বিনোদন প্রতিবেদক
ঢাকা: মাসখানেক ধরেই ফেসবুকে নতুন কিছুর আভাস দিচ্ছিলেন আঁখি আলমগীর। বাহারি শাড়িতে আকর্ষণীয় ফটোশুটে হাজির হয়েছেন প্রায়ই। অনুমান করা যাচ্ছিল, নতুন কিছু ঘটতে যাচ্ছে। তবে এমন ‘নতুন’-এর খবর দেবেন আঁখি, সেটা ভাবতেই পারেননি কেউ!
দেশের সংগীতশিল্পীদের মধ্যে আঁখি আলমগীর শুরু থেকেই ব্যতিক্রম। গানের বাইরে প্রায় সবাই অন্য পেশার সঙ্গেও জড়িত। কারও প্রযোজনা প্রতিষ্ঠান আছে, কারও রেস্তোরাঁ। গানের বাইরে প্রায় সবাই কোনো না কোনো ব্যবসার সঙ্গে জড়িত। তবে আঁখি আলমগীর কেবল গান নিয়েই ছিলেন।
এত দিন পরে এসে নতুন উদ্যোগ নিয়ে হাজির হলেন আঁখি। ফ্যাশন হাউস শুরুর ঘোষণা দিলেন তিনি। এ উদ্যোগের নাম রেখেছেন ‘মখমল’। এখানে পাওয়া যাবে আঁখির নিজের ডিজাইন করা পোশাক।
আপনারা জানেন, আমি বরাবরই ফ্যাশন সচেতন মানুষ। আমার ডিজাইন করা শাড়ির প্রশংসা অনেক পেয়েছি। এত দিন নিজের জন্যই ডিজাইন করতাম। এবার উন্মুক্ত করলাম সবার জন্য।
আঁখি আলমগীর, সংগীতশিল্পী ও ‘মখমল’ উদ্যোক্তা
করোনা পরিস্থিতির কারণে ‘মখমল’ আপাতত সীমাবদ্ধ অনলাইনে। ফেসবুক পেজ খুলেছেন। সেখান থেকেই ক্রেতারা কিনতে পারবেন আঁখি আলমগীরের ডিজাইন করা শাড়ি। তবে পরিস্থিতির উন্নতি হলে খোলা হবে আউটলেট। গায়িকার স্বপ্ন, মখমল একদিন ছড়িয়ে যাবে সারা বিশ্বে।
মখমলের শুরুটা হচ্ছে আঁখির ডিজাইন করা মসলিন, শিফন, সিল্ক আর জর্জেট শাড়ি দিয়ে। পাওয়া যাবে কামিজও। আঁখি আলমগীর জানালেন, ডিজাইন ও পোশাকের কালেকশন ক্রমেই বাড়বে।
আঁখি আলমগীরের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁর মেয়ে স্নেহা। মায়ের ডিজাইনের শাড়ি পরে মডেল হয়েছেন তিনি।
ঢাকা: মাসখানেক ধরেই ফেসবুকে নতুন কিছুর আভাস দিচ্ছিলেন আঁখি আলমগীর। বাহারি শাড়িতে আকর্ষণীয় ফটোশুটে হাজির হয়েছেন প্রায়ই। অনুমান করা যাচ্ছিল, নতুন কিছু ঘটতে যাচ্ছে। তবে এমন ‘নতুন’-এর খবর দেবেন আঁখি, সেটা ভাবতেই পারেননি কেউ!
দেশের সংগীতশিল্পীদের মধ্যে আঁখি আলমগীর শুরু থেকেই ব্যতিক্রম। গানের বাইরে প্রায় সবাই অন্য পেশার সঙ্গেও জড়িত। কারও প্রযোজনা প্রতিষ্ঠান আছে, কারও রেস্তোরাঁ। গানের বাইরে প্রায় সবাই কোনো না কোনো ব্যবসার সঙ্গে জড়িত। তবে আঁখি আলমগীর কেবল গান নিয়েই ছিলেন।
এত দিন পরে এসে নতুন উদ্যোগ নিয়ে হাজির হলেন আঁখি। ফ্যাশন হাউস শুরুর ঘোষণা দিলেন তিনি। এ উদ্যোগের নাম রেখেছেন ‘মখমল’। এখানে পাওয়া যাবে আঁখির নিজের ডিজাইন করা পোশাক।
আপনারা জানেন, আমি বরাবরই ফ্যাশন সচেতন মানুষ। আমার ডিজাইন করা শাড়ির প্রশংসা অনেক পেয়েছি। এত দিন নিজের জন্যই ডিজাইন করতাম। এবার উন্মুক্ত করলাম সবার জন্য।
আঁখি আলমগীর, সংগীতশিল্পী ও ‘মখমল’ উদ্যোক্তা
করোনা পরিস্থিতির কারণে ‘মখমল’ আপাতত সীমাবদ্ধ অনলাইনে। ফেসবুক পেজ খুলেছেন। সেখান থেকেই ক্রেতারা কিনতে পারবেন আঁখি আলমগীরের ডিজাইন করা শাড়ি। তবে পরিস্থিতির উন্নতি হলে খোলা হবে আউটলেট। গায়িকার স্বপ্ন, মখমল একদিন ছড়িয়ে যাবে সারা বিশ্বে।
মখমলের শুরুটা হচ্ছে আঁখির ডিজাইন করা মসলিন, শিফন, সিল্ক আর জর্জেট শাড়ি দিয়ে। পাওয়া যাবে কামিজও। আঁখি আলমগীর জানালেন, ডিজাইন ও পোশাকের কালেকশন ক্রমেই বাড়বে।
আঁখি আলমগীরের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁর মেয়ে স্নেহা। মায়ের ডিজাইনের শাড়ি পরে মডেল হয়েছেন তিনি।
দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৪ ঘণ্টা আগেপরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি। অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে।
৬ ঘণ্টা আগেগত বছর জুনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের ব্যান্ড ওয়ারফেজ। সে সময় দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন, চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের।
১০ ঘণ্টা আগেবাদল সরকারের পেশাগত নাম সুধীন্দ্রনাথ সরকার। নাটক লিখেছেন প্রায় ৬০টি। তিনি মনে করতেন, নাটক সমাজের দর্পণ হওয়া উচিত। বাংলা থিয়েটারে ষাটের দশকের শেষ দিকে ‘থার্ড থিয়েটার’ নামক একটি নতুন নাট্যধারার প্রবর্তন করেন বাদল সরকার। ‘থার্ড থিয়েটার’ সমকালে অভিনব ও ব্যতিক্রমধর্মী নাট্যরীতি হিসেবে সমাদৃত হয়।
১০ ঘণ্টা আগে