Ajker Patrika

তিন গ্র‍্যামি জেতার পর ‘মঞ্চ’ থেকে আটক মার্কিন র‍্যাপার কিলার মাইক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৪৫
তিন গ্র‍্যামি জেতার পর ‘মঞ্চ’ থেকে আটক মার্কিন র‍্যাপার কিলার মাইক

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার এবং অ্যাকটিভিস্ট কিলার মাইককে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে আটক করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। হলিউড রিপোর্টারের জানিয়েছেন, এবারের গ্র‍্যামিতে ৩টি পুরস্কার জয়ী কিলার মাইককে হাতকড়া পরা অবস্থায় পুলিশের সঙ্গে যেতে দেখা গেছে।

র‍্যাপারকে ভিআইপি গেটের কাছে একটি নিরাপত্তা কক্ষে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে হলিউড রিপোর্টার। তবে আয়োজকদের একটি সূত্র জানিয়েছে, ‘এটি বড় কিছুই নয়, তাঁকে খুব শিগগিরই ছেড়ে দেওয়া হবে।’

এদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের একজন মুখপাত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ক্রিপ্টো ডটকম এরিনার ভেতর একটি বিশৃঙ্খলার পর কিলার মাইককে আটক করা হয়েছে।

রেকর্ডিং অ্যাকাডেমির সিইও হার্ভে মেসন জুনিয়রকেও মঞ্চের পেছনে যাওয়ার আগে প্রায় ১০ থেকে ২০ মিনিট নিরাপত্তারক্ষী এবং র‍্যাপার দলের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

উল্লেখ্য, কিলার মাইকের আসল নাম মাইকেল সান্তিয়াগো রেন্ডার। তিনি এবারের গ্র্যামিতে বেস্ট র‍্যাপ সং, বেস্ট র‍্যাপ পারফরমেন্স এবং বেস্ট র‍্যাপ অ্যালবামের জন্য মোট তিনটি গ্র্যামি জিতেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত