জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। গান ও অভিনয় একসঙ্গেই চালিয়ে যাচ্ছেন তিনি। গত বছরের জুনে ‘প্রতিবাদী গান’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন তাহসান। এরপর এক বছরেরও বেশি সময় ধরে ভক্তদের অপেক্ষা! হুট করেই ‘বিয়োগান্তক’ শিরোনামের নতুন গান নিয়ে সামনে এলেন।
গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। সাদাকালো ভিডিও আকারে প্রকাশ হয়েছে গানটি। ফেসবুকে গানের লিংক শেয়ার করে তাহসান লেখেন, ‘বিয়োগান্তক’, ‘প্রতিবাদী গান’ যাদের ভালো লেগেছিল, তাদের জন্য। রক ফ্লেভারে গানটির জন্য প্রশংসায় ভাসছেন তাহসান। মন্তব্যের ঘরে চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। কেউ লিখেছেন, ‘তাহসান ভক্তরা এখন আবারও তাদের চিরচেনা প্রিয় কণ্ঠ শুনতে পেল অবশেষে’, একজন লিখেছেন, ‘বিশুদ্ধতা আর সৃজনশীলতা ভরা তাহসান ভাই। ভাইয়ের গান গুলোর একটা লেভেল আছে ’। আরেকজন লিখেছেন, ‘ফেসবুকে হঠাৎ দেখেই চলে আসলাম গানটি শুনতে। লিরিক্সটা অসাধারণ হয়েছে।’
ঝাঁজালো শব্দের গাঁথুনি রক ফ্লেভারে গানের সুর-সংগীত সাজিয়েছেন তাহসান। ভালোবাসা-বিরহের ঝড় হজম করে অবিকল টিকে থাকার বার্তা রয়েছে গানটিতে। গানের কিছু কথা এমন- ‘হারিয়ে তোমায় খুঁজে পাই আমি/ প্রকৃত প্রেমের খামে পুরনো কাগজে লেখা চিঠি/ প্রেমের আন্দোলনে জিতে গেছি আমি/ আমার গল্প কেউ জানে না, জানবে না আগামী।’
সম্প্রতি সাদিক আহমেদ পরিচালিত ‘অ্যা ব্লেসড ম্যান’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অ্যাপেল বক্স ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত আজমেরী হক বাঁধন।
তাহসান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘যদি একদিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’।
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। গান ও অভিনয় একসঙ্গেই চালিয়ে যাচ্ছেন তিনি। গত বছরের জুনে ‘প্রতিবাদী গান’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন তাহসান। এরপর এক বছরেরও বেশি সময় ধরে ভক্তদের অপেক্ষা! হুট করেই ‘বিয়োগান্তক’ শিরোনামের নতুন গান নিয়ে সামনে এলেন।
গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। সাদাকালো ভিডিও আকারে প্রকাশ হয়েছে গানটি। ফেসবুকে গানের লিংক শেয়ার করে তাহসান লেখেন, ‘বিয়োগান্তক’, ‘প্রতিবাদী গান’ যাদের ভালো লেগেছিল, তাদের জন্য। রক ফ্লেভারে গানটির জন্য প্রশংসায় ভাসছেন তাহসান। মন্তব্যের ঘরে চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। কেউ লিখেছেন, ‘তাহসান ভক্তরা এখন আবারও তাদের চিরচেনা প্রিয় কণ্ঠ শুনতে পেল অবশেষে’, একজন লিখেছেন, ‘বিশুদ্ধতা আর সৃজনশীলতা ভরা তাহসান ভাই। ভাইয়ের গান গুলোর একটা লেভেল আছে ’। আরেকজন লিখেছেন, ‘ফেসবুকে হঠাৎ দেখেই চলে আসলাম গানটি শুনতে। লিরিক্সটা অসাধারণ হয়েছে।’
ঝাঁজালো শব্দের গাঁথুনি রক ফ্লেভারে গানের সুর-সংগীত সাজিয়েছেন তাহসান। ভালোবাসা-বিরহের ঝড় হজম করে অবিকল টিকে থাকার বার্তা রয়েছে গানটিতে। গানের কিছু কথা এমন- ‘হারিয়ে তোমায় খুঁজে পাই আমি/ প্রকৃত প্রেমের খামে পুরনো কাগজে লেখা চিঠি/ প্রেমের আন্দোলনে জিতে গেছি আমি/ আমার গল্প কেউ জানে না, জানবে না আগামী।’
সম্প্রতি সাদিক আহমেদ পরিচালিত ‘অ্যা ব্লেসড ম্যান’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অ্যাপেল বক্স ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত আজমেরী হক বাঁধন।
তাহসান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘যদি একদিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৬ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১২ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে