বিনোদন প্রতিবেদক, ঢাকা
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। শুধু গায়ক হিসেবে নয়, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন ইমরান। এক দশক আগে জনি, জিতু, মিঠু, কাইয়ূমসহ একটি ব্যান্ড গঠন করেছিলেন ইমরান। নাম ‘আই কিংস’। সেই থেকে নিজের ব্যান্ড নিয়েই স্টেজে ওঠেন ইমরান। বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছেন তাঁরা। আই কিংস প্রথম স্টেজ শো করেছিল মালয়েশিয়ায়। এরপর বাংলাদেশের পাশাপাশি জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ডসহ অনেক দেশেই অনুষ্ঠান করেছে দলটি।
চলতি বছরের শুরুতে পরিবর্তন এসেছে দলে। লিড গিটারিস্ট জিত যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তাই তাঁর স্থলাভিষিক্ত হলেন শাহরিয়ার সাঈদ শুভ্র। নতুন সেটআপে আই কিংস প্রস্তুতি নিচ্ছে স্টেজ শোয়ের জন্য। দেশের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তারা তৈরি হচ্ছে বিদেশ সফরের উদ্দেশে।
রমজান মাসের আগে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু অনুষ্ঠানে গাইবে আই কিংস। রমজান মাসে বিরতি দিয়ে আগামী ৩১ মার্চ কাতারে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাইবে দলটি। এরপর ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শোতে অংশ নেবে। কথা চলছে ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে। পাকা কথা হলেই সেখানকার অনুষ্ঠানের জন্যও প্রস্তুতি সারবে আই কিংস।
আই কিংসের ভোকাল ইমরান বলেন, ‘জিতু ভাই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় কিছুটা শূন্যতা তৈরি হয়েছিল। এ বছর তাঁর স্থলাভিষিক্ত হলেন শুভ্র। আই কিংস আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। আগামী ঈদ থেকে আই কিংস দেশের বাইরে পারফর্ম শুরু করবে।’
ড্রামার মিঠু বলেন, ‘আই কিংস একটা আবেগের নাম, ভালোবাসার নাম। আমাদের জীবনজুড়ে আই কিংস। দেশে-বিদেশে দর্শক-শ্রোতাদের যে ভালোবাসা আমরা পেয়েছি; আশা করছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
আই কিংসের বর্তমান লাইনআপ
বেজ গিটার: জাহাঙ্গীর আলম জনি
কি-বোর্ড: মো. কাইয়ূম খান
ভোকাল: মো. মাহমুদুল হক ইমরান
ড্রামার: সজল কুমার সাহা মিঠু
লিড গিটার: মো. শাহরিয়ার সাঈদ শুভ্র
সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। শুধু গায়ক হিসেবে নয়, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন ইমরান। এক দশক আগে জনি, জিতু, মিঠু, কাইয়ূমসহ একটি ব্যান্ড গঠন করেছিলেন ইমরান। নাম ‘আই কিংস’। সেই থেকে নিজের ব্যান্ড নিয়েই স্টেজে ওঠেন ইমরান। বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছেন তাঁরা। আই কিংস প্রথম স্টেজ শো করেছিল মালয়েশিয়ায়। এরপর বাংলাদেশের পাশাপাশি জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, বাহরাইন, থাইল্যান্ডসহ অনেক দেশেই অনুষ্ঠান করেছে দলটি।
চলতি বছরের শুরুতে পরিবর্তন এসেছে দলে। লিড গিটারিস্ট জিত যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তাই তাঁর স্থলাভিষিক্ত হলেন শাহরিয়ার সাঈদ শুভ্র। নতুন সেটআপে আই কিংস প্রস্তুতি নিচ্ছে স্টেজ শোয়ের জন্য। দেশের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তারা তৈরি হচ্ছে বিদেশ সফরের উদ্দেশে।
রমজান মাসের আগে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু অনুষ্ঠানে গাইবে আই কিংস। রমজান মাসে বিরতি দিয়ে আগামী ৩১ মার্চ কাতারে ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাইবে দলটি। এরপর ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শোতে অংশ নেবে। কথা চলছে ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে। পাকা কথা হলেই সেখানকার অনুষ্ঠানের জন্যও প্রস্তুতি সারবে আই কিংস।
আই কিংসের ভোকাল ইমরান বলেন, ‘জিতু ভাই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় কিছুটা শূন্যতা তৈরি হয়েছিল। এ বছর তাঁর স্থলাভিষিক্ত হলেন শুভ্র। আই কিংস আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। আগামী ঈদ থেকে আই কিংস দেশের বাইরে পারফর্ম শুরু করবে।’
ড্রামার মিঠু বলেন, ‘আই কিংস একটা আবেগের নাম, ভালোবাসার নাম। আমাদের জীবনজুড়ে আই কিংস। দেশে-বিদেশে দর্শক-শ্রোতাদের যে ভালোবাসা আমরা পেয়েছি; আশা করছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
আই কিংসের বর্তমান লাইনআপ
বেজ গিটার: জাহাঙ্গীর আলম জনি
কি-বোর্ড: মো. কাইয়ূম খান
ভোকাল: মো. মাহমুদুল হক ইমরান
ড্রামার: সজল কুমার সাহা মিঠু
লিড গিটার: মো. শাহরিয়ার সাঈদ শুভ্র
স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
৭ ঘণ্টা আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
৭ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
৭ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ। আজ ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে