‘মেলোডি কিং’ হিসেবে পরিচিতি কুমার শানু। বলিউডের বহু হিট গানের গায়ক। হিন্দি ছাড়াও গান গেয়েছেন বিভিন্ন ভাষায়। কেদারনাথ ভট্টাচার্য নাম বদলে হয়েছিলেন কুমার শানু। সালটা ১৯৮৭। তারও আগে ১৯৮৫ সালে শিল্পী প্রথম প্লে-ব্যাক করেছিলেন বাংলাদেশে। এত বছর পর কুমার শানু আবারও বাংলাদেশে গান প্রকাশ করছেন।
বাংলাদেশে শিবলি সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমার গান ‘তিন কন্যা এক ছবি’ গেয়েছিলেন তিনি। গানটি গাওয়ার কথা ছিল অ্যান্ড্রু কিশোরের। বিশেষ কারণে তাঁকে পাওয়া যায়নি। তখন শিল্পী ঊষা উত্থুপ সংগীত পরিচালক আলম খানকে শানুর কথা বলেন। শানুর গাওয়া গানটি বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়।
বাংলাদেশের প্রতি তাই আলাদা ভালোবাসা কুমার শানুর। কিন্তু ব্যস্ততার কারণেই পরে আর বাংলাদেশের সিনেমায় খুব একটা গান গাইতে পারেননি। শেষ গেয়েছিলেন ২০১৬ সালে, ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’। সম্প্রতি মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার গানটি এখন মন জয় করেছে সবার। কোভিডসহ নানা কারণে ছবিটি মুক্তি পেতে দেরি হয়েছে।
বাংলাদেশের জন্য আবারও গাইলেন কুমার শানু। তবে সিনেমার গান নয়। এ বার তাঁর গাওয়া একটি গানের ভিডিও অ্যালবাম তৈরি হচ্ছে। তাতে শানু গেয়েছেন ‘চলো আরো এক বার’। গানের কথা ও সুর পল্লব গৌতমের। এম এইচ রিজভির পরিচালনায় গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা মুখার্জি ও রিজভি। কুমার শানুও থাকবেন এই গানের ভিডিওতে। সঙ্গে আছেন শিল্পী স্বয়ং। কোরিওগ্রাফির দায়িত্বে শুভাশীষ। বাংলাদেশের ভিডিও গানটির শুটিং হয়েছে ভারতের মানালিতে।
রিজভী বলেন, ‘শানু দাদা আমার প্রিয় শিল্পী। চেষ্টা করেছি দাদার গলার জাদুকে ভিডিওতে প্রকাশ করার।’ অনুপম মিউজিক থেকে ভিডিও অ্যালবামটি প্রকাশিত হবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে।
‘মেলোডি কিং’ হিসেবে পরিচিতি কুমার শানু। বলিউডের বহু হিট গানের গায়ক। হিন্দি ছাড়াও গান গেয়েছেন বিভিন্ন ভাষায়। কেদারনাথ ভট্টাচার্য নাম বদলে হয়েছিলেন কুমার শানু। সালটা ১৯৮৭। তারও আগে ১৯৮৫ সালে শিল্পী প্রথম প্লে-ব্যাক করেছিলেন বাংলাদেশে। এত বছর পর কুমার শানু আবারও বাংলাদেশে গান প্রকাশ করছেন।
বাংলাদেশে শিবলি সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমার গান ‘তিন কন্যা এক ছবি’ গেয়েছিলেন তিনি। গানটি গাওয়ার কথা ছিল অ্যান্ড্রু কিশোরের। বিশেষ কারণে তাঁকে পাওয়া যায়নি। তখন শিল্পী ঊষা উত্থুপ সংগীত পরিচালক আলম খানকে শানুর কথা বলেন। শানুর গাওয়া গানটি বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়।
বাংলাদেশের প্রতি তাই আলাদা ভালোবাসা কুমার শানুর। কিন্তু ব্যস্ততার কারণেই পরে আর বাংলাদেশের সিনেমায় খুব একটা গান গাইতে পারেননি। শেষ গেয়েছিলেন ২০১৬ সালে, ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’। সম্প্রতি মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার গানটি এখন মন জয় করেছে সবার। কোভিডসহ নানা কারণে ছবিটি মুক্তি পেতে দেরি হয়েছে।
বাংলাদেশের জন্য আবারও গাইলেন কুমার শানু। তবে সিনেমার গান নয়। এ বার তাঁর গাওয়া একটি গানের ভিডিও অ্যালবাম তৈরি হচ্ছে। তাতে শানু গেয়েছেন ‘চলো আরো এক বার’। গানের কথা ও সুর পল্লব গৌতমের। এম এইচ রিজভির পরিচালনায় গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা মুখার্জি ও রিজভি। কুমার শানুও থাকবেন এই গানের ভিডিওতে। সঙ্গে আছেন শিল্পী স্বয়ং। কোরিওগ্রাফির দায়িত্বে শুভাশীষ। বাংলাদেশের ভিডিও গানটির শুটিং হয়েছে ভারতের মানালিতে।
রিজভী বলেন, ‘শানু দাদা আমার প্রিয় শিল্পী। চেষ্টা করেছি দাদার গলার জাদুকে ভিডিওতে প্রকাশ করার।’ অনুপম মিউজিক থেকে ভিডিও অ্যালবামটি প্রকাশিত হবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
৩ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
৪ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৫ ঘণ্টা আগে