Ajker Patrika

১৭০০ কোটি টাকায় বিক্রি হলো বব ডিলানের গান

বিনোদন ডেস্ক
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৯: ০৮
Thumbnail image

মার্কিন গীতিকার ও সংগীতশিল্পী বব ডিলানের ৩৯টি স্টুডিও অ্যালবাম ও ১৬ ‘বটলেগ সিরিজ’, লাইভ পারফরম্যান্সের সংকলন, অসংখ্য সিঙ্গেল ও অপ্রকাশিত গানের স্বত্ব কিনে নিল সনি। সংগীতবিষয়ক ম্যাগাজিন বিলবোর্ড জানিয়েছে, ডিলানের এই রেকর্ডিং স্বত্ব কিনতে সনির কলম্বিয়া রেকর্ডসকে গুনতে হয়েছে ২০ কোটি ডলারেরও (প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা) বেশি।

গত বছরের জুলাইয়ে ডিলানের সঙ্গে সনির এই চুক্তি হয়েছে। তবে সেই খবর প্রকাশ পেল গতকাল সোমবার। সাম্প্রতিক সময়ে সংগীত বিশ্বের সবচেয়ে বড় চুক্তি বলা হচ্ছে এটিকে।

এর আগে গত ডিসেম্বরে ইউনিভার্সাল মিউজিকের কাছে নিজের গানের লিরিকসহ যাবতীয় লেখালেখির স্বত্ব বিক্রি করেছিলেন ডিলান। ওই চুক্তির মূল্য ছিল ৪০ কোটি ডলারের (প্রায় ৩ হাজার ৪৩৫ কোটি টাকা)। বিশাল অঙ্কের ওই চুক্তির পর এবার ডিলানের যাবতীয় গানের মালিকানা পেল সনি।

বব ডিলান তাঁর গানে সব সময় দিতে চেয়েছেন মানবতার বার্তা

জানা গেছে, সনির সঙ্গে ডিলানের এই চুক্তি অনুযায়ী ১৯৬২ সালে মুক্তি পাওয়া শিল্পীর প্রথম অ্যালবাম থেকে সর্বশেষ অ্যালবাম ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েস’-এর মালিক হলো সনি। বিখ্যাত এই সংগীত তারকার অপ্রকাশিত গান নিয়েও ভবিষ্যতে সংকলন প্রকাশ করতে পারবে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে সনি মিউজিক গ্রুপের চেয়ারম্যান রব স্ট্রিঞ্জার বলেন, ‘কলম্বিয়া রেকর্ডসের সঙ্গে বব ডিলানের সম্পর্ক তাঁর ক্যারিয়ারের শুরু থেকেই। বব ও তাঁর টিমের সঙ্গে আমরা আবার কাজের সুযোগ পেলাম, এটা ভীষণ ভালো খবর। এখন যারা বব ডিলানের ভক্ত ও ভবিষ্যত প্রজন্ম—সবার কাছে তাঁর গান সহজলভ্য করবে এই চুক্তি।’

কনসার্ট ফর বাংলাদেশে গাইছেন ডিলান, পাশে জর্জ হ্যারিসনবব ডিলান বলেন, ‘কলম্বিয়া রেকর্ডস ও রব স্ট্রিঞ্জার বহু বছর ধরে আমার ও অনেক রেকর্ডের জন্য ভালো ফল এনে দিয়েছে। আমার সব রেকর্ড সেখানেই থাকবে, যেখানে ওগুলো থাকার কথা। এতেই আমি খুশি।’

কলম্বিয়া রেকর্ডস থেকেই ১৯৬২ সালে বেরিয়েছিল গায়কের প্রথম অ্যালবাম ‘বব ডিলান’। এই কোম্পানির সঙ্গে ডিলানের প্রায় ছয় দশকের সম্পর্ক।

ডিলান যখন তরুণ৮০ বছর বয়সী বব ডিলান তাঁর গানে সব সময় দিতে চেয়েছেন মানবতার বার্তা। যুদ্ধ, বর্ণবিদ্বেষ—যেখানেই যত অন্যায় দেখেছেন, গানে গানে জানিয়েছেন প্রতিবাদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তাঁর অবদান অনেক। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের সাহায্যের জন্য ম্যাডিসন স্কয়ারে আয়োজিত ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ গেয়েছিলেন তিনি।

২০১৬ সালে গীতিকার হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান বব ডিলান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত