Ajker Patrika

আজ ঢাকা মাতাবেন অনুপম, অর্ণব তালপাতার সেপাই ও মেঘদল

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১০: ০০
আজ ঢাকা মাতাবেন অনুপম, অর্ণব তালপাতার সেপাই ও মেঘদল

আজ ঢাকার শ্রোতাদের গান শোনাবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও ব্যান্ড তালপাতার সেপাই। সঙ্গে থাকবেন বাংলাদেশের অর্ণব, ব্যান্ড মেঘদল ও হাতিরপুল সেশনস।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। কনসার্টে অংশ নিতে গতকাল দুপুরেই ঢাকায় পৌঁছেছেন অনুপম ও তালপাতার সেপাই। বছরের শুরুতে বাংলাদেশে এসেছিলেন অনুপম। সেবার নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেছিলেন তিনি। এ দেশে গান পরিবেশন নিয়ে অনুপম বলেন, ‘এর আগেও অনেকবার এসেছি বাংলাদেশে। এখানকার মানুষ আমায় টানে। এখানে গান করে আমি আনন্দ পাই। তাই ঢাকা থেকে ডাক পেলে মিস করতে চাই না।’

তালপাতার সেপাই ব্যান্ডের সুমন ঘোষ (বাঁমে) ও প্রীতম দাসঅন্যদিকে গত মাসেই ঢাকার শ্রোতাদের সামনে গেয়েছে পশ্চিমবঙ্গের ব্যান্ড তালপাতার সেপাই। ব্যান্ডটির ‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘চাঁদের শহরে’, ‘আমি শুধু খুঁজেছি আমায়’ গানগুলোর সুরে মুখরিত ছিল পুরো আলোকি কনভেনশন সেন্টার। এবারের কনসার্ট নিয়েও দারুণ আশাবাদী ব্যান্ডটি। তালপাতার সেপাইয়ের ভোকাল প্রিতম দাস বলেন, ‘গতবারের কনসার্টে দর্শকের কাছ থেকে অনেক রেসপন্স পেয়েছিলাম। এবারও আশা করছি পাব। চেষ্টা করব পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করার।’

গতকাল এই কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, বিকেল ৫টায় মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হওয়ার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত