Ajker Patrika

জর্জিয়ার তিন নারীতে মুগ্ধ বাঙালিরাও

আপডেট : ০৩ মে ২০২১, ১০: ৫০
জর্জিয়ার তিন নারীতে মুগ্ধ বাঙালিরাও

ঢাকা: জর্জিয়ার তিন নারীর ব্যান্ড ‘ট্রিও ম্যানডিলি’। জর্জিয়ার ভাষায় এই নামের অর্থ দাঁড়ায় ‘মাথায় স্কার্ফ পরা তিন সদস্য’। তাতুলি এমগেলাডজে, তাকো সিকারি ও মারিয়াম কুরাসবেদানি—ব্যান্ড দলটির তিন সদস্য জর্জিয়ার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘পান্ডুরি’ বাজিয়ে গান করেন। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গিয়ে তারা গানের ভিডিও তৈরি করেন।

‘সংগীতের কোনো দেশ-জাতি-সীমানা এমনকি ভাষাও নেই।’ আর সেটাই যেন আরও একবার প্রমাণ করল জর্জিয়ান এই ব্যান্ড দল। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে বেশ কয়েক মাস ধরেই এই ব্যান্ডের একাধিক গান বাঙালি শ্রোতা-দর্শকদেরও মুগ্ধ করে চলেছে। সম্প্রতি বহু বাঙালি শ্রোতা–দর্শককে দেখা গেছে দলটির বিভিন্ন পারফর্ম্যান্স আগ্রহের সঙ্গে শেয়ার করতে। আর এই মুগ্ধতার কারণ শুধু ব্যান্ডটির গান নয়, গানের পাশাপাশি তাদের অভিনব পারফর্ম্যান্সও বড় একটা কারণ।

ছবি: ইনস্টাগ্রামপ্রথম গান দিয়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল ব্যান্ডটি। দলটি একদিন একটি গ্রামের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে ‘আপারেকা’ গানটি গাইতে থাকে। তাদের তিন বন্ধুর একজন ক্যামেরা সেলফি মোডে দিয়ে ভিডিও করে এবং আপলোড দেয়। সেখান থেকেই তাদের রূপকথার গল্পের মতো যাত্রা শুরু।

শুধু ইউটিউব চ্যানেলেই এই ভিডিওর দর্শকসংখ্যা বর্তমানে ৭ মিলিয়নেরও বেশি। অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভিউ তো আছেই। ‘ট্রিও ম্যানডিলি’র সবচেয়ে বেশিবার দেখা গান ‘আই দুনিয়া’। গানটি এখন পর্যন্ত ১৪ মিলিয়ন ভিউ পেয়েছে, সংখ্যাটি বাড়ছেই।

২০১৫ সালে ‘ট্রিও ম্যানডিলি’ তাদের প্রথম অ্যালবাম ‘উইথ লাভ’ প্রকাশ করে। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘এনগুরো’ প্রকাশ পায় ২০১৭ সালে। ব্যান্ডটির সর্বশেষ প্রকাশ করা ‘কাকুড়ি’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ছবি: ইনস্টাগ্রাম‘ট্রিও ম্যানডিলি’ ব্যান্ডের সদস্যরা ঘুরে বেড়ান বিশ্বের নানা প্রান্তে। অংশগ্রহণ করেন বিভিন্ন ফোক ফেস্টিভ্যালে। সলো কনসার্টও করেন। এই শিল্পীরা ইতিমধ্যে গান করে এসেছেন বেলজিয়াম, পোল্যান্ড, ইউক্রেন, বুলগেরিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও রাশিয়ায়। ব্যান্ডটি ফোক ধারার গান করে থাকে।

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে জর্জিয়ার এই ব্যান্ড বাপ্পি লাহিড়ির জনপ্রিয় গান ‘গোরো কি না কালো কি’তে পারফর্ম করে। ১৯৮২ সালের হিট ছবি ‘ডিস্কো ড্যান্সার’-এর এই গান তারা নিজেদের চ্যানেলেও পোস্ট করে। গানটি কোটি দর্শকের মন জয় করে নেয়। এই গানের বদৌলতে ভারতেও বেশ প্রশংসা কুড়ায় দলটি।

শুনুন ‘ট্রিও ম্যানডিলি’র গান:

সূত্র: দ্য সিয়াসাত ডেইলি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত