বিনোদন প্রতিবেদক, ঢাকা
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। শুধু গায়ক হিসেবে নয়, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন ইমরান। এক দশক আগে জনি, জিতু, মিঠু, কাইয়ূমসহ একটি ব্যান্ড গঠন করেছিলেন ইমরান। নাম ‘আই কিংস’। সেই থেকে নিজের ব্যান্ড নিয়েই স্টেজে ওঠেন ইমরান। বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছেন তাঁরা। আই কিংস প্রথম স্টেজ শো করেছিল মালয়েশিয়ায়। এরপর বাংলাদেশের পাশাপাশি জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ডসহ অনেক দেশেই অনুষ্ঠান করেছে দলটি।
চলতি বছরের শুরুতে পরিবর্তন এসেছে দলে। লিড গিটারিস্ট জিত যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তাই তাঁর স্থলাভিষিক্ত হলেন শাহরিয়ার সাঈদ শুভ্র। নতুন সেটআপে আই কিংস প্রস্তুতি নিচ্ছে স্টেজ শোয়ের জন্য। দেশের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তারা তৈরি হচ্ছে বিদেশ সফরের উদ্দেশে।
রমজান মাসের আগে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু অনুষ্ঠানে গাইবে আই কিংস। রমজান মাসে বিরতি দিয়ে আগামী ৩১ মার্চ কাতারে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাইবে দলটি। এরপর ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শোতে অংশ নেবে। কথা চলছে ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে। পাকা কথা হলেই সেখানকার অনুষ্ঠানের জন্যও প্রস্তুতি সারবে আই কিংস।
আই কিংসের ভোকাল ইমরান বলেন, ‘জিতু ভাই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় কিছুটা শূন্যতা তৈরি হয়েছিল। এ বছর তাঁর স্থলাভিষিক্ত হলেন শুভ্র। আই কিংস আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। আগামী ঈদ থেকে আই কিংস দেশের বাইরে পারফর্ম শুরু করবে।’
ড্রামার মিঠু বলেন, ‘আই কিংস একটা আবেগের নাম, ভালোবাসার নাম। আমাদের জীবনজুড়ে আই কিংস। দেশে-বিদেশে দর্শক-শ্রোতাদের যে ভালোবাসা আমরা পেয়েছি; আশা করছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
আই কিংসের বর্তমান লাইনআপ
বেজ গিটার: জাহাঙ্গীর আলম জনি
কি-বোর্ড: মো. কাইয়ূম খান
ভোকাল: মো. মাহমুদুল হক ইমরান
ড্রামার: সজল কুমার সাহা মিঠু
লিড গিটার: মো. শাহরিয়ার সাঈদ শুভ্র
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। শুধু গায়ক হিসেবে নয়, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন ইমরান। এক দশক আগে জনি, জিতু, মিঠু, কাইয়ূমসহ একটি ব্যান্ড গঠন করেছিলেন ইমরান। নাম ‘আই কিংস’। সেই থেকে নিজের ব্যান্ড নিয়েই স্টেজে ওঠেন ইমরান। বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছেন তাঁরা। আই কিংস প্রথম স্টেজ শো করেছিল মালয়েশিয়ায়। এরপর বাংলাদেশের পাশাপাশি জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ডসহ অনেক দেশেই অনুষ্ঠান করেছে দলটি।
চলতি বছরের শুরুতে পরিবর্তন এসেছে দলে। লিড গিটারিস্ট জিত যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তাই তাঁর স্থলাভিষিক্ত হলেন শাহরিয়ার সাঈদ শুভ্র। নতুন সেটআপে আই কিংস প্রস্তুতি নিচ্ছে স্টেজ শোয়ের জন্য। দেশের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তারা তৈরি হচ্ছে বিদেশ সফরের উদ্দেশে।
রমজান মাসের আগে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু অনুষ্ঠানে গাইবে আই কিংস। রমজান মাসে বিরতি দিয়ে আগামী ৩১ মার্চ কাতারে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাইবে দলটি। এরপর ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শোতে অংশ নেবে। কথা চলছে ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে। পাকা কথা হলেই সেখানকার অনুষ্ঠানের জন্যও প্রস্তুতি সারবে আই কিংস।
আই কিংসের ভোকাল ইমরান বলেন, ‘জিতু ভাই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় কিছুটা শূন্যতা তৈরি হয়েছিল। এ বছর তাঁর স্থলাভিষিক্ত হলেন শুভ্র। আই কিংস আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। আগামী ঈদ থেকে আই কিংস দেশের বাইরে পারফর্ম শুরু করবে।’
ড্রামার মিঠু বলেন, ‘আই কিংস একটা আবেগের নাম, ভালোবাসার নাম। আমাদের জীবনজুড়ে আই কিংস। দেশে-বিদেশে দর্শক-শ্রোতাদের যে ভালোবাসা আমরা পেয়েছি; আশা করছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
আই কিংসের বর্তমান লাইনআপ
বেজ গিটার: জাহাঙ্গীর আলম জনি
কি-বোর্ড: মো. কাইয়ূম খান
ভোকাল: মো. মাহমুদুল হক ইমরান
ড্রামার: সজল কুমার সাহা মিঠু
লিড গিটার: মো. শাহরিয়ার সাঈদ শুভ্র
২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছিল ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে; বিশাল মঞ্চ তৈরি করে। ১৬ বছর পর আবারও প্রচারে আসছে সেই পর্ব।
৯ ঘণ্টা আগেপাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই।
৯ ঘণ্টা আগেচলতি বছরের মে মাসে প্রকাশিত হয়েছিল কলি সরকারের গাওয়া ‘রূপনগরের রানী’ গানটি। এবার তৈরি হলো গানের ভিডিও। মডেল হয়েছেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গানের নামভূমিকায় দেখা যাবে তাঁকে।
১০ ঘণ্টা আগেববিতার বিয়ের দিন সে এক কাণ্ড ঘটেছিল! বিয়ের দিন সকালে কাউকে না জানিয়ে চলে গিয়েছিলেন রাজ্জাকের বাসায়। সেই গল্প শোনা যাক ববিতার মুখেই, ‘তখন আমার বাবা মৃত্যুশয্যায়। তিনি বলেছিলেন, মা, আমি বেঁচে থাকতে তোমার বিয়েটা দেখে যেতে চাই...
১০ ঘণ্টা আগে