Ajker Patrika

বাংলাদেশের গানে কুমার শানু

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৪: ০৭
Thumbnail image

‘মেলোডি কিং’ হিসেবে পরিচিতি কুমার শানু। বলিউডের বহু হিট গানের গায়ক। হিন্দি ছাড়াও গান গেয়েছেন বিভিন্ন ভাষায়। কেদারনাথ ভট্টাচার্য নাম বদলে হয়েছিলেন কুমার শানু। সালটা ১৯৮৭। তারও আগে ১৯৮৫ সালে শিল্পী প্রথম প্লে-ব্যাক করেছিলেন বাংলাদেশে। এত বছর পর কুমার শানু আবারও বাংলাদেশে গান প্রকাশ করছেন।

বাংলাদেশে শিবলি সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমার গান ‘তিন কন্যা এক ছবি’ গেয়েছিলেন তিনি। গানটি গাওয়ার কথা ছিল অ্যান্ড্রু কিশোরের। বিশেষ কারণে তাঁকে পাওয়া যায়নি। তখন শিল্পী ঊষা উত্থুপ সংগীত পরিচালক আলম খানকে শানুর কথা বলেন। শানুর গাওয়া গানটি বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়।

বাংলাদেশের প্রতি তাই আলাদা ভালোবাসা কুমার শানুর। কিন্তু ব্যস্ততার কারণেই পরে আর বাংলাদেশের সিনেমায় খুব একটা গান গাইতে পারেননি। শেষ গেয়েছিলেন ২০১৬ সালে, ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’। সম্প্রতি মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার গানটি এখন মন জয় করেছে সবার। কোভিডসহ নানা কারণে ছবিটি মুক্তি পেতে দেরি হয়েছে।

বাংলাদেশের জন্য আবারও গাইলেন কুমার শানু। তবে সিনেমার গান নয়। এ বার তাঁর গাওয়া একটি গানের ভিডিও অ্যালবাম তৈরি হচ্ছে। তাতে শানু গেয়েছেন ‘চলো আরো এক বার’। গানের কথা ও সুর পল্লব গৌতমের। এম এইচ রিজভির পরিচালনায় গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা মুখার্জি ও রিজভি। কুমার শানুও থাকবেন এই গানের ভিডিওতে। সঙ্গে আছেন শিল্পী স্বয়ং। কোরিওগ্রাফির দায়িত্বে শুভাশীষ। বাংলাদেশের ভিডিও গানটির শুটিং হয়েছে ভারতের মানালিতে।

রিজভী বলেন, ‘শানু দাদা আমার প্রিয় শিল্পী। চেষ্টা করেছি দাদার গলার জাদুকে ভিডিওতে প্রকাশ করার।’ অনুপম মিউজিক থেকে ভিডিও অ্যালবামটি প্রকাশিত হবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত