Ajker Patrika

কলকাতায় অণিমার সংগীত সন্ধ্যা ও নতুন গান প্রকাশ

কলকাতায় অণিমার সংগীত সন্ধ্যা ও নতুন গান প্রকাশ

দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের বিশেষ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো কলকাতায়। কলকাতার লেক ক্লাবে গত ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তির রাতে কলকাতার লেক ক্লাব ও প্রাইম এন্টারটেইনমেন্টের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূলশিল্পী হিসেবে সংগীত পরিবেশনা করেন সংগীতশিল্পী অণিমা রায়। 

অনুষ্ঠানে অণিমা রায়ের পরিবেশনায় ছিল চোখের আলোয় দেখেছিলেম, দাঁড়িয়ে আছ তুমি আমার, চোক্ষে আমার তৃষ্ণা, তুমি রবে নীরবে, মাঝে মাঝে তব দেখা পাই’সহ পঞ্চ গীতিকবির একাধিক গান। 

কলকাতায় এই বিশেষ সংগীতানুষ্ঠান প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘পাশের দেশ, রবীন্দ্রনাথের দেশ আর সবচেয়ে বড় কথা দুই-বাংলার ভাষা সংস্কৃতি একেবারেই এক। এর আগে এখানকার তারা মিউজিক চ্যানেলসহ একাধিক চ্যানেলে পারফর্ম করা হয়েছে। কিন্তু করোনাসহ নানান কারণেই কলকাতার দর্শকদের খুব মিস করেছি দীর্ঘদিন। অবশেষে আয়োজকেরা যখন এই অনুষ্ঠানের প্রস্তাব দেয়, তখনই রাজি হয়। আয়োজক ও কলকাতার সকল দর্শক শ্রোতাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা।’ 

অনুষ্ঠানের আয়োজনে ছিলেন তন্ময় কর ও সুরঞ্জনা বিড়লা। অনুষ্ঠান প্রসঙ্গে কলকাতার বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরঞ্জনা বিড়লা বলেন, ‘অণিমার গানের ভক্ত কলকাতায় অনেক। কিন্তু সরাসরি অনুষ্ঠানের কোনো আয়োজন হয়নি বলে তা বোঝা যেত না। লেক ক্লাবে প্রাইমের আয়োজনে এই অনুষ্ঠানটিতে একাধিক দর্শক অণিমার গান শুনে মুগ্ধতা প্রকাশ করলেন। আমরা নিয়মিত একাধিক অনুষ্ঠানে অণিমার গান নিয়ে কিছু পরিকল্পনা করছি।’ 

অনুষ্ঠানের অণিমার গান পরিবেশনার পরে সারেগামাপা’র প্রতিযোগী শিল্পী আরিফিন রানা পারফর্ম করেন। 

এদিকে পয়লা বৈশাখ ও ঈদ উপলক্ষে অণিমা তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি গান প্রকাশ করেন। গানটি রবীন্দ্রনাথের বিখ্যাত একটি গান ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’। গানটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘গত কয়েক বছর ধরে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করেই নতুন গান প্রকাশ করছি। সেই ধারাবাহিকতায় এবারেও এমন নিবেদন রইল। আশা করি গানটি সকলের ভালো লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত