প্রকাশ পেল সদ্যপ্রয়াত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) শেষ গান। গতকাল সোমবার (৬ জুন) টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘ধুপ পানি বেহনে দে’ শিরোনামের গানটি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিত মুখার্জির ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন কেকে। কে জানত, সেটিই তাঁর জীবনের শেষ রেকর্ড করা গান হবে!
এদিকে কেকের চলে যাওয়ার পরও নতুন করে তাঁর গলা শুনে আরও একবার আবেগে অশ্রুসজল ভক্তরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন সদ্যপ্রয়াত প্রিয় শিল্পীর গান।
গত মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতার নজরুল মঞ্চে কনসার্টের পর অসুস্থ হয়ে পড়েন কেকে। হোটেলে ফিরেই হৃদ্রোগে আক্রান্ত হন বলে জানা গেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তুমুল জনপ্রিয় এই প্লেব্যাক শিল্পীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে দেশ ও দেশের বাইরের কোটি ভক্তশ্রোতা।
প্রয়াণের এক সপ্তাহ কেটে গেলেও প্রিয় শিল্পীর এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না সংগীতপ্রেমীরা। এরই মধ্যে ‘শেরদিল’ ছবির নতুন গান কেকে’র স্মৃতি নতুন করে উসকে দিল। ইউটিউবে মুক্তি পাওয়া এই গানে কেকের গলায় ধরা দিল যেন মাটির গন্ধ।
উল্লেখ্য সৃজিত মুখার্জির ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ সিনেমায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীরাজ কবি, সায়নী গুপ্তসহ অনেকে। কেকে’র গাওয়া গানটিতে পর্দায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি ও নীরাজ কবিকে।
এই সম্পর্কিত পড়ুন:
প্রকাশ পেল সদ্যপ্রয়াত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) শেষ গান। গতকাল সোমবার (৬ জুন) টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘ধুপ পানি বেহনে দে’ শিরোনামের গানটি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিত মুখার্জির ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন কেকে। কে জানত, সেটিই তাঁর জীবনের শেষ রেকর্ড করা গান হবে!
এদিকে কেকের চলে যাওয়ার পরও নতুন করে তাঁর গলা শুনে আরও একবার আবেগে অশ্রুসজল ভক্তরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন সদ্যপ্রয়াত প্রিয় শিল্পীর গান।
গত মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতার নজরুল মঞ্চে কনসার্টের পর অসুস্থ হয়ে পড়েন কেকে। হোটেলে ফিরেই হৃদ্রোগে আক্রান্ত হন বলে জানা গেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তুমুল জনপ্রিয় এই প্লেব্যাক শিল্পীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে দেশ ও দেশের বাইরের কোটি ভক্তশ্রোতা।
প্রয়াণের এক সপ্তাহ কেটে গেলেও প্রিয় শিল্পীর এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না সংগীতপ্রেমীরা। এরই মধ্যে ‘শেরদিল’ ছবির নতুন গান কেকে’র স্মৃতি নতুন করে উসকে দিল। ইউটিউবে মুক্তি পাওয়া এই গানে কেকের গলায় ধরা দিল যেন মাটির গন্ধ।
উল্লেখ্য সৃজিত মুখার্জির ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ সিনেমায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীরাজ কবি, সায়নী গুপ্তসহ অনেকে। কেকে’র গাওয়া গানটিতে পর্দায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি ও নীরাজ কবিকে।
এই সম্পর্কিত পড়ুন:
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৪২ মিনিট আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
২ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৪ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৪ ঘণ্টা আগে