ভক্তদের জন্য আরও এক নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গতকাল বিকেল ৪টায় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো ‘স্মৃতির দরজায়’ শিরোনামের গানটি। ‘স্মৃতির দরজায়, অসময়ে কে এসে দাঁড়ায়’ এমন কথায় গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রিদওয়ান নবী পঞ্চম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ফাহমিদা নবীর সঙ্গে গানের ভিডিওতে অভিনয় করেছেন নেয়ামত, আসাদ ও স্বর্ণা।
নতুন গান নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘অনেকেই নতুন নতুন গান করার প্রস্তাব নিয়ে আসছেন। কিন্তু সব গানের কথা ও সুর তো মনে দাগ কাটে না। মনে না চাইলে গাইব কী করে! তাই গাওয়া হয় না। তবে এই গানটির কথাগুলো ভীষণ ভালো লেগেছে। সেই কথার ওপর পঞ্চম যখন সুর বসাল, খুব মনে ধরল গানটি। ভয়েস রেকর্ডিং শেষে একটি চমৎকার ভিডিও তৈরি হয়েছে। আমি নিজেও সেই মিউজিক ভিডিওর গল্পের অংশ হয়েছি। শ্রোতাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে।’
গানটি নিয়ে গীতিকার জামাল হোসেন বলেন, ‘ফাহমিদা নবী আমাদের দেশের একজন গুণী শিল্পী। এ দেশে যে কজন শিল্পী সুন্দর কথা ও সুরে গান করেন, ফাহমিদা নবী তাঁদের একজন। তাই গানটি লেখার সময় ভেবেচিন্তে সচেতনভাবে লিখতে হয়েছে। সুরকার হিসেবে পঞ্চমের সুনাম রয়েছে। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে, শ্রুতিমধুর হয়েছে।’
গত ঈদে ফাহমিদা নবী উপহার দিয়েছিলেন ‘একটু আগে মন হারাল’ শিরোনামের গান। কেতন শেখের লেখা ও সুর করা গানটির সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। জনপ্রিয় হয়েছিল গানটি। এ বছর ‘অপরাহ্ণে’ ও ‘কোনো মানে নেই’ শিরোনামের আরও দুটি গান প্রকাশ করেছেন ফাহমিদা নবী। ‘অপরাহ্ণে’ লিখেছেন রেবেকা জামান পলিন, সুর করেছেন দূর্বা চৌধুরী। ‘কোনো মানে নেই’ গানটি লিখেছেন প্রয়াত সাংবাদিক-গীতিকার ওমর ফারুক বিশাল। সুর ও সংগীত করেছেন জিয়া খান।
ভক্তদের জন্য আরও এক নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গতকাল বিকেল ৪টায় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো ‘স্মৃতির দরজায়’ শিরোনামের গানটি। ‘স্মৃতির দরজায়, অসময়ে কে এসে দাঁড়ায়’ এমন কথায় গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রিদওয়ান নবী পঞ্চম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ফাহমিদা নবীর সঙ্গে গানের ভিডিওতে অভিনয় করেছেন নেয়ামত, আসাদ ও স্বর্ণা।
নতুন গান নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘অনেকেই নতুন নতুন গান করার প্রস্তাব নিয়ে আসছেন। কিন্তু সব গানের কথা ও সুর তো মনে দাগ কাটে না। মনে না চাইলে গাইব কী করে! তাই গাওয়া হয় না। তবে এই গানটির কথাগুলো ভীষণ ভালো লেগেছে। সেই কথার ওপর পঞ্চম যখন সুর বসাল, খুব মনে ধরল গানটি। ভয়েস রেকর্ডিং শেষে একটি চমৎকার ভিডিও তৈরি হয়েছে। আমি নিজেও সেই মিউজিক ভিডিওর গল্পের অংশ হয়েছি। শ্রোতাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে।’
গানটি নিয়ে গীতিকার জামাল হোসেন বলেন, ‘ফাহমিদা নবী আমাদের দেশের একজন গুণী শিল্পী। এ দেশে যে কজন শিল্পী সুন্দর কথা ও সুরে গান করেন, ফাহমিদা নবী তাঁদের একজন। তাই গানটি লেখার সময় ভেবেচিন্তে সচেতনভাবে লিখতে হয়েছে। সুরকার হিসেবে পঞ্চমের সুনাম রয়েছে। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে, শ্রুতিমধুর হয়েছে।’
গত ঈদে ফাহমিদা নবী উপহার দিয়েছিলেন ‘একটু আগে মন হারাল’ শিরোনামের গান। কেতন শেখের লেখা ও সুর করা গানটির সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। জনপ্রিয় হয়েছিল গানটি। এ বছর ‘অপরাহ্ণে’ ও ‘কোনো মানে নেই’ শিরোনামের আরও দুটি গান প্রকাশ করেছেন ফাহমিদা নবী। ‘অপরাহ্ণে’ লিখেছেন রেবেকা জামান পলিন, সুর করেছেন দূর্বা চৌধুরী। ‘কোনো মানে নেই’ গানটি লিখেছেন প্রয়াত সাংবাদিক-গীতিকার ওমর ফারুক বিশাল। সুর ও সংগীত করেছেন জিয়া খান।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
১ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১১ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১১ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১২ ঘণ্টা আগে