Ajker Patrika

সংসার ভাঙছে অনুপম-পিয়ার

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ৪৮
সংসার ভাঙছে অনুপম-পিয়ার

আর একসঙ্গে থাকছেন না কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। বিবাহ বিচ্ছেদ হচ্ছে তাঁদের। বৃহস্পতিবার দুপুরে টুইট করে এ ঘোষণা দিয়েছেন স্বয়ং অনুপম। তিনি জানিয়েছেন, স্বামী স্ত্রী নয় পিয়া চক্রবর্তীর সঙ্গে বন্ধু হিসাবেই তাঁরা থাকবেন।

স্ত্রী পিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল মনে রাখার মতো, জানিয়ে অনুপম বলেছেন, ব্যক্তিগত মতানৈক্য এবং চিন্তার অমিলের কারণে স্বামী-স্ত্রী হিসেবে আর একসঙ্গে থাকতে পারছেন না তাঁরা।

অনুপম রায় ও পিয়া চক্রবর্তীতবে তাঁদের বন্ধুত্ব আগের মতোই থাকবে, বলেছেন অনুপম। সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর পরিবার, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি যারা এতদিন তাঁদেরকে সহযোগিতা করে এসেছেন। প্রতিটি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সেই সমর্থন যেন ভবিষ্যতেও থাকে, এ অনুরোধ করেছেন অনুপম।

অনুপম রায় ও পিয়া চক্রবর্তীভারতের বাংলা ভাষার এই সময়ের জনপ্রিয় তরুণ গায়ক, গীতিকার এবং সুরকারদের মধ্যে অন্যতম অনুপম রায়। ২০১০ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ‘অটোগ্রাফ’ সিনেমায় ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ এর মাধ্যমে খ্যাতি পান তিনি।

২০১৫ সালের ৬ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিকা পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অনুপম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত