Ajker Patrika

জন্মাষ্টমীর গান ‘কৃষ্ণ প্রেম’

জন্মাষ্টমীর গান ‘কৃষ্ণ প্রেম’

জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের শিল্পী শান্তা ভৌমিকের নতুন গান প্রকাশ পেয়েছে। ‘কৃষ্ণ প্রেম’ শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে ‘আইচ সং’ নামের ইউটিউব চ্যানেলে। গান লিখেছেন অনুরূপ আইচ। সুর করেছেন শিল্পী নিজেই। আলা উদ্দিন আলোর সংগীত পরিচালনায় ‘কৃষ্ণ প্রেম’ গানের মোশন গ্রাফিক্স ভিডিও বানিয়েছেন এন এইচ বাবু ঢালী।

‘কৃষ্ণ প্রেম’ গানটি সম্পর্কে শান্তা ভৌমিক বলেন, ‘অনুরূপ আইচকে ধন্যবাদ জানাই আমার জন্য এত সুন্দর একটি গান লেকার জন্য। তাঁর লেখা গান দেশের অনেক শিল্পীর কণ্ঠেই জনপ্রিয় হয়েছে। তাই আমিও আশাবাদী ‘কৃষ্ণ প্রেম’ গানটি শ্রীকৃষ্ণ ভক্তদের ভালো লাগবে এবং সাড়া ফেলবে।’

অনুরূপ আইচ বলেন, ‘কৃষ্ণ প্রেম’ গানটি খুব সুন্দর গেয়েছেন শান্তা। ইতিমধ্যে ভালো সাড়া পাচ্ছি। আশাকরছি, ভালো গানের তালিকায় এই গানটি ঠাঁই পাবে।’

এর আগেও শ্রীকৃষ্ণকে নিয়ে গান লিখেছেন গীতিকার লেখক অনুরূপ আইচ। ‘রাধে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমী মীর্জা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত