আফ্রিকার সংগীত অঙ্গনে পরিচিত হয়ে উঠছেন বাংলাদেশের জুয়েল চৌধুরী। এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়ক এসজাভাসহ দেশটির শীর্ষ সংগীতশিল্পীদের সঙ্গে বেশ কয়েকটি গান করেছেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কোলাবোরেশন করার ইচ্ছা আছে তাঁর।
নব্বইয়ের দশকে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ আফ্রিকায় যান জুয়েল। পরবর্তী সময়ে যুক্ত হন সেখানকার সংগীতের সঙ্গে। জুয়েল বলেন, ‘দেশে থাকতে আফ্রিকান মিউজিকের প্রতি আকর্ষণ ছিল। এখানে আসার পর বিভিন্ন ক্লাবে যেতাম গান শুনতে। এখানে যাঁরা গান করেন, তাঁদের সঙ্গে পরিচয় হয়। শুরুতে হাউস মিউজিকের কয়েকটি ট্র্যাক করি। ২০০৬ সালে আমি যখন প্রথম রেকর্ড করি। ট্র্যাকটির নাম ছিলো “মানি হানি”। আফ্রিকায় এটাই ছিল আমার প্রথম গান।’
২০১০ সালে প্রকাশ পায় জুয়েলের প্রথম অ্যালবাম ‘পেইন কিলার’। ২০১৪ সালের দিকে জুয়েলের পরিচয় হয় এসজাভার সঙ্গে। তাঁর সঙ্গে জুয়েল প্রথম গান করেন ২০১৫ সালে। গানটির শিরোনাম ‘শো মি দ্য মানি’। জুয়েল জানান, গানটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর এসজাভার সঙ্গে ২০১৬ সালে শরাব নামের আরও একটি গান করেন তিনি।
সম্প্রতি এসজাভার সঙ্গে নতুন আরেকটি গান করেছেন জুয়েল। হিপহপ ফিউশনধর্মী গানটির শিরোনাম ‘স্থান্ডাসাম’, ইংরেজিতে ‘লাভার’। এসজাভা গেয়েছেন জুলু ভাষায় আর ইংরেজি অংশটুকু গেয়েছেন জুয়েল। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানান জুয়েল।
আফ্রিকার সংগীত অঙ্গনে পরিচিত হয়ে উঠছেন বাংলাদেশের জুয়েল চৌধুরী। এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়ক এসজাভাসহ দেশটির শীর্ষ সংগীতশিল্পীদের সঙ্গে বেশ কয়েকটি গান করেছেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কোলাবোরেশন করার ইচ্ছা আছে তাঁর।
নব্বইয়ের দশকে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ আফ্রিকায় যান জুয়েল। পরবর্তী সময়ে যুক্ত হন সেখানকার সংগীতের সঙ্গে। জুয়েল বলেন, ‘দেশে থাকতে আফ্রিকান মিউজিকের প্রতি আকর্ষণ ছিল। এখানে আসার পর বিভিন্ন ক্লাবে যেতাম গান শুনতে। এখানে যাঁরা গান করেন, তাঁদের সঙ্গে পরিচয় হয়। শুরুতে হাউস মিউজিকের কয়েকটি ট্র্যাক করি। ২০০৬ সালে আমি যখন প্রথম রেকর্ড করি। ট্র্যাকটির নাম ছিলো “মানি হানি”। আফ্রিকায় এটাই ছিল আমার প্রথম গান।’
২০১০ সালে প্রকাশ পায় জুয়েলের প্রথম অ্যালবাম ‘পেইন কিলার’। ২০১৪ সালের দিকে জুয়েলের পরিচয় হয় এসজাভার সঙ্গে। তাঁর সঙ্গে জুয়েল প্রথম গান করেন ২০১৫ সালে। গানটির শিরোনাম ‘শো মি দ্য মানি’। জুয়েল জানান, গানটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর এসজাভার সঙ্গে ২০১৬ সালে শরাব নামের আরও একটি গান করেন তিনি।
সম্প্রতি এসজাভার সঙ্গে নতুন আরেকটি গান করেছেন জুয়েল। হিপহপ ফিউশনধর্মী গানটির শিরোনাম ‘স্থান্ডাসাম’, ইংরেজিতে ‘লাভার’। এসজাভা গেয়েছেন জুলু ভাষায় আর ইংরেজি অংশটুকু গেয়েছেন জুয়েল। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানান জুয়েল।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১১ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১১ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১১ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে