Ajker Patrika

ফাহমিদা নবীর নতুন গান ‘স্মৃতির দরজায়’

ফাহমিদা নবীর নতুন গান ‘স্মৃতির দরজায়’

ভক্তদের জন্য আরও এক নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গতকাল বিকেল ৪টায় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো ‘স্মৃতির দরজায়’ শিরোনামের গানটি। ‘স্মৃতির দরজায়, অসময়ে কে এসে দাঁড়ায়’ এমন কথায় গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রিদওয়ান নবী পঞ্চম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ফাহমিদা নবীর সঙ্গে গানের ভিডিওতে অভিনয় করেছেন নেয়ামত, আসাদ ও স্বর্ণা।

নতুন গান নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘অনেকেই নতুন নতুন গান করার প্রস্তাব নিয়ে আসছেন। কিন্তু সব গানের কথা ও সুর তো মনে দাগ কাটে না। মনে না চাইলে গাইব কী করে! তাই গাওয়া হয় না। তবে এই গানটির কথাগুলো ভীষণ ভালো লেগেছে। সেই কথার ওপর পঞ্চম যখন সুর বসাল, খুব মনে ধরল গানটি। ভয়েস রেকর্ডিং শেষে একটি চমৎকার ভিডিও তৈরি হয়েছে। আমি নিজেও সেই মিউজিক ভিডিওর গল্পের অংশ হয়েছি। শ্রোতাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে।’

গানটি নিয়ে গীতিকার জামাল হোসেন বলেন, ‘ফাহমিদা নবী আমাদের দেশের একজন গুণী শিল্পী। এ দেশে যে কজন শিল্পী সুন্দর কথা ও সুরে গান করেন, ফাহমিদা নবী তাঁদের একজন। তাই গানটি লেখার সময় ভেবেচিন্তে সচেতনভাবে লিখতে হয়েছে। সুরকার হিসেবে পঞ্চমের সুনাম রয়েছে। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে, শ্রুতিমধুর হয়েছে।’

গত ঈদে ফাহমিদা নবী উপহার দিয়েছিলেন ‘একটু আগে মন হারাল’ শিরোনামের গান। কেতন শেখের লেখা ও সুর করা গানটির সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। জনপ্রিয় হয়েছিল গানটি। এ বছর ‘অপরাহ্ণে’ ও ‘কোনো মানে নেই’ শিরোনামের আরও দুটি গান প্রকাশ করেছেন ফাহমিদা নবী। ‘অপরাহ্ণে’ লিখেছেন রেবেকা জামান পলিন, সুর করেছেন দূর্বা চৌধুরী। ‘কোনো মানে নেই’ গানটি লিখেছেন প্রয়াত সাংবাদিক-গীতিকার ওমর ফারুক বিশাল। সুর ও সংগীত করেছেন জিয়া খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত