বিনোদন ডেস্ক
তিন বছরের মাথায় থমকে গেল দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড নিউ জিন্সের কার্যক্রম। এই অল্প সময়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল গার্লস ব্যান্ডটি। বিলবোর্ডের সেরার তালিকায় একাধিকবার জায়গা করে নিয়েছে নিউ জিন্সের বেশ কিছু গান। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্বের জেরে থমকে গেল ব্যান্ডটির যাত্রা। সম্প্রতি হংকংয়ে এক কনসার্টে অনির্দিষ্টকালের জন্য নিজেদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে নিউ জিন্স। খবর বিবিসির।
নিউ জিন্স ঘিরে যাবতীয় জটিলতার শুরু গত বছরের শুরুর দিকে। অ্যাডর নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের আওতায় ব্যান্ডটি পরিচালিত হতো। গত বছরের আগস্টে নিউ জিন্সের মেন্টর মিন হি-জিনকে বরখাস্ত করে অ্যাডর। এর ফলে ব্যান্ড সদস্যদের সঙ্গে অ্যাডর কর্তৃপক্ষের মনোমালিন্য শুরু হয়। মিনের পুনর্বহালের দাবিতে আলটিমেটাম দেন ব্যান্ড সদস্যরা। দাবি না মানায় কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আনতে থাকেন নিউ জিন্সের সদস্যরা।
তাঁদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে নিউ জিন্সের সদস্যদের ক্যারিয়ার হুমকির মুখে ফেলা হচ্ছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার বিরুদ্ধে কর্মক্ষেত্রে হেনস্তার অভিযোগ আনেন ব্যান্ডটির ভোকাল হান্নি। সব মিলিয়ে ক্রমেই নিউ জিন্সের সদস্যদের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের দূরত্ব বাড়তে থাকে।
চূড়ান্ত সিদ্ধান্ত আসে গত নভেম্বরে। নিউ জিন্সের সদস্যরা এক সংবাদ সম্মেলন করে অ্যাডর থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। বদলে দেন ব্যান্ডের নাম। ‘এনজেজি’ নামে স্বাধীনভাবে নিউ জিন্সের নতুন যাত্রা শুরু হয়। এ নামেই নিজেদের কার্যক্রম চালিয়ে থাকে ব্যান্ডটি। কিন্তু বাদ সাধে অ্যাডর, বিষয়টি গড়ায় আদালতে।
গত জানুয়ারিতে সিউল আদালত যে রায় দেন, সেটা নিউ জিন্সের বিপক্ষে যায়। নতুন নাম দিয়ে ব্যান্ডের কার্যক্রম চালিয়ে যেতে নিষেধাজ্ঞা আসে আদালতের রায়ে। জানানো হয়, কোনো ধরনের প্রমাণিত কারণ ছাড়া চুক্তি ভঙ্গ করে অ্যাডর থেকে বেরিয়ে এলে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। এ রায়ের পর অনেক দিন চুপচাপ ছিলেন ব্যান্ডটির সদস্যরা। গত রোববার হংকংয়ে কনসার্ট ছিল তাঁদের, সেই কনসার্টেই ব্যান্ড স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
হংকংয়ের বৃহত্তম লাইভ মিউজিক ভেন্যু এশিয়া ওয়ার্ল্ড এক্সপো এরেনায় আয়োজিত এই কনসার্টে হাজির ছিলেন ১১ হাজারের বেশি দর্শক। কনসার্ট শেষে ব্যান্ডটির পাঁচ সদস্য মিনজি, হান্নি, ড্যানিয়েল, হেইরিন ও হেইন দর্শকদের উদ্দেশে একটি চিঠি পড়ে শোনান। তাতে লেখা ছিল, ‘দুঃখজনক হলেও সত্য, এটা হয়তো কিছুদিনের জন্য আমাদের শেষ পারফরম্যান্স। আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আপাতত আমাদের সমস্ত কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, যাতে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারি।’
তিন বছরের মাথায় থমকে গেল দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড নিউ জিন্সের কার্যক্রম। এই অল্প সময়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল গার্লস ব্যান্ডটি। বিলবোর্ডের সেরার তালিকায় একাধিকবার জায়গা করে নিয়েছে নিউ জিন্সের বেশ কিছু গান। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্বের জেরে থমকে গেল ব্যান্ডটির যাত্রা। সম্প্রতি হংকংয়ে এক কনসার্টে অনির্দিষ্টকালের জন্য নিজেদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে নিউ জিন্স। খবর বিবিসির।
নিউ জিন্স ঘিরে যাবতীয় জটিলতার শুরু গত বছরের শুরুর দিকে। অ্যাডর নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের আওতায় ব্যান্ডটি পরিচালিত হতো। গত বছরের আগস্টে নিউ জিন্সের মেন্টর মিন হি-জিনকে বরখাস্ত করে অ্যাডর। এর ফলে ব্যান্ড সদস্যদের সঙ্গে অ্যাডর কর্তৃপক্ষের মনোমালিন্য শুরু হয়। মিনের পুনর্বহালের দাবিতে আলটিমেটাম দেন ব্যান্ড সদস্যরা। দাবি না মানায় কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আনতে থাকেন নিউ জিন্সের সদস্যরা।
তাঁদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে নিউ জিন্সের সদস্যদের ক্যারিয়ার হুমকির মুখে ফেলা হচ্ছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার বিরুদ্ধে কর্মক্ষেত্রে হেনস্তার অভিযোগ আনেন ব্যান্ডটির ভোকাল হান্নি। সব মিলিয়ে ক্রমেই নিউ জিন্সের সদস্যদের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের দূরত্ব বাড়তে থাকে।
চূড়ান্ত সিদ্ধান্ত আসে গত নভেম্বরে। নিউ জিন্সের সদস্যরা এক সংবাদ সম্মেলন করে অ্যাডর থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। বদলে দেন ব্যান্ডের নাম। ‘এনজেজি’ নামে স্বাধীনভাবে নিউ জিন্সের নতুন যাত্রা শুরু হয়। এ নামেই নিজেদের কার্যক্রম চালিয়ে থাকে ব্যান্ডটি। কিন্তু বাদ সাধে অ্যাডর, বিষয়টি গড়ায় আদালতে।
গত জানুয়ারিতে সিউল আদালত যে রায় দেন, সেটা নিউ জিন্সের বিপক্ষে যায়। নতুন নাম দিয়ে ব্যান্ডের কার্যক্রম চালিয়ে যেতে নিষেধাজ্ঞা আসে আদালতের রায়ে। জানানো হয়, কোনো ধরনের প্রমাণিত কারণ ছাড়া চুক্তি ভঙ্গ করে অ্যাডর থেকে বেরিয়ে এলে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। এ রায়ের পর অনেক দিন চুপচাপ ছিলেন ব্যান্ডটির সদস্যরা। গত রোববার হংকংয়ে কনসার্ট ছিল তাঁদের, সেই কনসার্টেই ব্যান্ড স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
হংকংয়ের বৃহত্তম লাইভ মিউজিক ভেন্যু এশিয়া ওয়ার্ল্ড এক্সপো এরেনায় আয়োজিত এই কনসার্টে হাজির ছিলেন ১১ হাজারের বেশি দর্শক। কনসার্ট শেষে ব্যান্ডটির পাঁচ সদস্য মিনজি, হান্নি, ড্যানিয়েল, হেইরিন ও হেইন দর্শকদের উদ্দেশে একটি চিঠি পড়ে শোনান। তাতে লেখা ছিল, ‘দুঃখজনক হলেও সত্য, এটা হয়তো কিছুদিনের জন্য আমাদের শেষ পারফরম্যান্স। আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আপাতত আমাদের সমস্ত কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, যাতে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারি।’
কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
১২ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
১৩ ঘণ্টা আগেজীবনের ঝুঁকি নিয়ে রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দেন স্টান্টম্যানরা। বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবীমা। তাঁদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।
১৬ ঘণ্টা আগেজয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।
১৭ ঘণ্টা আগে