‘স্টার্ট মি আপ’, ‘লোনলি অ্যাট দ্য টপ’-এর মতো জনপ্রিয় গানের নেপথ্যের তারকা মিক জ্যাগার। আশির দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের অষ্টম সন্তানের মা মেলানি হ্যামরিকের সঙ্গে বাগদান সারলেন তিনি।
এই তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য মিরর জানিয়েছে, সম্প্রতি নিউ ইয়র্ক ভ্রমণে গিয়েছিলেন জ্যাগার-মেলানি। সেখানে ৩৬ বছর বয়সী মেলানি তাঁর ঘনিষ্ঠজনদের কাছে জ্যাগারের সঙ্গে নিজের বাগদানের কথা স্বীকার করেন।
ওই সূত্র জানিয়েছে, ‘সে পরিষ্কার করেই বলেছে, এটি তাঁর এনগেজমেন্ট রিং। সে এখন জ্যাগারের বাগ্দত্তা। ওদের পরিবারও এই সম্পর্কে সম্মতি দিয়েছে।’
আমেরিকান ব্যালে থিয়েটারের সাবেক সদস্য মেলানি ২০১৪ সাল থেকে মিক জ্যাগারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। টোকিওতে একটি কনসার্টে প্রথম দেখা হয় তাদের। তারপর ২০১৬ সালে তার অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ সামনে আসে। বর্তমানে এই তারকা জুটির ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। সে ছাড়াও আরও সাত সন্তান রয়েছে মিকের।
পাঁচজন নারীর সঙ্গে মোট আট সন্তানের বাবা জ্যাগার ১৯৭১ সালে বিয়াঙ্কা জ্যাগারকে বিয়ে করেছিলেন। সাত বছর পর সে বিয়ে ভেঙে যায়। এরপর একাধিক প্রেমে থাকলেও মিক জ্যাগার আর বিয়ে করেননি।
নাইট উপাধি প্রাপ্ত ৭৯ বছর বয়সী রোলিং স্টোন তারকা জ্যাগার ‘স্যাটিসফ্যাকশন’, ‘সিম্প্যাথি ফর দ্য ডেভিল’, ‘অ্যাঞ্জি, জাম্পিন জ্যাক ফ্ল্যাশ’র মতো অজস্র হিট গান ভক্তদের উপহার দিয়েছেন।
প্রায় দুই দশক পর আগামী বছর তিনি একটি নতুন গানের অ্যালবাম প্রকাশ করবে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।
‘স্টার্ট মি আপ’, ‘লোনলি অ্যাট দ্য টপ’-এর মতো জনপ্রিয় গানের নেপথ্যের তারকা মিক জ্যাগার। আশির দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের অষ্টম সন্তানের মা মেলানি হ্যামরিকের সঙ্গে বাগদান সারলেন তিনি।
এই তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য মিরর জানিয়েছে, সম্প্রতি নিউ ইয়র্ক ভ্রমণে গিয়েছিলেন জ্যাগার-মেলানি। সেখানে ৩৬ বছর বয়সী মেলানি তাঁর ঘনিষ্ঠজনদের কাছে জ্যাগারের সঙ্গে নিজের বাগদানের কথা স্বীকার করেন।
ওই সূত্র জানিয়েছে, ‘সে পরিষ্কার করেই বলেছে, এটি তাঁর এনগেজমেন্ট রিং। সে এখন জ্যাগারের বাগ্দত্তা। ওদের পরিবারও এই সম্পর্কে সম্মতি দিয়েছে।’
আমেরিকান ব্যালে থিয়েটারের সাবেক সদস্য মেলানি ২০১৪ সাল থেকে মিক জ্যাগারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। টোকিওতে একটি কনসার্টে প্রথম দেখা হয় তাদের। তারপর ২০১৬ সালে তার অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ সামনে আসে। বর্তমানে এই তারকা জুটির ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। সে ছাড়াও আরও সাত সন্তান রয়েছে মিকের।
পাঁচজন নারীর সঙ্গে মোট আট সন্তানের বাবা জ্যাগার ১৯৭১ সালে বিয়াঙ্কা জ্যাগারকে বিয়ে করেছিলেন। সাত বছর পর সে বিয়ে ভেঙে যায়। এরপর একাধিক প্রেমে থাকলেও মিক জ্যাগার আর বিয়ে করেননি।
নাইট উপাধি প্রাপ্ত ৭৯ বছর বয়সী রোলিং স্টোন তারকা জ্যাগার ‘স্যাটিসফ্যাকশন’, ‘সিম্প্যাথি ফর দ্য ডেভিল’, ‘অ্যাঞ্জি, জাম্পিন জ্যাক ফ্ল্যাশ’র মতো অজস্র হিট গান ভক্তদের উপহার দিয়েছেন।
প্রায় দুই দশক পর আগামী বছর তিনি একটি নতুন গানের অ্যালবাম প্রকাশ করবে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৩ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৩ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৩ ঘণ্টা আগে