বিনোদন প্রতিবেদক, ঢাকা
তরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন। পরবর্তী সময়ে নকঅফ রাউন্ডের মাধ্যমে সেরা ৪০ প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা নতুন রক ব্যান্ড গঠনের সুযোগ পাবেন। থ্রিএস টেকনোলজিসের সহযোগিতায় দ্য কেইজ প্রযোজনা করছে সিনটিলা।
গত বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই রিয়েলিটি শোর বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান শিল্পীরা একটি মঞ্চ পাবেন, যেখানে তাঁদের দক্ষতা ও প্রতিভা প্রদর্শনের সুযোগ থাকবে। তরুণদের সৃজনশীলতা বৃদ্ধিও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
দ্য কেইজের বিচারকের দায়িত্ব পালন করবেন অ্যাভয়েড রাফার রায়েফ আল-হাসান রাফা, ওয়ারফেজের পলাশ নূর, আর্বোভাইরাসের আসিফ আজগর রঞ্জন ও সংগীতশিল্পী তাসফি। অতিথি বিচারক ও মেন্টর হিসেবে মেকানিক্স ব্যান্ডের আফতাবুজ্জামান ত্রিদিব, বে অব বেঙ্গলের বখতিয়ার হোসাইন, আর্টসেলের সাইফ আল নাজী সেজানসহ আরও অনেকেই বিভিন্ন পর্যায়ে অংশ নেবেন বলে জানা গেছে। এ ছাড়া তাহসান রহমান খান, এলিটা করিম, মিলা ইসলামসহ অনেকেই অনুষ্ঠানে এসে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করবেন।
দ্য কেইজ উপস্থাপনা করবেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন এবং ব্যাকস্টেজ উপস্থাপক হিসেবে থাকবেন পাওয়ারসার্জ ব্যান্ডের জামশেদ চৌধুরী। পুরো আয়োজনের তত্ত্বাবধানে থাকবেন ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু, মাইলসের মানাম আহমেদ এবং ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপুর মতো অভিজ্ঞ শিল্পীরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ব্যান্ড পাবে এমডব্লিউ ম্যাগাজিন কাভারে ফিচার হওয়ার সুযোগ, গান রেকর্ড ও কনসার্ট করার সুযোগ।
তরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন। পরবর্তী সময়ে নকঅফ রাউন্ডের মাধ্যমে সেরা ৪০ প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা নতুন রক ব্যান্ড গঠনের সুযোগ পাবেন। থ্রিএস টেকনোলজিসের সহযোগিতায় দ্য কেইজ প্রযোজনা করছে সিনটিলা।
গত বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই রিয়েলিটি শোর বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান শিল্পীরা একটি মঞ্চ পাবেন, যেখানে তাঁদের দক্ষতা ও প্রতিভা প্রদর্শনের সুযোগ থাকবে। তরুণদের সৃজনশীলতা বৃদ্ধিও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
দ্য কেইজের বিচারকের দায়িত্ব পালন করবেন অ্যাভয়েড রাফার রায়েফ আল-হাসান রাফা, ওয়ারফেজের পলাশ নূর, আর্বোভাইরাসের আসিফ আজগর রঞ্জন ও সংগীতশিল্পী তাসফি। অতিথি বিচারক ও মেন্টর হিসেবে মেকানিক্স ব্যান্ডের আফতাবুজ্জামান ত্রিদিব, বে অব বেঙ্গলের বখতিয়ার হোসাইন, আর্টসেলের সাইফ আল নাজী সেজানসহ আরও অনেকেই বিভিন্ন পর্যায়ে অংশ নেবেন বলে জানা গেছে। এ ছাড়া তাহসান রহমান খান, এলিটা করিম, মিলা ইসলামসহ অনেকেই অনুষ্ঠানে এসে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করবেন।
দ্য কেইজ উপস্থাপনা করবেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন এবং ব্যাকস্টেজ উপস্থাপক হিসেবে থাকবেন পাওয়ারসার্জ ব্যান্ডের জামশেদ চৌধুরী। পুরো আয়োজনের তত্ত্বাবধানে থাকবেন ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু, মাইলসের মানাম আহমেদ এবং ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপুর মতো অভিজ্ঞ শিল্পীরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ব্যান্ড পাবে এমডব্লিউ ম্যাগাজিন কাভারে ফিচার হওয়ার সুযোগ, গান রেকর্ড ও কনসার্ট করার সুযোগ।
জাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
১ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
২ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৫ ঘণ্টা আগেকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার নিয়ে আসছে টুগেদার উই ক্যান। নাম দেওয়া হয়েছে ‘আগুনি’। অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা। প্রযোজনাটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়...
৫ ঘণ্টা আগে