বিনোদন ডেস্ক
সিনেমা-সিরিজের পর্দায় হোক বা নাটকের মঞ্চে, অনির্বাণ ভট্টাচার্য মানেই মুগ্ধতা। অভিনয়টা মিশে আছে তাঁর রক্তে, এটা মেনে নিতে আপত্তি থাকার কথা নয় কারও। অভিনয়ের পাশাপাশি গানটাও তিনি ভালো করেন।
মঞ্চে গাওয়ার ট্রেনিং প্রথম থেকেই ছিল অনির্বাণের। সংগীতশিল্পী হিসেবে তিনি ব্যাপক প্রশংসা পান ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমায় ‘কিচ্ছু চাইনি আমি’ গানে কণ্ঠ দিয়ে। অনুপম রায়ের সঙ্গে গেয়েছেন ‘মাইকেল-বিদ্যাসাগর সংবাদ’। নিজের পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ সিনেমায়ও অনির্বাণের কণ্ঠে রয়েছে গান।
এছাড়াও, সংগীতশিল্পী হিসেবে আরও কয়েকটি সিনেমার ক্রেডিটে রয়েছে তাঁর নাম। বিভিন্ন অনুষ্ঠানেও গান গেয়ে প্রশংসিত হয়েছেন। এবার বাংলা ব্যান্ডে নতুনভাবে অভিনেতাকে পেতে চলেছেন দর্শক-শ্রোতা। বন্ধুরা মিলে অনেকদিন ধরেই গানবাজনা করছেন। সেই ধারাবাহিকতায় এবার ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর বন্ধুদের গানের দল। ব্যান্ডের নাম রাখা হয়েছে ‘হুলিগানিজম’।
অনির্বাণ ছাড়াও এ ব্যান্ডে রয়েছেন সংগীত পরিচালক শুভদীপ গুহ। এ ছাড়াও অভিনেতা-গায়ক দেবরাজ ভট্টাচার্যসহ আছেন মোট নয় জন। তাঁদের মধ্যে রয়েছেন সুশ্রুত, সোমেশ্বর, কৃশানু, নীলাংশুক, প্রীতম প্রমুখ।
মূলত অনির্বাণের লেখা কয়েকটি মৌলিক বাংলা গান রেকর্ড করে নিজেদের যাত্রা শুরু করতে চলেছে হুলিগানিজম। অনির্বাণ ভট্টাচার্য বলেন, ‘আমাদের নয় সদস্যের ব্যান্ড। এরইমধ্যে আমরা ১২টি গান রেকর্ড করেছি। এখন সেগুলোর মিক্সিং চলছে। গানগুলো আমার লেখা। এরইমধ্যে কয়েকটি ট্রায়াল শো করেছি, ভালো প্রতিক্রিয়া পেয়েছি দর্শকদের কাছ থেকে।’ হুলিগানিজম আগামী ডিসেম্বরে কলকাতার একটি গ্যালারিতে শো করতে চলেছে। এটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে ব্যান্ডটির।
অনির্বাণ জানান, মূলত মায়ের উৎসাহে তাঁর সংগীতে হাতেখড়ি। আর সেটা চর্চা করার সুযোগ পেয়েছেন মঞ্চে অভিনয় করতে গিয়ে। অভিনেতা বলেন, ‘মা চাইতেন আমি পেশাদার গায়ক হই। তবে গান শেখায় আমার আগ্রহ ছিল না। আমি চাইতাম অভিনেতা হতে। খেলাধুলার দিকেও আগ্রহ ছিল। কলকাতায় এসে মঞ্চনাটকের দলে যোগ দিই। প্রডাকশনের প্রয়োজনে সেখানে একজন সংগীতশিক্ষক ছিলেন। তাঁর কাছ থেকে আমি সব ধরনের গান শিখেছি। তবে কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারি না।’
সিনেমা-সিরিজের পর্দায় হোক বা নাটকের মঞ্চে, অনির্বাণ ভট্টাচার্য মানেই মুগ্ধতা। অভিনয়টা মিশে আছে তাঁর রক্তে, এটা মেনে নিতে আপত্তি থাকার কথা নয় কারও। অভিনয়ের পাশাপাশি গানটাও তিনি ভালো করেন।
মঞ্চে গাওয়ার ট্রেনিং প্রথম থেকেই ছিল অনির্বাণের। সংগীতশিল্পী হিসেবে তিনি ব্যাপক প্রশংসা পান ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমায় ‘কিচ্ছু চাইনি আমি’ গানে কণ্ঠ দিয়ে। অনুপম রায়ের সঙ্গে গেয়েছেন ‘মাইকেল-বিদ্যাসাগর সংবাদ’। নিজের পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ সিনেমায়ও অনির্বাণের কণ্ঠে রয়েছে গান।
এছাড়াও, সংগীতশিল্পী হিসেবে আরও কয়েকটি সিনেমার ক্রেডিটে রয়েছে তাঁর নাম। বিভিন্ন অনুষ্ঠানেও গান গেয়ে প্রশংসিত হয়েছেন। এবার বাংলা ব্যান্ডে নতুনভাবে অভিনেতাকে পেতে চলেছেন দর্শক-শ্রোতা। বন্ধুরা মিলে অনেকদিন ধরেই গানবাজনা করছেন। সেই ধারাবাহিকতায় এবার ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর বন্ধুদের গানের দল। ব্যান্ডের নাম রাখা হয়েছে ‘হুলিগানিজম’।
অনির্বাণ ছাড়াও এ ব্যান্ডে রয়েছেন সংগীত পরিচালক শুভদীপ গুহ। এ ছাড়াও অভিনেতা-গায়ক দেবরাজ ভট্টাচার্যসহ আছেন মোট নয় জন। তাঁদের মধ্যে রয়েছেন সুশ্রুত, সোমেশ্বর, কৃশানু, নীলাংশুক, প্রীতম প্রমুখ।
মূলত অনির্বাণের লেখা কয়েকটি মৌলিক বাংলা গান রেকর্ড করে নিজেদের যাত্রা শুরু করতে চলেছে হুলিগানিজম। অনির্বাণ ভট্টাচার্য বলেন, ‘আমাদের নয় সদস্যের ব্যান্ড। এরইমধ্যে আমরা ১২টি গান রেকর্ড করেছি। এখন সেগুলোর মিক্সিং চলছে। গানগুলো আমার লেখা। এরইমধ্যে কয়েকটি ট্রায়াল শো করেছি, ভালো প্রতিক্রিয়া পেয়েছি দর্শকদের কাছ থেকে।’ হুলিগানিজম আগামী ডিসেম্বরে কলকাতার একটি গ্যালারিতে শো করতে চলেছে। এটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে ব্যান্ডটির।
অনির্বাণ জানান, মূলত মায়ের উৎসাহে তাঁর সংগীতে হাতেখড়ি। আর সেটা চর্চা করার সুযোগ পেয়েছেন মঞ্চে অভিনয় করতে গিয়ে। অভিনেতা বলেন, ‘মা চাইতেন আমি পেশাদার গায়ক হই। তবে গান শেখায় আমার আগ্রহ ছিল না। আমি চাইতাম অভিনেতা হতে। খেলাধুলার দিকেও আগ্রহ ছিল। কলকাতায় এসে মঞ্চনাটকের দলে যোগ দিই। প্রডাকশনের প্রয়োজনে সেখানে একজন সংগীতশিক্ষক ছিলেন। তাঁর কাছ থেকে আমি সব ধরনের গান শিখেছি। তবে কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারি না।’
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১০ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১১ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১১ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে