বিনোদন ডেস্ক
পপ তারকা হিসেবে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা রয়েছে নিক জোনাসের। জোনাস ব্রাদার্সের অন্যতম সদস্য তিনি। ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে সম্প্রতি প্রাগে আয়োজিত এক কনসার্টে গাইছিলেন নিক। সঙ্গে ছিলেন তাঁর দুই ভাই জো জোনাস ও কেভিন জোনাস। হঠাৎ গান থামিয়ে দেন প্রিয়াংকা চোপড়ার স্বামী। দুই হাতে বিপদ সংকেত দেখিয়ে মঞ্চ থেকে দ্রুত নেমে আসেন। দৌড়ে বেরিয়ে যান কনসার্টস্থল থেকে।
এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভিডিওতে দেখা যায়, স্বাভাবিকভাবেই মঞ্চে গান গাইছিলেন নিক। হঠাৎ আশপাশে তাকিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ান। নিরাপত্তারক্ষীকে উদ্দেশ করে বিপদ সংকেত দেখিয়ে দৌড়ে মঞ্চ থেকে নেমে যান। তার পেছনে দৌড়াতে থাকেন নিরাপত্তারক্ষীও। নিক দৌড়ে বেরিয়ে গেলেও তখনও মঞ্চে ছিলেন জো ও কেভিন। দর্শক বুঝে উঠতে পারছিলেন না আসলে কী ঘটছে!
জানা গেছে, দর্শকদের মধ্য থেকে এক ব্যক্তি লেজার লাইট তাক করেছিলেন নিকের দিকে। সে আলো নিকের মুখে এসে পড়ছিল। এ ঘটনায় ভয় পেয়ে যান গায়ক। বিপদের আশঙ্কা করে দ্রুত মঞ্চ থেকে নেমে যান।
কনসার্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা সঙ্গে সঙ্গে তৎপর হন। শুরু হয় তল্লাশি অভিযান। যে দর্শক নিকের দিকে লেজার তাক করেছিলেন, তাঁকে চিহ্নিত করা হয়। তবে কোনো ক্ষতি করার উদ্দেশ্য ছিল না ওই দর্শকের। সব জানার পর তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।
নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর মঞ্চে ফেরেন নিক জোনাস। আবার গান শুরু করেন। এর পর আর কোনো সমস্যা হয়নি। নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ করতে পেরেছে জোনাস ব্রাদার্স।
পপ তারকা হিসেবে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা রয়েছে নিক জোনাসের। জোনাস ব্রাদার্সের অন্যতম সদস্য তিনি। ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে সম্প্রতি প্রাগে আয়োজিত এক কনসার্টে গাইছিলেন নিক। সঙ্গে ছিলেন তাঁর দুই ভাই জো জোনাস ও কেভিন জোনাস। হঠাৎ গান থামিয়ে দেন প্রিয়াংকা চোপড়ার স্বামী। দুই হাতে বিপদ সংকেত দেখিয়ে মঞ্চ থেকে দ্রুত নেমে আসেন। দৌড়ে বেরিয়ে যান কনসার্টস্থল থেকে।
এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভিডিওতে দেখা যায়, স্বাভাবিকভাবেই মঞ্চে গান গাইছিলেন নিক। হঠাৎ আশপাশে তাকিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ান। নিরাপত্তারক্ষীকে উদ্দেশ করে বিপদ সংকেত দেখিয়ে দৌড়ে মঞ্চ থেকে নেমে যান। তার পেছনে দৌড়াতে থাকেন নিরাপত্তারক্ষীও। নিক দৌড়ে বেরিয়ে গেলেও তখনও মঞ্চে ছিলেন জো ও কেভিন। দর্শক বুঝে উঠতে পারছিলেন না আসলে কী ঘটছে!
জানা গেছে, দর্শকদের মধ্য থেকে এক ব্যক্তি লেজার লাইট তাক করেছিলেন নিকের দিকে। সে আলো নিকের মুখে এসে পড়ছিল। এ ঘটনায় ভয় পেয়ে যান গায়ক। বিপদের আশঙ্কা করে দ্রুত মঞ্চ থেকে নেমে যান।
কনসার্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা সঙ্গে সঙ্গে তৎপর হন। শুরু হয় তল্লাশি অভিযান। যে দর্শক নিকের দিকে লেজার তাক করেছিলেন, তাঁকে চিহ্নিত করা হয়। তবে কোনো ক্ষতি করার উদ্দেশ্য ছিল না ওই দর্শকের। সব জানার পর তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।
নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর মঞ্চে ফেরেন নিক জোনাস। আবার গান শুরু করেন। এর পর আর কোনো সমস্যা হয়নি। নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ করতে পেরেছে জোনাস ব্রাদার্স।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
১০ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
১০ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
১০ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
১০ ঘণ্টা আগে