Ajker Patrika

আসিফের গানের মডেল শিরিন শিলা, সঙ্গে অমিত

আসিফের গানের মডেল শিরিন শিলা, সঙ্গে অমিত

২০১৮ সালে আসিফ আকবরের ‘ও কন্যা তোমারে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন চিত্রনায়িকা শিরিন শিলা। ওই গানের মডেল হিসেবেও ছিলেন আসিফ। ছয় বছর পর আবারও আসিফের গানের মডেল হলেন শিরিন শিলা। এবার নায়িকার বিপরীতে রয়েছেন মডেল অমিত হাসান।

‘আমার হবি তুই’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন বাহাউদ্দীন রিমন। সংগীত আয়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু। ভিডিও পরিচালনা করেছেন সামছুল হুদা। সম্প্রতি শেষ হয়েছে গানের শুটিং।

কিছুদিন আগেই বিয়ের পিড়িতে বসেছেন শিরিন শিলা। বিয়ের পর এই মিউজিক ভিডিওটি দিয়ে আবার শুটিংয়ে ফিরেছেন তিনি। শিরিন শিলা বলেন, ‘সদ্যই আমার বিয়ে হয়েছে। তাই কিছুটা সময় ছুটির মেজাজে কাটাতে চেয়েছিলাম। আসিফ আকবর ভাইয়ের গানের ভিডিওর মডেল হওয়ার অফার দিলে না করতে পারিনি। গানটি শুনেই আমার ভালো লেগে যায়। আমাদের আগের গানটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। আশা করি, এ গানও দর্শক পছন্দ করবে।’

মডেল অমিত বলেন, ‘কন্ঠশিল্পী আসিফ ভাইয়ের অনেক বড় ভক্ত আমি। তাঁর গানের মডেল হতে পেরে অনেক ভালো লাগা কাজ করছে। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার।’ শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে বলে জানান নির্মাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

জোটের প্রার্থীদের ইচ্ছেমতো প্রতীক চেয়ে আইন উপদেষ্টাকে বিএনপির লিখিত আবেদন

এলাকার খবর
Loading...