সম্প্রতি বিশ্বখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী লেডি গাগা তাঁর পার্টনারের সঙ্গে হাজির হয়েছিলেন এক পারিবারিক অনুষ্ঠানে। সেখানে তিনি যে ড্রেস পরেছিলেন, তা দেখে মনে হয়েছে বেবিবাম্প আড়াল করছেন তিনি, এমনটাই দাবি করা হয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সেই জল্পনা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই আবার এ নিয়ে করেছেন ট্রল। যদিও লেডি গাগা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন, প্রেগন্যান্ট নন তিনি। এবার লেডি গাগার পাশে দাঁড়ালেন টেলর সুইফট। পাশাপাশি সবার সামনে তুলে ধরেছেন এক গুরুত্বপূর্ণ ইস্যু। সুইফটের সাফ কথা, ‘শারীরিক পরিবর্তন ঘিরে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই কোনো নারীর।’
ইনস্টাগ্রাম আর টিকটকে লেডি গাগা লিখেছেন, ‘নট প্রেগন্যান্ট—জাস্ট ডাউন ব্যাড ক্রাইং অ্যাট দ্য জিম।’ আর তাঁর এই স্টেটমেন্টে থাকা ‘ডাউন ব্যাড’ শব্দ দুটো অনেকেরই নজরে পড়ে। টেলর সুইফট কিছুদিন আগে তাঁর যে অ্যালবাম রিলিজ করেছেন, সেখানে থাকা এই নামের গানটি সুপারহিট হয়েছে। লেডি গাগা নিজের কথা উল্লেখ করেছেন কি না, তা নিয়ে কোনো কথা খরচ না করলেও তাঁর পাশে দাঁড়িয়েছেন টেলর সুইফট।
টেলর সুইফট রীতিমতো স্পষ্ট ভাষায় বলেছেন, ‘কোনো নারীর শরীর নিয়ে এভাবে কথা বলা অত্যন্ত আক্রমণাত্মক এবং অবিবেচকের মতো কাজ। লেডি গাগার কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আমার মনে হয় কোনো নারীরই তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই।’
আর এমন মন্তব্যের পরই সুইফটের ভক্তরা পাশে দাঁড়িয়েছেন লেডি গাগার, সঙ্গে নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘কেউ কোনো ঘোষণা করতে চান কি না, সেটা তাঁদের হাতেই ছেড়ে দেওয়া হোক।’ অন্য একজন বলেছেন, ‘আপনি কারও ব্যক্তিগত জিনিস নিয়ে না জেনেই এভাবে মন্তব্য করে ফেলতে পারেন না। এমন অধিকার কেউ দেয়নি।’
সম্প্রতি বিশ্বখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী লেডি গাগা তাঁর পার্টনারের সঙ্গে হাজির হয়েছিলেন এক পারিবারিক অনুষ্ঠানে। সেখানে তিনি যে ড্রেস পরেছিলেন, তা দেখে মনে হয়েছে বেবিবাম্প আড়াল করছেন তিনি, এমনটাই দাবি করা হয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সেই জল্পনা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই আবার এ নিয়ে করেছেন ট্রল। যদিও লেডি গাগা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন, প্রেগন্যান্ট নন তিনি। এবার লেডি গাগার পাশে দাঁড়ালেন টেলর সুইফট। পাশাপাশি সবার সামনে তুলে ধরেছেন এক গুরুত্বপূর্ণ ইস্যু। সুইফটের সাফ কথা, ‘শারীরিক পরিবর্তন ঘিরে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই কোনো নারীর।’
ইনস্টাগ্রাম আর টিকটকে লেডি গাগা লিখেছেন, ‘নট প্রেগন্যান্ট—জাস্ট ডাউন ব্যাড ক্রাইং অ্যাট দ্য জিম।’ আর তাঁর এই স্টেটমেন্টে থাকা ‘ডাউন ব্যাড’ শব্দ দুটো অনেকেরই নজরে পড়ে। টেলর সুইফট কিছুদিন আগে তাঁর যে অ্যালবাম রিলিজ করেছেন, সেখানে থাকা এই নামের গানটি সুপারহিট হয়েছে। লেডি গাগা নিজের কথা উল্লেখ করেছেন কি না, তা নিয়ে কোনো কথা খরচ না করলেও তাঁর পাশে দাঁড়িয়েছেন টেলর সুইফট।
টেলর সুইফট রীতিমতো স্পষ্ট ভাষায় বলেছেন, ‘কোনো নারীর শরীর নিয়ে এভাবে কথা বলা অত্যন্ত আক্রমণাত্মক এবং অবিবেচকের মতো কাজ। লেডি গাগার কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আমার মনে হয় কোনো নারীরই তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই।’
আর এমন মন্তব্যের পরই সুইফটের ভক্তরা পাশে দাঁড়িয়েছেন লেডি গাগার, সঙ্গে নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘কেউ কোনো ঘোষণা করতে চান কি না, সেটা তাঁদের হাতেই ছেড়ে দেওয়া হোক।’ অন্য একজন বলেছেন, ‘আপনি কারও ব্যক্তিগত জিনিস নিয়ে না জেনেই এভাবে মন্তব্য করে ফেলতে পারেন না। এমন অধিকার কেউ দেয়নি।’
শনিবারের সকালটি যেন বিষাদে ভরা এক সংগীত—শব্দহীন অথচ গভীর প্রার্থনায় মগ্ন। চলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি কেবল শুধু একজন সংগীতশিল্পী বা গবেষক নন, ছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার এক সৌম্য প্রতিনিধি, এক অনন্য মানুষ। নব্বইয়ের দশকের মাঝামাঝি, পুরানা পল্টনের সরু গলির ভেতরে সাপ্তাহিক...
১৪ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক মা দিবস। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জহুর। শিল্পীরা বাস্তবেও তাঁদের মা বলে ডাকেন। তাঁরাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায়। দুজনেই দেশে একা থাকেন, আর তাঁদের সন্তানেরা থাকেন প্রবাসে। সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে...
১৪ ঘণ্টা আগে২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক নাজিফা তুষির। প্রথম সিনেমায় অতটা সাফল্য পাননি। তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে। হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায়...
১৪ ঘণ্টা আগেওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট দেখেন অজয় দেবগন। কমেডি সিরিজই তাঁর বেশি পছন্দের। বোম্বে টাইমসকে অভিনেতা জানিয়েছেন, এখন কোন সিরিজ দেখছেন তিনি। সবাইকে সিরিজটি দেখার পরামর্শও দিয়েছেন অজয়।
১৪ ঘণ্টা আগে