Ajker Patrika

নতুন ব্যান্ডের খোঁজে ‘দ্য কেইজ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
‘দ্য কেইজ’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক ও বিচারকেরা। ছবি: সংগৃহীত

তরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন। পরবর্তী সময়ে নকঅফ রাউন্ডের মাধ্যমে সেরা ৪০ প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা নতুন রক ব্যান্ড গঠনের সুযোগ পাবেন। থ্রিএস টেকনোলজিসের সহযোগিতায় দ্য কেইজ প্রযোজনা করছে সিনটিলা।

গত বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই রিয়েলিটি শোর বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান শিল্পীরা একটি মঞ্চ পাবেন, যেখানে তাঁদের দক্ষতা ও প্রতিভা প্রদর্শনের সুযোগ থাকবে। তরুণদের সৃজনশীলতা বৃদ্ধিও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

দ্য কেইজের বিচারকের দায়িত্ব পালন করবেন অ্যাভয়েড রাফার রায়েফ আল-হাসান রাফা, ওয়ারফেজের পলাশ নূর, আর্বোভাইরাসের আসিফ আজগর রঞ্জন ও সংগীতশিল্পী তাসফি। অতিথি বিচারক ও মেন্টর হিসেবে মেকানিক্‌স ব্যান্ডের আফতাবুজ্জামান ত্রিদিব, বে অব বেঙ্গলের বখতিয়ার হোসাইন, আর্টসেলের সাইফ আল নাজী সেজানসহ আরও অনেকেই বিভিন্ন পর্যায়ে অংশ নেবেন বলে জানা গেছে। এ ছাড়া তাহসান রহমান খান, এলিটা করিম, মিলা ইসলামসহ অনেকেই অনুষ্ঠানে এসে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করবেন।

দ্য কেইজ উপস্থাপনা করবেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন এবং ব্যাকস্টেজ উপস্থাপক হিসেবে থাকবেন পাওয়ারসার্জ ব্যান্ডের জামশেদ চৌধুরী। পুরো আয়োজনের তত্ত্বাবধানে থাকবেন ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু, মাইলসের মানাম আহমেদ এবং ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপুর মতো অভিজ্ঞ শিল্পীরা।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ব্যান্ড পাবে এমডব্লিউ ম্যাগাজিন কাভারে ফিচার হওয়ার সুযোগ, গান রেকর্ড ও কনসার্ট করার সুযোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত