতের ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়ে ফেলছে কোরিয়ান পপ ব্যান্ড ‘বাঙ্গটান বয়েজ’ সংক্ষেপে ‘বিটিএস’। সাত সদস্যের এ ব্যান্ডের ‘নো মোর ড্রিম’ গানটির মাধ্যমে সংগীত ভুবনে পদার্পণ। তাঁদের পুরস্কারের ঝুলিও বেশ বড়। শুধু ব্যান্ড আর ব্যান্ডের গানই নয়, বিটিএস সদস্যরা আলাদাভাবে নানা অর্জন দিয়ে আছেন শিরোনামে।
শুরুর গল্প
বিটিএস-এর বাঁক ঘুরে যায় ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার গানের অনুষ্ঠান ‘দ্য শো’–এর মাধ্যবিশ্ব সংগীতের ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়ে ফেলছে কোরিয়ান পপ ব্যান্ড ‘বাঙ্গটান বয়েজ’ সংক্ষেপে ‘বিটিএস’। সাত সদস্যের এ ব্যান্ডের ‘নো মোর ড্রিম’ গানটির মাধ্যমে সংগীত ভুবনে পদার্পণ। তাঁদের পুরস্কারের ঝুলিও বেশ বড়। শুধু ব্যান্ড আর ব্যান্ডের গানই নয়, বিটিএস সদস্যরা আলাদাভাবে নানা অর্জন দিয়ে আছেন শিরোনামেবিশ্ব সংগীতের ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়ে ফেলছে কোরিয়ান পপ ব্যান্ড ‘বাঙ্গটান বয়েজ’ সংক্ষেপে ‘বিটিএস’। সাত সদস্যের এ ব্যান্ডের ‘নো মোর ড্রিম’ গানটির মাধ্যমে সংগীত ভুবনে পদার্পণ। তাঁদের পুরস্কারের ঝুলিও বেশ বড়। শুধু ব্যান্ড আর ব্যান্ডের গানই নয়, বিটিএস সদস্যরা আলাদাভাবে নানা অর্জন দিয়ে আছেন শিরোনামেমে। সে সময় তাঁদের গান ‘আই নিড ইউ’ ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্যান্ডের প্রথম মার্কিন শো ছিল ২০১৭ সালে মিউজিক্যাল অ্যাওয়ার্ডে। এরপর তাঁরা জায়গা করে নেয় ফোর্বস ম্যাগাজিনের এশিয়ার প্রভাবশালী অনূর্ধ্ব–৩০-এর তালিকায়।
২০২০ সালে তাঁদের প্রথম ইংরেজি গান ‘ডায়নামাইট’ দুই দিনে ১৫ কোটি মানুষের মন জয় করে নেয়। পরপর তিন সপ্তাহ একটানা বিলবোর্ড তালিকার শীর্ষে জায়গা করে নেয় দলটি।
বিটিএস রেকর্ড
২০২০ সালে মুক্তি পাওয়া তাঁদের ‘ডায়নামাইট’ গান এবং অ্যালবাম ‘বি’, ইতিহাসের প্রথম ব্যান্ড হিসেবে বিলবোর্ড টপচার্টের হট ১০০-তে জায়গা পায়। ডায়নামাইট গানটি ইউটিউবে ২৪ ঘণ্টায় ১০১ মিলিয়ন ভিউ পায়। যেটা একটা রেকর্ড। বিটলসের পর তাঁরাই একমাত্র ব্যান্ড, যাঁরা পরপর চারটি অ্যালবাম বের করে টপচার্টের শীর্ষস্থান দখল করেছে। টুইটারে কোরিয়দের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার তাঁদের। ফলোয়ার সংখ্যা প্রায় ১৮ মিলিয়ন।
সামনে আসছে
নতুন মোড়কে পুরোনো গান নিয়ে আসছে বিটিএস। আসবে এ বছরের জুনে। তবে জাপানি টিভি সিরিজ ‘সিগন্যাল’ -এর থিমসং হিসেবে তাঁদের যে গানটি ছিল, সেটাও থাকছে নতুন এ দুই সিডি কালেকশনে।
সেনাবাহিনীতে যোগ দিতে হচ্ছে
দেশটির আইন অনুযায়ী বয়স ২৮ হওয়ার আগেই শারীরিকভাবে ফিট যেকোনো পুরুষকেই সেনাবাহিনীতে ২০ মাস প্রশিক্ষণ নিতে হয়। গত বছর কে-পপ ও অন্য তারকাদের জন্য বিশেষ সুবিধা দিয়ে এ বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হয়েছিল। আর বিটিএসের সদস্য জিনের বয়স ৩০ পার হবে আগামী বছর। এ কারণে শোনা যাচ্ছে, দলের সাত সদস্যই একযোগে অংশ নেবেন সেনাবাহিনীতে। বিটিএসের প্রযোজক প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেইনমেন্টও বিষয়টি নিশ্চিত করেছে।
মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১০ ঘণ্টা আগে৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগেনেট দুনিয়ায় রাতারাতি সেনসেশন বনে যাওয়া এ তরুণী বর্তমানে আলোচনার কেন্দ্রে। বলিউড অভিনেত্রী কঙ্গনাও তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ। কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল তাঁর। শোনা যাচ্ছে...
১৫ ঘণ্টা আগে