‘স্টার্ট মি আপ’, ‘লোনলি অ্যাট দ্য টপ’-এর মতো জনপ্রিয় গানের নেপথ্যের তারকা মিক জ্যাগার। আশির দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের অষ্টম সন্তানের মা মেলানি হ্যামরিকের সঙ্গে বাগদান সারলেন তিনি।
এই তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য মিরর জানিয়েছে, সম্প্রতি নিউ ইয়র্ক ভ্রমণে গিয়েছিলেন জ্যাগার-মেলানি। সেখানে ৩৬ বছর বয়সী মেলানি তাঁর ঘনিষ্ঠজনদের কাছে জ্যাগারের সঙ্গে নিজের বাগদানের কথা স্বীকার করেন।
ওই সূত্র জানিয়েছে, ‘সে পরিষ্কার করেই বলেছে, এটি তাঁর এনগেজমেন্ট রিং। সে এখন জ্যাগারের বাগ্দত্তা। ওদের পরিবারও এই সম্পর্কে সম্মতি দিয়েছে।’
আমেরিকান ব্যালে থিয়েটারের সাবেক সদস্য মেলানি ২০১৪ সাল থেকে মিক জ্যাগারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। টোকিওতে একটি কনসার্টে প্রথম দেখা হয় তাদের। তারপর ২০১৬ সালে তার অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ সামনে আসে। বর্তমানে এই তারকা জুটির ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। সে ছাড়াও আরও সাত সন্তান রয়েছে মিকের।
পাঁচজন নারীর সঙ্গে মোট আট সন্তানের বাবা জ্যাগার ১৯৭১ সালে বিয়াঙ্কা জ্যাগারকে বিয়ে করেছিলেন। সাত বছর পর সে বিয়ে ভেঙে যায়। এরপর একাধিক প্রেমে থাকলেও মিক জ্যাগার আর বিয়ে করেননি।
নাইট উপাধি প্রাপ্ত ৭৯ বছর বয়সী রোলিং স্টোন তারকা জ্যাগার ‘স্যাটিসফ্যাকশন’, ‘সিম্প্যাথি ফর দ্য ডেভিল’, ‘অ্যাঞ্জি, জাম্পিন জ্যাক ফ্ল্যাশ’র মতো অজস্র হিট গান ভক্তদের উপহার দিয়েছেন।
প্রায় দুই দশক পর আগামী বছর তিনি একটি নতুন গানের অ্যালবাম প্রকাশ করবে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।
‘স্টার্ট মি আপ’, ‘লোনলি অ্যাট দ্য টপ’-এর মতো জনপ্রিয় গানের নেপথ্যের তারকা মিক জ্যাগার। আশির দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের অষ্টম সন্তানের মা মেলানি হ্যামরিকের সঙ্গে বাগদান সারলেন তিনি।
এই তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য মিরর জানিয়েছে, সম্প্রতি নিউ ইয়র্ক ভ্রমণে গিয়েছিলেন জ্যাগার-মেলানি। সেখানে ৩৬ বছর বয়সী মেলানি তাঁর ঘনিষ্ঠজনদের কাছে জ্যাগারের সঙ্গে নিজের বাগদানের কথা স্বীকার করেন।
ওই সূত্র জানিয়েছে, ‘সে পরিষ্কার করেই বলেছে, এটি তাঁর এনগেজমেন্ট রিং। সে এখন জ্যাগারের বাগ্দত্তা। ওদের পরিবারও এই সম্পর্কে সম্মতি দিয়েছে।’
আমেরিকান ব্যালে থিয়েটারের সাবেক সদস্য মেলানি ২০১৪ সাল থেকে মিক জ্যাগারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। টোকিওতে একটি কনসার্টে প্রথম দেখা হয় তাদের। তারপর ২০১৬ সালে তার অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ সামনে আসে। বর্তমানে এই তারকা জুটির ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। সে ছাড়াও আরও সাত সন্তান রয়েছে মিকের।
পাঁচজন নারীর সঙ্গে মোট আট সন্তানের বাবা জ্যাগার ১৯৭১ সালে বিয়াঙ্কা জ্যাগারকে বিয়ে করেছিলেন। সাত বছর পর সে বিয়ে ভেঙে যায়। এরপর একাধিক প্রেমে থাকলেও মিক জ্যাগার আর বিয়ে করেননি।
নাইট উপাধি প্রাপ্ত ৭৯ বছর বয়সী রোলিং স্টোন তারকা জ্যাগার ‘স্যাটিসফ্যাকশন’, ‘সিম্প্যাথি ফর দ্য ডেভিল’, ‘অ্যাঞ্জি, জাম্পিন জ্যাক ফ্ল্যাশ’র মতো অজস্র হিট গান ভক্তদের উপহার দিয়েছেন।
প্রায় দুই দশক পর আগামী বছর তিনি একটি নতুন গানের অ্যালবাম প্রকাশ করবে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১১ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১১ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১১ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে