Ajker Patrika

বিদেশ সফরের জন্য প্রস্তুত আই কিংস

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। শুধু গায়ক হিসেবে নয়, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন ইমরান। এক দশক আগে জনি, জিতু, মিঠু, কাইয়ূমসহ একটি ব্যান্ড গঠন করেছিলেন ইমরান। নাম ‘আই কিংস’। সেই থেকে নিজের ব্যান্ড নিয়েই স্টেজে ওঠেন ইমরান। বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছেন তাঁরা। আই কিংস প্রথম স্টেজ শো করেছিল মালয়েশিয়ায়। এরপর বাংলাদেশের পাশাপাশি জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ডসহ অনেক দেশেই অনুষ্ঠান করেছে দলটি।

চলতি বছরের শুরুতে পরিবর্তন এসেছে দলে। লিড গিটারিস্ট জিত যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তাই তাঁর স্থলাভিষিক্ত হলেন শাহরিয়ার সাঈদ শুভ্র। নতুন সেটআপে আই কিংস প্রস্তুতি নিচ্ছে স্টেজ শোয়ের জন্য। দেশের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তারা তৈরি হচ্ছে বিদেশ সফরের উদ্দেশে।

রমজান মাসের আগে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু অনুষ্ঠানে গাইবে আই কিংস। রমজান মাসে বিরতি দিয়ে আগামী ৩১ মার্চ কাতারে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাইবে দলটি। এরপর ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শোতে অংশ নেবে। কথা চলছে ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে। পাকা কথা হলেই সেখানকার অনুষ্ঠানের জন্যও প্রস্তুতি সারবে আই কিংস।

আই কিংসের ভোকাল ইমরান বলেন, ‘জিতু ভাই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় কিছুটা শূন্যতা তৈরি হয়েছিল। এ বছর তাঁর স্থলাভিষিক্ত হলেন শুভ্র। আই কিংস আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। আগামী ঈদ থেকে আই কিংস দেশের বাইরে পারফর্ম শুরু করবে।’

ড্রামার মিঠু বলেন, ‘আই কিংস একটা আবেগের নাম, ভালোবাসার নাম। আমাদের জীবনজুড়ে আই কিংস। দেশে-বিদেশে দর্শক-শ্রোতাদের যে ভালোবাসা আমরা পেয়েছি; আশা করছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

আই কিংসের বর্তমান লাইনআপ

বেজ গিটার: জাহাঙ্গীর আলম জনি

কি-বোর্ড: মো. কাইয়ূম খান

ভোকাল: মো. মাহমুদুল হক ইমরান

ড্রামার: সজল কুমার সাহা মিঠু

লিড গিটার: মো. শাহরিয়ার সাঈদ শুভ্র

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতের দুঃসংবাদ

‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’ বলা সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

শাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিরোজপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত